নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ)

”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) › বিস্তারিত পোস্টঃ

দেশটাতো স্বাধীন! আপনি কতটুকু স্বাধীন?

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

দেশটাতো স্বাধীন ! আপনি কতটুকু স্বাধীন? যে গণতন্ত্রের মুক্তির জন্য দেশটা স্বাধীন করেছিল সে গণতন্ত্রের নাম গন্ধও নাই দেশে!

হে আমার বাংলাদেশ......তুমি কি নিজেকে স্বাধীন বলে দাবী কর?-----

---হ্যা, আমি স্বাধীন!!! ৩০লক্ষ প্রাণের বিনিময়ে আমার জন্ম ৭১-এ দীর্ঘ ৯মাস যুদ্ধে অর্জিত আমি।
-------না না না না, তুমি স্বাধীন নও!!!!

#পরাধীনতার বাঁধন থেকে এখনও বেড়িয়ে আসতে পারনি তুমি.........

#ভাইরে ত্রিশ লাখ লোক কি জীবনটা দিছিলো আমাদের এমন তামশা করার জন্য ?

#কিছু বলার নেই শুধু দেখে যাবো এই ধারণা নিয়ে এখনও আমি, আপনি, সবাই হাত ঘুটিয়ে বসে আছি এই বলা বা করার মধ্যে আমরা ৪৭টি বছর হারিয়ে ফেলেছি।

#কিন্তু আজও দেশটা কাল রাতের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। আজও ঘরের কোণে গুংরে কাঁদে স্বাধীনতা ,আর্তনাদে কেঁপে উটে মানবতা।

#হায়রে আমার সোনার বাংলাদেশ!!!!

#সারাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি নুরু, রাশেদ,মামুনদের জীবনের নিরাপত্তা দিতে প্রশাসন অপরাগ তাও আবার স্বাধীন দেশে!!!

#এই জন্যই কি দেশটা স্বাধীন হয়েছিল?????

#স্বাধীন দেশে পরাধীনের মত জুলুম- নির্যাতন কারো কাম্য নয়!! তাই নয় কি???

#জাগো বাঙ্গালী জাগো, ৭১ এর মত করে গর্জে উঠো আরও একবার জাগো নতুন আহবানে, জাগো নতুন উদ্দোমে, ভাঙ্গো রুদ্ধদ্বার,বুঝে নাও নিজের অধিকার ।

#প্রতিষ্ঠিত হউক সত্য আর ন্যায় বিচার,আলো আসুক এই ধরায়, কেটে যাক অন্ধকার ।

#জাগো বাঙ্গালী জাগো, মিনতি আরো একটি বার,স্বপ্নে আর নয় বাস্তবে আস দেশ মাতাকে ভালবাসতে ধ্বংস কর সব কালো হাত।

#কারো গোলামী নয় দেশটাকে মন প্রাণ দিয়ে ভালবাস.............

**১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতা এবং গণহত্যার শিকার লাখো মানুষ ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি ---

#বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ার জন্য সমগ্র বাংলার ছাত্র সমাজের ন্যায্য দাবী মেনে নিয়ে অতিসত্বর প্রজ্ঞাপন জারি করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ ভোর ৪:২০

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কিছু কথা লেখেছেন। পড়ে ভাল লাগলো। ব্লগে স্বাগতম। অনেক শুভ কামনা আপনার জন্য।

২| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৩২

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: Many thanks

৩| ২২ শে মে, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: পড়ে ভাল লাগলো।

২৬ শে মে, ২০১৮ রাত ৩:১৬

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: Many thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.