নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী নামক রঙ্গ মঞ্চের জীবন নামক নাটকে
আমি প্রধান অভিনেতা। আমার অনেকগুলো
চরিত্র। চরিত্রগুলোর মধ্যে আমি সবচেয়ে
বেশি অপছন্দ করি আবেগজনিত চরিত্রকে। যখন
রাত নামে তখন পৃথিবী বিষাক্ত হয়ে যায়।
কালো রঙ গুলো কি সত্যি বিষাক্ততা প্রকাশ
করে? কই আমি যখন তোমার চোখে তাকাই তখন
তো বিষাক্ততা দেখতে পাইনা। তাহলে
শিশুদের কপালে কালো টিপ কেন দেয়? বাদ
দাও। চলো গ্রামের পথ ধরে হাটি। মাটির গন্ধ
সবাই শুনতে পায় না। তবে বাস্তবিক
প্রেমিকের আছে অনেক সীমাবদ্ধতা যেমন
গোলাপে থাকে কাঁটা। পৃথিবীটা যেমন ঘড়ির
কাটার উল্টো দিকে ঘুরে তেমনি তুমি
ঝাঁঝালো কথা শুনতে পারোনা কিন্তু তেতুল
খেতে ভালোবাস। সরীসৃপ দেখেছ? বুকে ভর
দিয়ে হাটে। ওদের বুকে অনেক ক্ষমতা তবুও
ওদের হৃদয় নগন্য প্রকোষ্ঠ বিশিষ্ট। সাগরের
মাছ পুকুরে বাঁচেনা কিন্তু একুরিয়ামে বাঁচে।
ভেবে দেখ কৃত্তিমতা প্রকৃতিকে কীভাবে হার
মানায়! শাড়ি পরবে? সাদা পেড়ে লাল শাড়ি।
থাক গ্রামে আবার ষাড় থাকতে পারে।
আজকাল কবিতা লিখতে পারিনা ব্যাকরণ
কেমন জানি নিছক কল্পনা হয়ে গেছে। ভেবে
ভেবে থমকে দাঁড়াই। অনেকে ব্যক্তিত্ব নিয়ে
প্রশ্ন তুলে! সত্যি কথা বলতে তাদের আমি
মানুষ মনে করিনা। আমার আছে জ্যোৎস্না
রাত। আমার আছে চোখ ভরা স্বপ্ন। আমার ঘুম
ভাঙে নাগরিক জীবনে। সে বিশাল ইতিহাস।
পটভূমি যেমনি হোক মন বলে সদা মন্তব্য
নিষ্প্রয়োজন
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫
কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা :-)
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++