নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

যাদুর বাতাস

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৮

বাতাস, আরো বাতাস!
প্রবাহের দিনান্তে একের পর এক খবর লইয়া আসে।
বাতাসের আছে যাদু।
সে যাদুর স্পর্শ লয়নি "কে", তা ভাবি হুতাশে।
আহা "যাদু"!
কখনও
আদি-অনাদির শিবিরে, নিবিড়ে জড়ায় আলো।
এই ভালো, মেঘ-রদ্দুর, আবার ঘুটঘুটে কালো।

আহা "যাদু"!
যদিও
ভাবিনি এমন হবে, কবে মাথা ছুঁবে আসমান।
পায়ের নিচের জমিন হারিয়ে হয়ে যাব ভাসমান।

আহা "যাদু"! আহারে।
তুমিও আপনার তরে।
আমার হইয়া ভাবলেনা বুঝি একবার?
-এপারে
-ওপারে।

আহা, "কি যে যাদু তোমার, বাতাস!"
আদম থেকে নরাধম সকলেরই হা-হুতাশ।
বাতাস বইবে বাতাস।
আরো বাতাস।
সে বাতাসের যাদুর মন্ত্রে কাটিয়া যাইবে হাসফাস।

আহা "জীবন"
' আহা "যাদু"! ' চাহিয়া
বর্ণচোরার বেশ ধরিয়া রইবে বুলবুলিয়া -

বাতাস, আরো বাতাস!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৮

কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.