নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
এলাকার এক দোকান থেকে প্রায়ই গরুর দুধ কিনি। রোজার আগে নিসিলাম ৳৯০ লিটার। রোজায় ব্যাবসায়ীরা দাম বাড়ায় এমন অভিযোগের মাঝে এরা ব্যাতিক্রম। আজকে দেখলাম রোজা উপলক্ষে তাদের বিভিন্ন খাদ্য পণ্যে ৭% ছাড় আর দুধে ১০% ছাড়। সাধারণত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে প্রফিট মার্জিন কম থাকে সেখানে গরুর দুধে প্রাইস ১০% কমায় দেয়া সত্যিই প্রসংসার দাবীদার।
নিলাম ১লিটার দুধ। ২০০টাকার নোট দিলাম, ফেরত দিল ১১০টাকা!! কাহিনী কি? দুধ না ১০% ডিস্কাউন্ট তাহলে আবার ৯০টাকা রাখলো কেন?
হ্যাঁ ডিস্কাউন্ট তবে তার আগে রোজায় দুধের দাম ১১% বাড়ায় এরপর ১০% ডিস্কাউন্ট দিয়া বেক্কিছুত্তে রোজায় ৭০গুন হিসাবে '১০x৭০=৭০০টাকা ছাড়ের সওয়াব' কামাচ্ছে। একই প্রফিটে বেশি সওয়াব!!
আসলে একটু বুদ্ধি না থাকলে দুনিয়া বা আখেরাত কোনটাই হাসিল করা যায় না। বুঝেন নাই ব্যাপারটা ।
কপি করে পেস্ট মেরে দিলাম । হি হি হি !
০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
কিরকুট বলেছেন: আপনার হিসাবে এটা সহী কাজ?
২| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ৮:৪৭
বিজন রয় বলেছেন: আপনার প্রথম পোস্টে কথা বলে গেলাম।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বুদ্ধি থাকলে লস না দিয়াও সওয়াব কামাই করা যায়। দোকানদার সেটাই এক্করে বুঝিয়ে দিলো।