নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কিছু লিখা প্রয়োজন বলে মনে করছিনা!

মোঃ ইস্তিয়াকুর রহমান

মোঃ ইস্তিয়াকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সিলেক্টিভ মানবতা

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৫



মানুষ যেন আজ ভুলে গেছে মানবতার ভাষা,
শুধু নিজের স্বার্থে করে হৃদয়ের উপবাসা।
দল, ধর্ম, গোষ্ঠী, আর স্বার্থের মায়ায় বাঁধা,
যে ভালবাসা চাই, তা যেন আজ চিরকালের বাধা।

মানবতা কোথায়, কই সেই প্রাণের সুর?
একতার স্বপ্ন যেন হচ্ছে দিন দিন দুর।
অন্তর অন্ধ হয়ে দেখেনা অন্যের ব্যথা,
কেউ খুঁজছে স্বার্থ, কেউ ভোলাতে চায় কেবল ব্যথা।

আছে কি আজ হৃদয়ে সত্যি কোনো স্থান?
নাকি সবকিছু হয়ে গেছে শুধুই কোনো দান?
যে মানবতা চাই সবার মাঝের মায়ায়,
সেটা আজ নেই, হারিয়েছে দূরে সময়ের ছায়ায়।

দলমত নির্বিশেষে একদিন আসবে সেই দিন,
যেদিন মানুষ চিনবে সত্যিকারের প্রেমের বিন।
নেই কোন বিভেদ, নেই স্বার্থের অন্ধকার,
সবার জন্য এক হবে হৃদয়ের পবিত্র হার।

মানুষের মাঝে ফিরুক সেই মানবতার আলো,
নির্বিশেষে ভালবাসা, থাকুক সুন্দর সব কালো।
সকলের মাঝে বেঁধুক ভালবাসার বন্ধন,
ফিরুক মানবতা, হোক আজকের পবিত্র পণ।
এই কবিতার মতো কম শব্দ ব্যবহার করে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩১

অস্বাধীন মানুষ বলেছেন: চমৎকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.