নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

মৃত বিবেক

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

মৃত বিবেক

--------------------------------------
একজন সেলিব্রেটি মারা যায়
শোনা যায় কত শত হ্রদয়ের ক্রন্দন,

সিরিয়া আর ইয়েমেন ঝরে য়ায় কত তাজা প্রাণ
তাতে কাঁদে নাকো হায় একজন ও সরলপ্রাণ,
কেড়ে চলে জীবনোচ্ছ্বাস আগ্রাসী সেনা।
বেড়ে চলে অনিকেত জীবনের দেনা,


মিলিয়ন টাকা খরচ করি
রুপচচর্চা আর ভোগে,
আজও হায় অভুক্ত শিশুকাঁদে
ডাস্টবিন ম্যনহোলে।

দুখিনী মায়ের দুখজ্বালা
দেখে না যে কেহ,
পৃথিবীর জমিন ঘেষে
বিবেকবোধেরা আজ মৃত।

শ্রী রাও ঝরে য়ায
দেবী রাও মরে য়ায়,
পড়ে রয় জীবনের মহাকাব্য
মৃত বিবেক বুঝেনা মহাসত্য ।

এম,রহমান লতিফ
লন্ডন, ফেব্রুয়ারি ২০১৮

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিদের হৃদয় কেবলই কেঁদে যায়.... তবু মৃত বিবেক জাগ্রত হয় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.