নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ বজ্রপাত

১১ ই জুন, ২০১৫ রাত ৯:৩৮

অনেক খানি মেঘ নেমে ঢেকে
দিয়েছে তাকে,
অনেক প্রহরী রেখেছিলাম হৃদয়
পাহাড়ায়, তারা ব্যর্থ হয়েছে হৃদয় চুরি
ঠেকাতে।
চুরি করেছ হৃদয়, চুরি করেছ আবেগ, সৃষ্টি
করেছ দূর্বলতার মায়াজাল,
যা থেকে বাঁচার ক্ষমতা আমার নেই।
আমার কি দোষ বল?
মনের ভেতর বিশাল শূণ্য আকাশ,
সেখানে উড়ে বেড়ায় এক স্তব্ধ
গাঙচিল। সে পিপাসায় উন্মাদ হয়ে
যাচ্ছে, সেখানে প্রবল খরা। সব
পানিতো শেষ তাই ছিটেফোঁটা
জলের চিহ্ন দেখা যায়না চোখের
কারাগারে।
স্বররজ্জুর চারপাশে দিয়েছি
কংক্রিটের দেয়াল, যাতে তুমি শুনতে
না পাও,
যদি ভুল করে কোনো রাতে বলে
ফেলি, কেমন আছো তুমি?
যদি স্বপ্ন দেখে কোনো রাতে
চিৎকার করে উঠি, ভালোবাসি
ভালোবাসি।
আমিতো আবর্জনা, ভালো থেকো
তুমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.