নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে খুজে বেড়াই

এস.এম এরফান

নীলপদ্ম যেন......রূপকথার ফুল

এস.এম এরফান › বিস্তারিত পোস্টঃ

নীলপদ্ম যেন রুপকথার ফুল!

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬


কি যে এক ঝিরি হাওয়া বইছে!
মুক্ত বাতাসে সুভাশিত কাননে,
এসেছি নীলপদ্মের খোঁজে।
অবশেষে মুগ্ধতার স্পর্শে তাকিয়ে থাকা,
প্রজাপতির ডানা মেলে,
প্রিয়ার উন্মোচিত মুখচন্দ্রিকা।
ময়ুরের মেলে ধরা পেখমের মত করে,
প্রস্ফুটিত হলো তার চোখের পাতা।
তাহার অক্ষির চাহনিতে,
চোখের পলক আমার স্তবিত,
তাহার তিক্ততার কথা শুনে,
হয়েছি আমি বাকরুদ্ধ।
ঠোঁটে লাবণ্যের কারুকার্য দেখে,
জিভে জড়তার ঢেউ উঠে,
বলা হল না আর সেই কথা,
জোনাকির মত আলো জালিয়ে,
কাটাব দুজনে রাত্রি বেলা।
সারা অবয়বে বিলাসি রুপে ছেয়ে গেছে,
যেন কালো মেঘ ভেদ করে,
সূর্যের আলো এসেছে নেমে।
যখন বাড়িয়ে দিলাম নীলপদ্ম,
তুমি বলে দিলে তা নাকি বিষাক্ত।
স্বপ্নময় জীবনের সাজানো বাগানে,
নাড়া দিয়ে উঠলো তোমার প্রস্থানে,
ডায়রীর পাতাগুলো ইতিহাস হয়ে থাকে,
আমাদের দুজনার অসমাপ্ত প্রেমকাব্যে।
এরপর থেকে কত দিন যায়, কত রাত যায়,
কত বার যে তোমার রুপ বদলায়,
তবুও মন শুধু তোমাকেই খুঁজে ফিরে চায়।
অবুঝ হৃদয় বোঝে না কেন ?
নেই তো আজ আর কোন কুল,
নীলপদ্ম যেন রুপকথার ফুল।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১০

এস.এম এরফান বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


অত্যন্ত সাজানো গোছানো কাব্যে খুবই ভাল লাগা! শুভেচ্ছা কবি!

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

এস.এম এরফান বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালবাসা রইলো। ভাল থাকবেন।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! চমৎকার নীলপদ্ম ।
প্রথম কবিতাতেই আমি ফ্যান হয়ে গেলাম। ++


শুভকামনা এরফানভাইকে।



১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

এস.এম এরফান বলেছেন: অনুপ্রাণিত হলাম। আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.