নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণন

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮

সিলিঙের তিন ব্লেডের মেশিনটা যেমন চক্রাকারে ঘুরে তেমনি আমার মস্তিষ্কে ঘুরে প্রলয়ংকরী চিন্তা।
এক ঘূর্ণনে বাতাস ঝরে, আরেক ঘূর্ণনে ঘাম।
তাই দুটোই ঘুরাই একসাথে, রাখি অনুপাত সমান।

মাঝে মাঝে যেমন শীতকাল এসে ফ্যানকে করে বন্ধ,
তুমি এলে আমার চিন্তা কমে, প্রেমে-কামে হই অন্ধ।
শীত চলে গেলে আবার মেশিনটা হয়ে উঠে কর্মব্যস্ত,
তুমি চলে গেলে একাকিত্বে ডুবি, স্থিতিশীলতা পরাস্ত।

গরমে বাড়ে রেগুলেটরি চাপ, এফিশিয়েন্সি প্রশ্নবিদ্ধ,
তুমি-আমিসহ গোটা পৃথিবীই যেন চিন্তার চাপে সিদ্ধ।
এসি না থাকাটা চিন্তার নয় বরং চিন্তায় থাকে এসি,
চিন্তা আমায় বাঁচতে দেয়না, চিন্তায় আমি বাঁচি।

সিলিঙের তিন ব্লেডের মেশিনটা যেমন চক্রাকারে ঘুরে তেমনি আমার মস্তিষ্কে ঘুরে প্রলয়ংকরী চিন্তা।
এক ঘূর্ণনে বাতাস ঝরে, আরেক ঘূর্ণনে ঘাম।
তাই দুটোই ঘুরাই একসাথে, রাখি অনুপাত সমান।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে। বানানের দিকে একটু নজর দিন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:৩৪

কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ। *ঝরের জায়গায় *ঝড় হয়েছিলো। এছাড়া কোনো বানানে ভুল থাকলে ধরিয়ে দিলে উপকৃত হব।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:৩৫

কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিলিঙের তিন ব্লেডের মেশিনটা যেমন চক্রাকারে ঘোরে, তেমনি আমার মস্তিষ্কে ঘোরে প্রলয়ংকরী চিন্তা।
এক ঘূর্ণনে বাতাস ঝরে, আরেক ঘূর্ণনে ঘাম।
তাই দুটোই ঘোরাই একসাথে, রাখি অনুপাত সমান।

মাঝে মাঝে যেমন শীতকাল এসে ফ্যানকে করে বন্ধ,
তুমি এলে আমার চিন্তা কমে, প্রেমে-কামে হই অন্ধ।
শীত চলে গেলে আবার মেশিনটা হয়ে ওঠে কর্মব্যস্ত,
তুমি চলে গেলে একাকিত্বে ডুবি, স্থিতিশীলতা পরাস্ত।

গরমে বাড়ে রেগুলেটরি চাপ, এফিশিয়েন্সি প্রশ্নবিদ্ধ,
তুমি-আমিসহ গোটা পৃথিবীই যেন চিন্তার চাপে সিদ্ধ।
এসি না থাকাটা চিন্তার নয় বরং চিন্তায় থাকে এসি,
চিন্তা আমায় বাঁচতে দেয় না, চিন্তায় আমি বাঁচি।

সিলিঙের তিন ব্লেডের মেশিনটা যেমন চক্রাকারে ঘোরে, তেমনি আমার মস্তিষ্কে ঘোরে প্রলয়ংকরী চিন্তা।
এক ঘূর্ণনে বাতাস ঝরে, আরেক ঘূর্ণনে ঘাম।
তাই দুটোই ঘোরাই একসাথে, রাখি অনুপাত সমান।


ঘুম থেকে উঠে ঘুরে এলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে এলাম। সে এখনো ঘুম থেকে ওঠে নি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:২৫

কাজিম ফাহিম আকাশ বলেছেন: এফিশিয়েন্সি এর জন্য ধন্যবাদ ভাই। বাংলা একাডেমির অভিধানে দেখলাম একাকী হয়, একাকি হয়না। কিন্তু একাকিত্বের ক্ষেত্রে আবার দেখি একাকীত্ব হয়না, এটার জন্যেও ধন্যবাদ। সিলিং এবং এর আলাদা লিখাতে ং ব্যবহার করেছিলাম। বাংলা একাডেমির আধুনিক অভিধান অনুযায়ী উঠা আর ওঠার অর্থ একই। অন্যদিকে ঘোরা বলতে কোনো শব্দ অভিধানে পেলাম না, সেক্ষেত্রে ঘুরাটাই প্রায়োগিক মনে হলো। তুমি-আমিসহ তে টাইপিং স্পেস ছিল।

আপনার মতো কাউকে আমার কবিতার পাঠক হিসেবে পেয়ে সত্যি আনন্দিত আমি। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.