নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে খুজে বেড়াই

এস.এম এরফান

নীলপদ্ম যেন......রূপকথার ফুল

এস.এম এরফান › বিস্তারিত পোস্টঃ

নিরব ভালবাসার সন্ধ্যা

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯


শৈশবের ভালবাসা যে এভাবে উঁকি দিবে তা ভাবতে পারিনি। দশম শ্রেণীতে পড়ার সময় যে মেয়েটির প্রতি প্রচন্ড আকর্ষন অনুভব করতাম, যার সামনে দাড়ালে হাত পা কাঁপতে থাকতো, গলা শুকিয়ে যেত ফলে আমতা আমতা করতাম, যাকে একবার দেখলে কয়েকটা রাত নির্ঘুম অস্থিরতায় কাটতো। যখনই ভালবাসার কথাটা বলতে চেয়েছি তখনই তার হাসির ছোবলে বোবা হয়েছি। অবশেষে বলবো বলবো করেও আর বলা হয়নি। এসএসসি পরীক্ষায় ফেল করলাম; আর সে ভালো রেজাল্ট করে শহরে চলে গেল। পরিবারের অর্থনৈতিক অবস্থাও দিনের পর দিন খারাপ হতে লাগল। নিজেকেই সংসার দেখাশুনা করতে হয়। মা আর খালা ছাড়া কেউ নেই। চারিদিকে শুধুই ব্যর্থতা; ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। কয়েক মাস অগোছালো জীবনযাপনে পার করেছি। খালা এসে খুব বুঝাত। অবশেষে আবার সংসার, পড়াশোনায় মনোযোগ দিলাম। এরপর থেকে পড়াশোনায় আর কখনো ফেল মারি নি । সময়ের আবর্তে সব ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করেছি। সোনার হরিণ চাকুরীর দেখাও পেয়েছি। বাড়িঘর, জমি জমা সবই আজ সম্মানজনক। বিয়ের জন্য সেই খালা পাত্রী দেখাও শুরু করেছেন। হটাৎ বৃষ্টির মত তার সাথে দেখা হয়ে গেল। তার সাথে দেখা হওয়ার পর বাসায় এসে এই পোস্টটা লিখে ফেললাম। মাঝখানে অনেক বছর চলে গেছে..........কিন্তু তাকে দেখার পর আমার সেই আবেগ,ভালবাসার কোনই পরিবর্তন হয়নি। আজও হাত পা কাঁপছিল, আজও গলা শুকিয়ে গিয়েছিল, আজও ভালবাসি কথাটা বলতে যেয়ে তার হাসির ছোবলে বোবা হয়েছি। সে হাসছে আর আমি কলার গাছের মত দাড়িয়ে শুধু দেখছি; আরও দেখেছি একটু পর তার স্বামিকে নিয়ে চলে যাওয়ার দৃশ্য।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভা‌লোবাসার সুখদুঃখ। জীবন এমনই।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

এস.এম এরফান বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

এস.এম এরফান বলেছেন: এই ব্লগ থেকে অনেক কিছু জেনেছি; এবার অনেক কিছু দেয়ার ইচ্ছা। ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

এস.এম এরফান বলেছেন: অনেক দিনের আশা, সামুতে লেখার; মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

এস.এম এরফান বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা।

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

স্রাঞ্জি সে বলেছেন:

হ্যাপি ব্লগিং এরফান ভাই।

প্রতিমন্তব্য করার জন্য সবুজ চিহ্নটি ক্লিক করুন।



০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০

এস.এম এরফান বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালবাসা।

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৫

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ ব্লগিং..................

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

এস.এম এরফান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

রাকু হাসান বলেছেন: শুভ ব্লগিং ,স্বাগতম আপনাকে

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

এস.এম এরফান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকবেন। ভালবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.