নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

ঘুমিয়ে যেতে চাই

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪১

সবাই ঘুমিয়ে যেতে চায়।
ঘুমিয়ে যাওয়া ছাড়া আসলে গতি নেই,
ঘুমিয়ে গেলে শারীরিক কোনো ক্ষতি নেই।

ঘুমের জন্য অধিক ধন্য, হতে গিয়েও হতে নেই,
অধিক ঘুমে জীবনটা যাচ্ছে আমাবস্যার মতো ধুমিয়ে।
রাখালের ঘুম, এসি-ফ্যান রুম, সাতেপাঁচে কোনো মিল নেই,
তবুও যে যার ঘুম সেরাটা নিচ্ছে ঘুমিয়ে।

সবাই ঘুমিয়ে যেতে চায়।
ঘুমিয়ে যাওয়া ছাড়া আসলে গতি নেই,
ঘুমিয়ে গেলে শারীরিক কোনো ক্ষতি নেই।

আসো বন্ধু, আমিও ঘুমাই, তুমিও ঘুমাও
পৃথিবীটা থাক অনীহার।
শুধু যদি কোনোদিন ঘুম না ভাঙে
করোনা ঘুম ভাঙানোর আবদার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৯

খায়রুল আহসান বলেছেন: "সবাই ঘুমিয়ে যেতে চায়" - কোথায়? আমি তো দেখি পারলে সবাই সারা রাত জেগে থাকতে চায়!
শেষের লাইন দুটো মন ছুঁয়ে গেল।

২| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:০১

সা-জ বলেছেন: শুধু যদি কোনদিন ঘুম না ভাঙে
সে কোনদিনই সবাই ঘুমিয়ে যায়।

৩| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.