নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
নাম বদলের আকাম
------------------------------
পৃথিবীর ইতিহাসে বাংলাদেশেই ই বুঝি এমন চুতিয়া হয় সব ক্ষমতাসীন দল।
এমন দেখা যায় যে কোন কারণ ছাড়াই যে দল ক্ষমতায় এসেছে সে দলই তাদের মেনুফেস্ট্ ভুলে গিয়ে সবার আগে সদলবলে তাদের নিজস্ব প্রজেক্ট বাস্তবায়ন করে তা হলো বিভিন্ন স্থাপনার নাম পাল্টে দেয়া,
বিভিন্ন দেশে দেখা যায় কোন কোন নাম তাদের কালচার রিপ্রেজেন্টে করে তাই অনেকাংশে তাদের কদর বেরে যায় তদূুপ বাংলাদেশ কোন জেলা বা কোন এয়ারপোর্ট এর নাম নিঃসন্দেহে বহন করে শত বছরের ইতিকথা যা মুছে দিয়ে কোন লাভ হয় না অধিকিন্তু গচ্ছা যায় কোটি কোটি টাকা যার ফলে প্রান্তিক মানুষ হয় ভাগ্যবিমুখ।
নাম বদলের এই অসৎ সংস্কৃতি অসলে কার জন্য
অাপামর মানুষের জন্য
নাকি কোন বিশেষ গোষ্ঠ র জন্য।
বন্ধ হোক এই অস্খালন।
এতটুকু কি আশা করা যায় না প্রগতিশীল দলগুলো মানুষের প্রকৃত সমস্যা ও সংকট, ভাত ও ভোটার অধিকার নিয়ে রাজনীতি করবে।
দিন বদলের রাজনীতি বলে নাম বদলের রাজনীতি যা মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিতে কোনো ভূমিকা রাখে না বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দৈন্যতা সৃজনশীল উন্নয়নে বাধা হয়ে দাড়ায়
যার পরিণাম হয় আস্তা কুড়ে বিলিন হয়ে যাওয়া।
রহমান লতিফ
লন্ডন,এপ্রিল ২০১৮
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৮
ল বলেছেন: নিজের লেখা নিয়ে লজ্জা সংকোচ আছে তবুও শিকড়ের টানে লেখা ......…
এক চিলতে ভালবাসা রইলো
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
ইসিয়াক বলেছেন: +++
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৮
ল বলেছেন: ভালোবাসা
৩| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: যথার্থ বলেছেন।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩
ইসিয়াক বলেছেন: সুন্দর বলেছেন ।
I'm a politician , your honor ,and I'd like to have my name legally changed to 'None of the above"
এই হলো এদের চরিত্র ।
ভালো থাকবেন ।
নিজের প্রতি খেয়াল রাখবেন।
শুভকামনা ।
পুনশ্চঃ প্রিয় ভাই আমি আপনার পুরানো লেখা গুলো পড়ছি । পড়তে ভালো লাগছে ।