নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন

০২ রা মে, ২০১৫ রাত ২:২০

কাঙ্খিত প্রভাত অর্জনের জন্যই আমরা নিদ্রারত হই। কিন্ত নিদ্রাবেশ শেষে সত্যি কি আমরা সেই কাঙ্খিত প্রভাতটি পাই? কেউ পাই আবার কেউ পাইনা। যারা কাঙ্খিত প্রভাত পেয়ে যায় তারা আনন্দে গা ভাসায় সুখের জগতে। অন্যদিকে যারা পায়না তারা না পাওয়াটাকেই মেনে নেয়। এটাই আমাদের সমাজের নিয়মিত অনিয়ম।
যারা তাদের কাঙ্খিত প্রভাতটি পেয়ে আনন্দ ভোগ করে তারা যদি তাদের আনন্দের ক্ষণিকাংশ, কাঙ্খিত প্রভাত না পাওয়া ব্যক্তিদের সাথে ভাগ করে নেয় তাহলে প্রভাত সবার জন্য সুখের ও সমান হয়ে যাবে।
অনুরূপভাবে,
জীবনের কাঙ্খিত স্থানে পৌঁছাবার জন্য আমরা ধাপে ধাপে অগ্রসর হই। কিন্ত নির্দিষ্ট সময়ে আমরা সবাই কি সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি? কেউ পারি আবার কেউ পারিনা। যারা পৌঁছাতে পারে তারা হারিয়ে যায় আনন্দ স্রোতে। অন্যদিকে যারা পারেনা তারা না পারাটাকেই মেনে নিয়ে জীবন ব্যায় করতে থাকে। এটাও সমাজের নিয়মিত অনিয়ম।
আমরা যারা জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাব তারা যদি গন্তব্যে পৌঁছাতে না পারা মানুষের সাহায্যে নিজেদের একটু স্বার্থ ত্যাগ করি তাহলে তারাও সমাজে সুখের স্বপ্ন দেখার ছোট্ট নিঃশ্বাস নিতে পারবে।
এই ক্ষুদ্র কাজের মাধ্যমে আমরা কি পারিনা "মানুষের জন্য মানুষ" এই চরণটিকে বাস্তব রূপ দিতে???
আমরা পেরেছি, আমরা পারছি, আমরাই পারবো।
ইনশাল্লাহ।

মন্তব্য -১ টি রেটিং +০/-০

মন্তব্য (-১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন: মানুষ মানুষের জন্য।
মানবতার জয় হোক।

ভালো লেগেছে।

২| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০২

কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা। নতুন ব্লগিং শুরু করেছি। আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.