নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
মৃত বিবেক
--------------------------------------
একজন সেলিব্রেটি মারা যায়
শোনা যায় কত শত হ্রদয়ের ক্রন্দন,
সিরিয়া আর ইয়েমেন ঝরে য়ায় কত তাজা প্রাণ
তাতে কাঁদে নাকো হায় একজন ও সরলপ্রাণ,
কেড়ে চলে জীবনোচ্ছ্বাস আগ্রাসী সেনা।
বেড়ে চলে অনিকেত জীবনের দেনা,
মিলিয়ন টাকা খরচ করি
রুপচচর্চা আর ভোগে,
আজও হায় অভুক্ত শিশুকাঁদে
ডাস্টবিন ম্যনহোলে।
দুখিনী মায়ের দুখজ্বালা
দেখে না যে কেহ,
পৃথিবীর জমিন ঘেষে
বিবেকবোধেরা আজ মৃত।
শ্রী রাও ঝরে য়ায
দেবী রাও মরে য়ায়,
পড়ে রয় জীবনের মহাকাব্য
মৃত বিবেক বুঝেনা মহাসত্য ।
এম,রহমান লতিফ
লন্ডন, ফেব্রুয়ারি ২০১৮
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিদের হৃদয় কেবলই কেঁদে যায়.... তবু মৃত বিবেক জাগ্রত হয় না!