নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারুদের ঘর্ষণে আমার মন জ্বলে বিসর্জনে। নীলনদ হয়ে ভেসে চলি, হাহাকার উপত্যকায় তোমারে পেন্সিল দিয়ে আঁকি, যাতে নিমিষেই মুছে ফেলা যায় তোমার সবকিছু। কিন্তু তুমি তৈরি মাটি দিয়ে, চটচটে এঁটেল মাটি। যতই মুছি ততই আঠার মতো হাতে, শরীরে, গভীরে ছড়িয়ে যায়।
দুমড়ানো মোচড়ানো চিরকুট হয়ে ভেসে থাকা আকাশ হতে, কালি হয়ে ঝরে পড়ে শহরের নর্দমায় মিশে যায় মেঘ। আমার মগজে মিশে যাও তুমি এই বাস্তুজগতের সবচেয়ে আদিম মাটি হয়ে।
©somewhere in net ltd.