নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ)

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) › বিস্তারিত পোস্টঃ

***প্রধানমন্ত্রীর বেতন যেন কত???

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:১৮



***ভূমি অফিসের কর্মকর্তার মাসিক আয় ৩০ লাখ টাকা!!***

***নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে!!

***দুর্নীতি করে কয়েক বছরে তিনি কয়েক কোটি টাকার মালিক হয়েছেন!!

***গত কয়েক বছরে তিনি অঢেল সম্পদের মালিক বনে গেছেন!!

***সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় তাঁর রয়েছে ছয়তলা আলিশান বাড়ি!!

***আর শরীয়তপুরে নিজের এলাকায় রয়েছে দোতলা বাড়ি ও কয়েক বিঘা জমি!!
***তিনি প্রাইভেট কার হাঁকিয়ে চলেন!!

***গোলাকান্দাইল ভূমি অফিসের নায়েব আব্দুল জলিল জমির নামজারি, ‘খ’ তফসিলসহ বিভিন্ন কাজে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

***তাঁকে ১ শতাংশ জমি নামজারিতে দিতে হয় তিন হাজার টাকা!!

***সাধারণ নামজারিতে ১ শতাংশ জমিতে তাঁকে দিতে হয় ৫০০ টাকা!!

***আর মিস কেস তদন্তে প্রতিবেদন পক্ষে নিতে গুনতে হয় ৫০ হাজার থেকে দুই লাখ টাকা!!

***এ টাকা জলিল ও তাঁর সহকারী সোলায়মান ভাগাভাগি করে নেন!!

***এভাবে জলিলের মাসিক আয় ৩০ লাখ টাকার মতো!!

***প্রধানমন্ত্রীর বেতন যেন কত???

***জাগো বাঙ্গালী জাগো, প্রতিষ্ঠিত হউক সত্য আর ন্যায় বিচার,আলো আসুক এই ধরায়, কেটে যাক অন্ধকার ।

***জাগো বাঙ্গালী জাগো, মিনতি আরো একটি বার,স্বপ্নে আর নয় বাস্তবে আস দেশ মাতাকে ভালবাসতে ধ্বংস কর সব কালো হাত।

#কারো গোলামী নয় দেশটাকে মন প্রাণ দিয়ে ভালবাস............

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

সনেট কবি বলেছেন: সত্যিকারের গুনীজন। টাকা আয়ের গুন আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.