নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন নিস্তব্ধতায় আমি দোটানায়,
রাতের মধ্য প্রহর কিংবা শেষ।
এত বৃহৎ পৃথিবী ছোট হয়ে আসে অনিচ্ছায়,
মস্তিষ্কের দোষ হয়ে যায় বিশেষ।
কথা আর কাজে থাকেনা মিল,
আকাশের রঙে থাকে পার্থক্য,
এই কালো অথবা গাঢ় নীল।
পরিচিত কোনো স্মৃতির জন্য অথবা কল্পনা,
যা কিছু লিখি আংশিক, কোনো পূর্ণ গল্প না।
অজানা বাঁধায় দ্বিধার জালে অদেখা শূণ্যতা,
নিজের গল্প নিজের লেখায় পায় কি পূর্ণতা?
এই অপূর্ণতার কোনো বার্ষিকীতে ব্যক্তিত্ব ভুলে,
হারাব হয়তো নিজের গল্প নিজেই বলে বলে,
হয়তো তুমিও জানবে কখনো সুযোগ পেলে,
তোমার অভিমানী দু'ঠোঁটের কিছু শব্দের জন্য অপেক্ষা ছিল নগরে।
একদিন সাক্ষাৎ ছিলো, কথা ছিলো ভেসে যাওয়ার ইচ্ছের সাগরে।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: কাব্যপাঠে দীর্ঘশ্বাস আর বেশ অনুপ্রাণিত কবি
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা
আচ্ছা আপনারা কী তিন ভাই কাজিম ফাহিম আর আকাশ
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: বাহ!
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৪
কাজিম ফাহিম আকাশ বলেছেন: যথার্থই বলেছেন। তবে কিছু কিছু সময় সিদ্ধান্তহীনতাও আমাদের অপ্রত্যাশিত কষ্ট দেয়।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন ভাই। অনুপ্রেরণা পেলাম।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১০
কাজিম ফাহিম আকাশ বলেছেন: কাজী ফাতেমা ছবি, না আমার নামই তিন ভাগে বিভক্ত। আপনাকে ধন্যবাদ প্রশংসার জন্য।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১১
কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন:
অভিমান বিরতির এক ক্ষণকাল
স্বল্প অথবা দীর্ঘায়িত বেদনা বিদুর
কখনোবা চিরতরে হারিয়ে যাবার
মানসিক নিদারুন কষ্টকর সিদ্ধান্ত।