নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ)

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) › বিস্তারিত পোস্টঃ

হাতুড়ির আঘাতে ‘জীবনের আশা ছেড়ে দেওয়া’ তরিকুল! এটা কি চলছে।বাংলাদেশে ????

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১





হাসপাতালের বিছানায় শুয়ে তরিকুল বলেন, ‘ওদেরকে অনুরোধ করছিলাম, আর যেন না মারে। কেউ কথা শুনল না। যাদের হাতে লাঠি ছিল সবাই পেটাচ্ছিল। খুব কাছে থেকে যেন দেখছিলাম মৃত্যুকে।কী নির্দয়ভাবেই না পেটাচ্ছিল আমাকে! কোনো মানুষ মানুষকে পেটাতে পারে এভাবে, কল্পনাও করিনি কোনোদিন।এক পর্যায়ে জীবনেরই আশা ছেড়ে দিয়েছিলাম।’

কথা বলার শক্তি নেই, ক্ষীণ গলায় থেমে থেমে কথাগুলো বলছিলেন তরিকুল। একটু জোরে কথা বলার চেষ্টা করলেই যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল তার শরীর

লাঠি- হাতুড়ির আঘাতে যন্ত্রণায় কাতরানো তরিকুলকে পুলিশ ও কয়েকজন সাংবাদিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তার ভাঙা পা-টি উরু পর্যন্ত প্লাস্টার করে দেওয়া হয়েছে। ডাক্তাররা এখন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

তরিকুলের অবস্থা সম্পর্কে হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান এমএকে শামসুদ্দিন জানান, তার ভাঙা হাড় জোড়া লাগতে অন্তত তিন মাস সময় লাগবে।


এটা কি চলছে।বাংলাদেশে ????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ এখন অনেক অনেক নিষ্ঠুর।

এমন ঘটনা কাম্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.