নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে ঘুড়ি

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২

একেকটা মুহূর্ত নিয়ে যদি ডায়েরী
লেখা যেত। কত ভালো হত তাইনা?
কিন্তু বাস্তবতা তা না।
স্মৃতিগুলোকে ডায়েরী বন্দি করার
মধ্যে সুখ নেই। প্রকৃত সুখ তখনই যখন
স্মৃতিগুলোকে মুক্তি দেওয়া যায়।
একটা খাঁচায় বন্দি পায়রার চেয়ে
আকাশে উড়ন্ত পায়রার জীবনই কি
শ্রেয় নয়? ক্ষণস্থায়ী এই পৃথিবীতে
সাময়িক সব সম্পর্ক গুলোকে বেশি পশ্রয়
দেওয়া ঠিক নয়। উচিত নয় প্রভাব
বিস্তার করতে দেওয়া। ঘুড়ি কত
সুন্দরভাবে আকাশে উড়ে। কিন্তু
নাটাই থেকে সুঁতো ছিড়ে দিলেই
ঘুড়িটা ঘুড়ি থেকে ইচ্ছে ঘুড়ি হয়ে
হারিয়ে যাবে অন্য কারো আকাশে।
সবাই ঘুড়ি উড়াতে পারেনা কিন্তু
সুঁতোটা সবাই ছিড়তে পারে। ঘুড়িটা
উড়তে উড়তে গিয়ে দূরে কোথাও
পড়ে। হয়ত খুব কষ্ট পায় কিন্তু ঘুড়ি তো
জড় বস্তু হয়ত কষ্টটা প্রকাশ করতে
পারেনা। ঘুড়িটা যেখান থেকে
ছিটকে পড়ে ভুল করেও কিন্তু আর
সেইখানে ফিরে আসেনা। হয়ত
অন্যকেও সেই ঘুড়িটা কুড়িয়ে পায়
তারপর সেটাকে যত্ন করে মেরামত
করে নিজের আকাশে উড়ায় অথবা
অনেক সময় ঘুড়িটা এতটাই দুর্ভাগা হয়
যে ছিটকে পড়ার পর কারো চোখেও
পড়েনা, প্রকৃতিতে মিলিয়ে যায়
কোনো শ্রাবণের ঢলে। পৃথিবী থেকে
বিলীন হয়ে যায় কিছু অব্যক্ত কথা আর
অপ্রকাশ্য অনুভূতি নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.