নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
বিচারফল
-----------------
উদ্ভট উটের পিঠে
চলছে স্বদেশ,
কনুনের বালাই নেই
শাসকের নির্দেশ।
আদালত যদি থাকে
ঠাকুমার ঝুলিতে,
অপরাধী পঙ্গপাল
পাখামেলে গজাবে।
কানুনহীন সমাজ যেন
পাগলীর সংসার,
সারাক্ষণ লেগে থাকে,
চেঁচামেচি চিৎকার।
আইনলঙ্ঘন করে যারা
স্বার্থসিদ্ধি করিবে,
সাময়িক স্বস্তিতে
আজীবন কাঁদিবে।
আইন অমান্য যদি
হয় মামুলিক,
সমাজ সংসার তবে
বিকলাঙ্গ অযাচিত ।
বিচারকে কর যদি
কভু একপেশে,
শতচোখে অশ্রু
একটি ভুলে।
বিচারিক কাজ যবে
করছো কুঠিল,
ওপারের বিচারে তোমায়
শুধিতে হবে এ ঋন।
এম,রহমান লতিফ
( লন্ডন, ফেব্রুয়ারি ২০১৮)
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
ল বলেছেন: Thank you
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪
ল বলেছেন: স্যার-আপনার সাফল্য কামনা করি,
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আরো কয়েকবার নিজেই পড়ে নিজের ভুলগুলো সম্পাদনা করে নিলে ভাল হয়। কবিতার বক্তব্য এবং বিষয়বস্তু ভাল, তবে ভাষা ত্রুটিপূর্ণ।
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬
ল বলেছেন: PLEASE ADVICE
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ভাল লাগলো।শুভেচ্ছা নিয়েন।