নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে ভালবাসার ফেরা
অবসান হলো সব অপেক্ষা।
মৃতপ্রায় স্বপ্নগুলো জেগে উঠে হাসছে,
কবিতাগুলো উঁকি দিয়ে ছুটছে মেঘে মেঘে,
অনুভূতিগুলো নতুন সাজে সজ্জিত,
নির্ঘুম রাতের প্রহরীরা আজ লজ্জিত।
শূন্যতার বাগানে আজ ফুলে ফুলে ভরা,
ভালবাসার ধ্বনিতে মিছিল করছে জোনাকিরা,
প্রকম্পিত করে তুলছে সারা রাত্রিবেলা,
অদৃশ্য পথে পারি দিয়েছে বেদনার স্রোত ধারা,
আজ যে ভালবাসার ফেরা,
আজ যে, ভাষা হারিয়ে ফেলে
লিখতে যাওয়া এই কবিতা।
আনন্দ অশ্রুতে উপলব্ধি করি
হৃদয়ে ভালবাসার মুগ্ধতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
এস.এম এরফান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সনেট কবি বলেছেন: বেশ
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
এস.এম এরফান বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটা কবিতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
এস.এম এরফান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: কবিতাটা উপলব্ধি করলাম। বেশ হয়েছে। শুভ কামনা জানাবেন। +++