নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
স্বাধীনতাউত্তর বাংলাদেশর কিছু আমীমাংসীত প্রশ্ন।
-------------------------------------------------------------------
১। স্বাধীনতাযুদ্দে প্রক্রিত শহীদের সংখ্যা তিন লক্ষ্ নাকি এিশ লক্ষ্?
২। ভারত বাংলাদেশের আদৌ বন্ধু নাকি আমরা ওদের অধীনস্ত?
৩। বাংগালী জাতীর জনক, অবিসংবাদী নেতা শেখ মুজিবুর রহমান নাকি মজলুম জননেতা মওলানা ভাসানী?
৪। বাংলার স্বাধীনতার ঘোষক এম এ হান্নান
না কি মেজর জিয়াউর রহমান?
৫। বিচার বিভাগ কি স্বাধীন নাকি সরকারের অধীনস্থ?
৬। পুলিশ জনগনের বন্ধু নাকি সরকারীদলের?
৭। জাতী হিসাবে আমরা বাঙালীরা এক্ক্যবদ্দ্য
নাকি বিভাজিত?
৮। আদৌ আমরা একটি স্বাধীন জাতী নাকি আ জনম পরাধীন?
এম.এল রহমান,
লন্ডন,
১৭.১২.২০১৭
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার প্রশ্নগুলো পুরাই ফাউল। কাল নবর্বষ না হলে আপনার নাক ফাটাতাম।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কাঁচা লেখা...
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার ব্লগ কি হ্যাক হয়েছে?
৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রহমান লতিফ
আমার পরিসংখ্যানঃ
পোস্ট করেছি:৬
টিমন্তব্য করেছি:১৩
টিমন্তব্য পেয়েছি:২৫
টিব্লগ লিখেছি:৯ বছর ২ মাস!!!""
অনুসরণ করছি:৫ জন
অনুসরণ করছে:০ জন
আগামী কাল পড়াশোনা করে, প্রশ্নের উত্তগুলো বের করবেন।।।।।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪
সাইন বোর্ড বলেছেন: এসব প্রশ্ন বেশি বেশি করলে অাপনাকে রাজাকার বানিয়ে দেওয়া ওয়ান টু এর ব্যাপার ।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: থাক ভাই আজকে বাদ দেন।
অন্য কোনো সময় এগুলো নিয়ে আলোচনা করা যাবে।
শুভ নববর্ষ ।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭
বরুন মালাকার বলেছেন: গরম ভাতে বিলাই বেজার , উচিৎ কথায় ....
৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
চুলবুল পান্ডে বলেছেন: দালালমু্ক্ত ব্লগ থাকলে ভাল লাগত।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০
আবদুল মমিন বলেছেন: গভীর প্রস্ন গাভীর উত্তর ।
১১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩
আল আমিন সেতু বলেছেন: এমন হাজারো প্রশ্নের উত্তর আজো পাই নি। বনলতা সেন কে ও পাই নি।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪১
ইসিয়াক বলেছেন: আসলে আমরা বাঙালী জাতি নিজেরা নিজের ভুলে confuse হয়ে আছি। অতীত কে মানে ইতিহাসকে নিজের মতো চলতে দিতে
হয় । রং ছড়ালে বা অতি প্রচার করলে তা বিভ্রান্তি ছড়ায় বই কি ?
অনেক পুরানো নববর্ষের দিনের ফিরতি শুভেচ্ছা নিন প্রিয় লতিফ ভাই ।
আচ্ছা একটা প্রশ্নঃ এত পুরানো ব্লগার আপনি কিন্তু আপনার আগের লেখাগুলো কই ? নাকি মুছে দিয়েছেন?
প্রশ্নটা কি বোকা বোকা হয়ে গেল ? আমার মাঝে মাঝে বোকা বোকা প্রশ্ন করতে ভালো ই লাগে। আশা করি বিরক্ত হবেন না।
শুভসকাল
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
আপনি এখনো পরাধীন আছেন বলেই মনে হচ্ছে!
নববর্ষের শুভেচ্ছা