নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

যোগ্যের উপযোগ্য

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

গন্ধরাজ আজ ক্ষুব্ধ, বাতাসে যেন ছেড়ে দিয়েছে বিনিদ্র রাত্রির ক্ষোভ।
নাগরাজ তা করেছে গ্রহণ, হয়েছে উন্মাদ, সামলাতে পারেনি লোভ।
নাগিনী আপাদমস্তক প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিলীন হয়েছে নাতিশীতোষ্ণ গর্তে।
নৃত্য হবে ঘুংগুর পড়ে, নাগ বলেছে, বিষ পান করে, আমি রাজি নাগিনীর শর্তে।
হতে হবে অভিনব কৌশলে, বিশেষ্যর বিশেষণে বিশেষিত, নাগ-নাগিনীর পণ।
উজার হয়ে ভেবেছে রংধনু, দিয়েছে ছন্দ, ঢেলেছে সুর, হয়নি সময় সচেতন।
নাগ যদি হয় কবি, নাগিনী হবে তার কবিতা যা আবৃত্তি করবে চাঁদ।
ক্ষুব্ধ মাতাল গন্ধরাজ বলে ছড়াব ক্ষোভ, করব আর্তনাদ।
মৃদু স্বরে বলে নাগ, যতদিন তুই পারিস চেষ্টা করতে থাক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.