নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
বর্তমান বাংলাদেশের শ্রেষ্ট জোকস বলায় এই ভদ্রলোক এগিয়ে৷ সম্ভাবত ভারতের কপিল শর্মাও এমন জোকস বলতে পারে নাই। বাচ্চা লোক তালিয়া হবে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
ধুলো মেঘ বলেছেন: ১৯৭১ সালে কি গণহত্যা হয়েছে, নাকি যুদ্ধ হয়েছে? গণহত্যা যদি হয়ে থাকে, তবে তা করেছে কে? নির্বাচিত সরকার, নাকি হানাদার বাহিনী? এই গণহত্যায় জামায়াত যদি শামিল হয়ে থাকে, তবে তা কিজন্য করেছে? দেশ বাঁচানোর জন্য, নাকি বিদ্রোহ দমন করার জন্য?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
কিরকুট বলেছেন: আশা করি নতুনের মন্তব্যে উত্তর পেয়ে গেছেন।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১
নতুন বলেছেন: এই গণহত্যায় জামায়াত যদি শামিল হয়ে থাকে, তবে তা কিজন্য করেছে? দেশ বাঁচানোর জন্য, নাকি বিদ্রোহ দমন করার জন্য?
২০২৪ এ আয়ামীলীগের সূর্য সন্তানেরা যেই জজবা নিয়ে রাস্তায় অস্র নিয়ে নেমেছিলো, ঠিক সেই ভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামি পাকিস্তানি সেনাবাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছিল। তাদের ছাত্র শাখা (ইসলামী ছাত্র সংঘ) আল-বদর এবং আল-শামস বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেছিল। এরা মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া, হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা, এবং পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতা ও কর্মীদের উপর নির্যাতন চালানোর কাজে লিপ্ত ছিল। বিশেষ করে আল-বদর বাহিনী মুক্তিযুদ্ধের শেষ দিকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।
জামাতের আমির এটা নিয়ে বেশ শরম পান বলে মনে হচ্ছে।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: রতনে রতন চেনে, রাজাকারে চিনে রাজাকার!
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
সোনাগাজী বলেছেন:
এরা জন্মেছে জাতিকে বেদুইনে পরিণত করার জন্য
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১১
নতুন বলেছেন: ১৯৭১ এ উনি ছিলেন না তাই সেটা জানেন না। সেটা নিয়ে কথা বলতে উনার শরম লাগে। আর অতীত নিয়ে কথা বলা ঠিক না।
২০২৪ এর আগস্ট মাসও অতীত হয়ে গেছে তাই সেটা নিয়েও উনি কথা বলা কমিয়ে দেবেন, গণহত্যা জাতিয় শব্দ গুলি উনার জন্য শরমের বিষয়।