নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

সমন্বয়ক ট্যাগ বাদ দিয়ে নিজ দলীয় ট্যাগে ফিরে যাচ্ছেন কোমলমতি

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৮




সমন্বয়ক ট্যাগ বাদ দিয়ে নিজ দলীয় ট্যাগে ফিরে যাচ্ছেন কোমলমতি শিহ্মার্থিরা
আজ ঢাবি শিবির সভাপতি হিসেবে প্রকাশ্যে এলো সমন্বয়ক সাদিক কায়েম।
আমরা যখন শিবির বলছিলাম আমাদের নিয়ে হাসাহাসি করছিল অনেকে, তাদের মুখটা একটু দেখতে চাই....

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



এগুলো পাকিস্তানী নেকড়ে; পাকিস্তান ১৯৭১ সালের প্রতিশোধ নিচ্ছে এদের ব্যবহার করে, এগুলো মগজহীন জল্লাদ; সাইড-এ্যাপেক্ট হিসেবে আমরা শেখ হাসিনার ডাকাতদের থেকে সাময়িকভাবে মুক্ত হয়েছি; কিন্তু আমরা এখনো নেকড়ের গুহায় আটক আছি।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কারা হাসাহাসি করেছিলো জানা নাই। তবে প্রথম থেকেই যখন ছাত্ররা একটার পর একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছিলো, তখনই বোঝা গিয়েছিলো যে এর পিছনে জামাত-শিবিরের ব্রেইন আছে। এরপর যখন জামাত নিষিদ্ধ হলো, কিন্তু তারা কোন রিএ্যাকশন দেখালোনা, তখন মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিলো যে কারা এর পিছে। এরও পর যখন হাসু আপা পালালো, তখন বিম্পির কার্যকলাপ আর জামাতীদের কার্যকলাপ দেখেও বোঝা যাচ্ছিলো যে কি ঘটেছে।

বিম্পির মত মোটা মাথার দল এতবড় সৈরাচারী ফ্যাসিস্টদের ল্যাং মেরে দেশ থেকে বিতাড়িত করবে তা ভাবা কিছুটা হাস্যকরই বটে।

সারা দেশে মানুষের জামাতের উপর এখনও বিশাল ক্ষোভ আছে। তার উপরে জামাতের ৩০০ আসনে নির্বাচন করে জিতে ক্ষমতায় বসার মত অবস্থা আছে বলে মনে করি না। দেখা যাক ওরা কদ্দুর যেতে পারে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

ঢাবিয়ান বলেছেন: ছাত্র রাজনীতি নিশিদ্ধ হয়ে গেলে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির সব নিশিদ্ধ হয়ে যাবে। চিন্তা করবেন না। বর্তমান সরকার ধাপে ধাপে ছাত্র রাজনীতি নামক বিষফোড়া স্থায়ীভাবে নিশিদ্ধ করবেনই ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কেউ ছাত্র শিবিরের রাজনীতি করলে সমস্যাটা কোথায়? এতে কি তার ছাত্রত্ব চলে যায়?
আন্দোলনে ছাত্রদলের বা অন্যান্য ছাত্র সংগঠনের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে নাই?
নাকি এই আন্দোলনটা কোন অনৈতিক আন্দোলন ছিল??

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫১

কিরকুট বলেছেন: এই আন্দোলন যদি ছাত্রদল, ছাত্রমৈত্র, ছাত্র সমাজ করতো কোন সমস্যা ছিলো না।

ওইডা শিবির, বাংলাদেশ পরিপন্থী সন্ত্রাসী বাহীনি৷ এদের বিশ্বাস করা আর সাপ বিশ্বাস করা একি কথা৷ হিটলারের নাৎসি বাহিনী আর শিবিরের মধ্যে কোন পার্থক্য নাই৷

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



এবারের আন্দোলনের ডিজাইনে ছিলো, কয়েকশত ছাত্রের লাশ ফেলে, মানুষকে রাস্তায় আনা। সেটাই করায়েছে কৌশলে পাকিস্তানী আইএস ও তাদের বাংলাদেশী কমান্ডোরা।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০১

কামাল১৮ বলেছেন: সবাই যার যার গন্তব্যে ফিরে যাবে।জীবিত বা মৃত।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৯

আরইউ বলেছেন:



সাধারণ ছাত্র-জনতার আন্দোলন নিয়া প্রশ্ন তুইলা আপনে ব্লাসফেমি কইরা ফেলসেন!

ব্লগারদের রগকাটার তালিকা করা ঢাবিয়ান মনে হইতেসে ব্লগে জামাত-শিবিরের মুখপাত্রের দায়িত্ব পাইসে নতুন নতুন। সে সবাইরে শান্ত থাকতে, এইটা করতে, ঐটা না করতে উপদেশ দিতেসে। ভাগ্য ভালো উহার মত এরশাদ অব দ্য ইয়ার আমাদের সাথে ব্লগিং করে।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৩

ইলি বলেছেন: কোমলমতীদের বড় একটা অংশ জামাত-শিবির।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৭

কিরকুট বলেছেন: আফসোস।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: এই আন্দোলন যদি ছাত্রদল, ছাত্রমৈত্র, ছাত্র সমাজ করতো কোন সমস্যা ছিলো না।

ওইডা শিবির, বাংলাদেশ পরিপন্থী সন্ত্রাসী বাহীনি৷ এদের বিশ্বাস করা আর সাপ বিশ্বাস করা একি কথা৷ হিটলারের নাৎসি বাহিনী আর শিবিরের মধ্যে কোন পার্থক্য নাই৷


আপনার এই মন্তব্য পুরোটাই অনুমান নির্ভর এবং মেরিট লেস!

আমি যদি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা স্মরণ করি, তাহলে পড়াশোনা, চরিত্র এবং শৃঙ্খলা, সব দিক দিয়ে শিবিরের ছেলেরা ছাত্রদল বা ছাত্রলীগের ছেলেদের চেয়ে ছিল হাজার গুণ উন্নত। এই একই কথা সম্ভবতঃ এখনো সত্য। কারণ, যাদের মনে আল্লাহর ভয় থাকে না, তাদের জন্য উন্নত চরিত্র লাভ দুরুহ।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আর জুলকার নাইন শায়ের ভাইয়ের পোস্ট পড়লেতো আপনাদের সামনে পিছনে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে! :P

https://www.facebook.com/saerzulkarnain/posts/pfbid0gwn1zZfFmraHt9Td5vWQEkZ58k3Navdae6UkDvGbEMd8Tuqjy4C8bZ2MoKvivQBQl

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৮

কিরকুট বলেছেন:

দেখুন ম্যাতকার শুরু হয়ে গেছে৷ শিবিরের বিরোধিতা মানে ইসলাম বিদ্বেসি। ইসলামের দায়ভার সব শিবির নিয়া বইসা আছে৷বাংলাদেশের মুসলমানরা তো ভেরেণ্ডা ভাজে।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: Zulkarnain Saer (https://www.facebook.com/saerzulkarnain) ভাইয়ের আজকের পোস্টঃ
একটা স্ট্যাটাস লিখার জন্যে দুপুর থেকেই চিন্তা করছিলাম, বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উঠার মতো অবস্থা হয়েছিলো আমার সিদ্ধান্তের। এক ফুট উঠে তো আবার দুই ফিট স্লিপ করে নীচে নামে। স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে, তাই আমিও আর চেপে রাখতে পারলাম না। তৈলাক্ত বাঁশটা পার করেই ফেললাম।
ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইর ২৫ তারিখ থেকে, তারপর নিয়মিতই কথা হতো, আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সাথে কোঅর্ডিশন করেই সব আয়োজন করা হয়। বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয় যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো, সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতইবা বয়স তাঁর, হয়তো ২৪/২৫ হবে, তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্রাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এই তো কয়েকদিন আগেই কথা হলো সালমানের সাথে, কোন পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে, নিরহংকার সেই একই সালমান। অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুটো ছেলে একেবারেই ভিন্ন। দু'জনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ।
তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম শাদিক কাঁইয়ূম, এবং তাঁর রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের (আমার কাছে সে সালমানই থাকবে), মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্যে সাধুবাদ জানাই।
ছাত্র রাজনীতি সুষ্ঠ ধারার গণতন্ত্রের জন্যে অত্যাবশ্যক, এবং তার সদ্ব্যবহার করে যে কোন রাজনৈতিক দলই যদি সালমান কিম্বা কাদেরের মতো তরুন-তরুনীদের এত ম্যাচিউর্ড নেতা/নেত্রী হিসেবে তৈরি করতে পারে, তাহলে মন্দ কি?একটা স্ট্যাটাস লিখার জন্যে দুপুর থেকেই চিন্তা করছিলাম, বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উঠার মতো অবস্থা হয়েছিলো আমার সিদ্ধান্তের। এক ফুট উঠে তো আবার দুই ফিট স্লিপ করে নীচে নামে। স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে, তাই আমিও আর চেপে রাখতে পারলাম না। তৈলাক্ত বাঁশটা পার করেই ফেললাম।
ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইর ২৫ তারিখ থেকে, তারপর নিয়মিতই কথা হতো, আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সাথে কোঅর্ডিশন করেই সব আয়োজন করা হয়। বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয় যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো, সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতইবা বয়স তাঁর, হয়তো ২৪/২৫ হবে, তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্রাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এই তো কয়েকদিন আগেই কথা হলো সালমানের সাথে, কোন পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে, নিরহংকার সেই একই সালমান। অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুটো ছেলে একেবারেই ভিন্ন। দু'জনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ।
তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম শাদিক কাঁইয়ূম, এবং তাঁর রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের (আমার কাছে সে সালমানই থাকবে), মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্যে সাধুবাদ জানাই।
ছাত্র রাজনীতি সুষ্ঠ ধারার গণতন্ত্রের জন্যে অত্যাবশ্যক, এবং তার সদ্ব্যবহার করে যে কোন রাজনৈতিক দলই যদি সালমান কিম্বা কাদেরের মতো তরুন-তরুনীদের এত ম্যাচিউর্ড নেতা/নেত্রী হিসেবে তৈরি করতে পারে, তাহলে মন্দ কি?

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৪

কিরকুট বলেছেন:

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০০

অস্বাধীন মানুষ বলেছেন: ভাইয়া শিবির মানে কি বলতে পারেন ? পারলে প্লীজ আমাকে একটু বলবেন। তারপর বিস্তারিত আলোচনায় আসতে ছি ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৪

কিরকুট বলেছেন:

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি কখনোই বলি নাই যে ইসলামের সব দায়ভার শিবির নিয়ে বসে আছে। তারাও মুসলমান এবং তাদেরও রাজনীতি করার অধিকার আছে। শিবিরের ছেলেরা আল্লাহর হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ মেনে চলার চেষ্টা করে এবং এটি প্রশংসার যোগ্য।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৪

কিরকুট বলেছেন:

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সমন্বয়ক দের মধ্যে শিবির কর্মী থাকতে পারে। যেখানে অনেকেই নাকি ছাত্রলীগে থেকে আগত। তাই একজন শিবির হলে বিস্ময়ের কিছু নেই।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৫

কিরকুট বলেছেন: :D

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৩

কিরকুট বলেছেন:

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:০৯

বিষন্ন পথিক বলেছেন: "দ্বিতীয় স্বাধীনতা" টার্ম তারাই ব্যবহার করবে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী না, এই আন্দোলন জামাত শিবিরের না, সাধারণ ছাত্রদের এইটা যে মনে করে তার রকেট সাইন্টিস্ট হওয়ায় যোগ্যতা আছে

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫২

এস.এম.সাগর বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি কখনোই বলি নাই যে ইসলামের সব দায়ভার শিবির নিয়ে বসে আছে। তারাও মুসলমান এবং তাদেরও রাজনীতি করার অধিকার আছে। শিবিরের ছেলেরা আল্লাহর হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ মেনে চলার চেষ্টা করে এবং এটি প্রশংসার যোগ্য।

জাশি হলো ভন্ড, তারা ইসলামের নামে তাদের নিজেদের চিন্তা চেতনা চালিয়ে দিতে চায়। তারা ধর্ম ব্যবসা করে।

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

ইএম সেলিম আহমেদ বলেছেন: উপরে যে মন্তব্য ভাল লাগে নাই তাতে মিডিল ফিঙ্গার মেরে দিয়ে কি বুঝতে চাইছেন? ওটা কি শুধু আপনি একাই পারেন আর কেউ পারে না???
মতোবিরোধ হলেই তাকে ইচ্ছে মত ধুয়ে ফেলা স্বভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মত অথবা পছন্দের অমিল হতেই পারে। তাই বলে যাচ্ছে তাই ব্যবহার করতে হবে?

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

কলমনাই বলেছেন:







যাওগ্গা
বাফের ফরিচয় দিছে!
হেতে জাওড়া না। :D
হেতের বাফ জামাত শিবির :D

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এরা সবসময় ছিল সব সময় থাকবে।শিবির বাংলাদেশের সবচেয়ে সংগঠিত ছাত্র সংগঠন। লীগের চাপে মাথা তুলতে পারে নাই কিন্ত লীগের ভেতর ঢুকে রাজনীতি করেছে।বিম্পির ঘাড়ে চড়ে করেছে।বাম,নাস্তিক, প্রগতিশীল, মাতাল,সুশীল সব রূপেই এরা টিকে থাকতে পারে দিনের পর দিন কাটাতে পারে।
এখন সুযোগ পেয়ে নিজের পরিচয় প্রকাশ করছে।না হলে কবর পর্যন্ত মুখ বন্ধ রাখত।তলে তলে এসাইনমেন্ট করে যেত।

এরা নিছক কোনো

ছাত্র সংগঠন নয়।এরা তাদের জামাতি আব্বাদের মতই জাতীয় বেঈমান।
যারা দেশটাতেই বিশ্বাস রাখে না তাদের সাথে কোনো আপোস নেই।এদের বন্ধু বানানোর চেয়ে রাসেল ভাইপার কোলে নিয়ে ঘুরে বেড়ানো ভালো।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

অস্বাধীন মানুষ বলেছেন: ভাই বুঝলাম না কি চুল বুঝাইতে চাইলেন ?
এই ভাবে টাকি মাছ কি আপনাদের পুট..........ইর ভিতরে দিয়ে ঢুকাবেন আর বের করবেন। =p~
ভাই শিবির মানেই জামায়াতে জঙ্গি না বা রগকাটা পাটি না । শিবিরের মুল অর্থ হলো ছাত্র শিবির হতে পারে
সেটা বিএনপি হতে পারে জামায়াত শিবির হতে পারে আওয়ামীলীগের ছাত্রলীগ । =p~

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৪

নতুন বলেছেন: @কিরকুট

ভাই মধ্যমাঙ্গুলী দেখাইয়া খুবই কুল ডুড হইয়া গেছেন?

কারুর মতের সাথে অমিল হইতেই পারে কিন্তু তাকে গালী দেওয়াটা ঠিক না।

জাশি মানুষ না, ওরা ভন্ড। জাশি ভালো ছাত্র বা ভালো মানুষ হইলেও দুরে থাকতে হবে কারন ওরা ব্রেনওয়াস্ড।

কিন্তু উপরে আপনার এই ভাবে আঙ্গুল দেখানোটা অভদ্রতা।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৮

কিরকুট বলেছেন: ইহাই জামাত

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৭

নতুন বলেছেন: জামাতী ভন্ডামী করতেই থাকবে।

এরা আয়ামীলীগের মতন, আফসোসলীগ, এরা এখনো মনে করে ১৯৭১ এ পাকিরা ভুল করেছে, আরো কিছু মাইরা যদি পাকিস্তান এক থাকতো তবে তারা খুশিই হইতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.