নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ)

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) › বিস্তারিত পোস্টঃ

গত ১০ বছরে ১০ কেলেঙ্কারি!!!

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

গত ১০ বছরে ১০ কেলেঙ্কারি!!!

১। গত ১০ বছরে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স, ক্রিসেন্ট ও থারমেক্স গ্রুপ মিলে ১১ হাজার ২৩০ কোটি টাকা হাতিয়েছে।

২। বেসিক ব্যাংক থেকে বের হয়ে গেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা।

৩। সোনালী ব্যাংক থেকে হল-মার্ক নিয়ে গেছে ৩ হাজার ৫৪৭ কোটি টাকা।

৪। বিসমিল্লাহ গ্রুপ নিয়েছে ১ হাজার ১৭৪ কোটি টাকা।

৫। এ ছাড়া রিজার্ভ চুরির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে হারিয়েছে ৬৭৯ কোটি টাকা।

৬। নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল ও ফারমার্স ব্যাংক থেকে লোপাট হয়েছে ১ হাজার ২০১ কোটি টাকা।

৭। এবি ব্যাংক থেকে পাচার হয়েছে ১৬৫ কোটি টাকা।

ব্যাংক খাতের এই ১০টি বড় কেলেঙ্কারিতে লোপাট হওয়া ২২ হাজার ৫০২ কোটি টাকা দিয়ে কী করা সম্ভব, তারও একটি চিত্র তুলে ধরেছে সিপিডি।

সেখানে বলা হয়েছে, এই টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণের ৭৮ শতাংশ বা পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের ৬৪ শতাংশ ব্যয় নির্বাহ করা যেত।

আবার সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণে প্রায় ৪১ শতাংশ টাকার জোগান দেওয়া সম্ভব ছিল।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: এই গুলো সব চক্রান্ত।
দলের ভাব মূর্তি নষ্ট করার জন্য।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সত্য কথা বললে কিছু লোকের চুলকানি বাড়ে! তবে ইতিহাসের পাতা থেকে এ সত্য মুছে দেয়া যাবে না। আগামী বছর থেকে চা দোকানী/পান দোকানীরাও ট্যাক্স এর আওতায় আসবে - যাতে সবার প্রদেয় টাকা দিয়ে মহাসমুদ্র চুরি করা যায়! X((

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান বলেছেন: এসব মিথ্যে কথা,হয়ত বিএনপি জামাতের কারসাজি হতে পারে আওয়ামীলীগ কে বদনাম করার জন্য।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

মাহবুবুর রহমান টুনু বলেছেন: গুজব!

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুরি বিদ্যা বড় বিদ্যা
যদি না পরে ধরা।।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত এত মহা লুটের নির্লজ্জতার পরো তারা উন্নয়নের ধূয়া তোলে!!!

আর ভাংগা রেকর্ড এখনো বাজায় - অন্যের নামে!

সাধারন জনতা যদি আত্মঘাতি হয়- আবার সুযোগ দেবে! আরো মহাসমুদ্র লুটের!
আর নিজেদের বাঁচাতে চাইলে নেবে সঠিক সিদ্ধান্ত!
দেখা যাক কি হয়!!

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এতে কেলেঙ্কারির কি দেখিলেন ? ব্যাংকের টাকা তো ঋণ দেয়ার জন্যই, অলসভাবে ফেলিয়া রাখার জন্য নহে | আর এই ঋণ হইতে অর্জিত সুদ সুদখোর ইউনূসের সুদ নয়, ইহা রাষ্ট্রীয় নিয়মকানুনে জায়েজকৃত সুদের মাধ্যমে আয়ের একটি পন্থা, সুতরাং ইহাকে নিয়া মস্করা করিবেন না | এই হাজার হাজার কোটি টাকা যাহারা নিয়াছে তাহারা অথবা তাহাদের নাতি/পুতিরা ভবিষ্যতে মূলধন এবং সুদসহ জনগণকে ইহা ফিরত প্রদান করিবে - ১০০% গ্যারান্টি | আপনি হয়তো আপনার জীবদ্দশায় ইহা দেখিয়া যাইতে পারিবেন না, কিন্তু আপনার প্রপৌত্র এই বিরল ঘটনার প্রত্যক্ষদর্শী হইয়া ইতিহাসের পাতায় স্থান লাভ করিবে |

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

ইসিয়াক বলেছেন: হুমম.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.