নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু জেনে যাওয়া যেমন সত্যি নয়,
তেমন সত্যি নয় নিজেকে সম্পূর্ণ চিনে ফেলা।
অন্যের সাথে যতটুকু করি অভিনয়,
ততই বাড়াই নিজেকে চেনার অবহেলা।
এইতো সেদিন বিশাল এক চাঁদকে আপন ভেবে স্বপ্ন দেখেছিলাম আকাশে,
নদীর স্রোতকে আপন ভেবে মাটির গন্ধ শুঁকেছিলাম বাতাসে।
কোনো এক কালবৈশাখী ঝড় আমাকে দিয়েছিলো আঠারোর উত্তাপ, সেকি তীব্র উচ্ছাস।
কোনো এক বিকেলে জানালার ধারে সূর্যাস্ত দেখে ভেবেছি জীবন, ফেলেছি দীর্ঘশ্বাস।
এইতো সেদিন শীতের বেলা, শরীর থরথর কাপে।
ফজরের নামাজ পড়লাম গিয়ে ইমাম সাহেবের চাপে।
এহেন কার্য দেখতে পেয়ে মাধবীলতার বাপে,
মেয়ের সাথে মাঝেমধ্যেই আমার জুটি মাপে।
মনের মধ্যে অবাধ আক্রোশ জানেন অন্তর্যামী,
ক্ষণিক চাইলেই আমার ভেতর খুঁজে পাওয়া যায় আমি।
তবুও বলি,
সবকিছু জেনে যাওয়া যেমন সত্যি নয়,
তেমন সত্যি নয় নিজেকে সম্পূর্ণ চিনে ফেলা।
অন্যের সাথে যতটুকু করি অভিনয়,
ততই বাড়াই নিজেকে চেনার অবহেলা।
২| ১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
৩| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪৬
মোবারক বলেছেন: দারুণ
৪| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩১
কাজিম ফাহিম আকাশ বলেছেন: কবিতা কথ্য, আপনাকেও ধন্যবাদ।
৫| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩২
কাজিম ফাহিম আকাশ বলেছেন: রাজীব নুর ভাই, সবসময় অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
৬| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৩
কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ মোবারক ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩০
কবিতা ক্থ্য বলেছেন: কবিতা শেয়ার করার জন্য কবিকে ধন্যবাদ।