নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু শ্রাবণ ধূলিকণা জমে গেছে বসন্ত
বিলাসকানন বক্ষে,
চাঁদের আলো ভীষণ মধুর শুধু আসেনা
আমার শয়ন কক্ষে।
ঘুমাতে গেলেই কে শোনায় মন পুতুলের
গল্প,
গল্পগুলো মাথায় ঘুরে ভাবায় অল্প
স্বল্প।
আজ ঘুম অবসর নিয়েছে তাই স্বপ্ন বলছে
যাই যাই,
ঘুম পরীরা এসে বলে ভাবার কিছুই
নাই।
নতুন প্রভাত দেখার আশায় নয়ন দুটি
মেলি,
স্মৃতিরা এসে বলে চলো সাপলুডু
খেলি।
আকাশ, নদী, ঘাস, ফুল, মাঠ থাকবে
আজীবন শুধু বদলে যাবো আমি।
পশ্চিম প্রান্তরে সূর্যালোক বিষ পান
করে হবে অগ্রগামী।
শুনতে পাও জমে থাকা রক্তেরচাপ?
শুনতে পাও চার দেওয়ালে বাধা
পাওয়া শোকাহত ধ্বনি?
অনুভব করো বাতাস? বর্ষার সুবাস কি
দোলা দেয় প্রাণে? নাকি স্মৃতির
ইন্দ্রজালে বিচূর্ণ তোমার হৃদয়খানি?
শোকা হয়নাই কদমের ঘ্রাণ, গাঁথা
হয়নাই বকুলের মালা,
থামছো কেন কবি? তুমি যে পথিক, বহুদূর
পথচলা।
অবসরপ্রাপ্ত ঘুম, প্রাক্তন ভাবনা, মরহুম
শান্তি, সাবেক স্মৃতি,
কবি তোমার অনেক কিছুই আছে, শুধু
নেই কোনো ইতি।
©somewhere in net ltd.