নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে গঞ্জিকা সেবন অতিশয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে |-)

২৬ শে মে, ২০১৯ সকাল ৮:২৬



গোপন সূত্রে আজ শনিবার রাত্রি ৮ ঘটিকায় খবর পেলাম যে, বাংলাদেশে নতুন প্রজাতির গঞ্জিকা উৎপাদন শুরু হয়েছে যা বিশেষ প্রক্রিয়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ফর্মুলাকৃত উপায়ে বপন করা হয়। এ বিশেষ গঞ্জিকা বাজারজাত করার পর, দেশের সাংবাদিকদের জন্য মহামূল্যবান সিদ্ধিতে রূপান্তরিত হয়। এ প্রজাতির গঞ্জিকা সাংবাদিকদের মস্তিষ্কের কার্যক্ষমতা এতই বাড়িয়ে তোলেছে যে, এখন আর তাদের সংবাদ প্রকাশ করার আগে মোটেই ভাবতে হয় না। তবে কিছু কিছু মানুষ গঞ্জিকার এ উপকারিতা মানতে নারাজ। তাদের মতে গাঁজা আবার ভালো হয় কিভাবে? তাই তাদের ভাষ্যমতে বিশ্বপ্রেমিক সেফুদার নাতিরা নব্য সাংবাদিক হিসেবে জেগে উঠেছে।

আমার দেখা গত কয়েকদিনের মহামূল্যবান কিছু খবরঃ

* প্রথমবার রোজা রাখলেন মাশরাফি কন্যা।
(বিবিসি কে খবর দেয়া হয়েছে?? আবার ওইদিকে মাশরাফি এমপি কোটায় খেলতে নামার কারণে তা নিয়ে খবর করার প্রস্তুতি নিচ্ছেন আমাদের বুদ্ধিমান সাংবাদকেরা। খুব শীগ্রই প্রকাশ পাবে।)

* প্রধানমন্ত্রী বিশেষ দোয়া করেছিলেন বলে জিতে গেল ক্রিকেট দল।
(এতো দিনে বুঝলাম শালার খেলা চলাকালীন সময়ে এতো গালি দিলাম, তারপরেও জিতলো না। জিতার আরেকটি বিশেষ কারণ হতে পারে মাঠে পুটুনদার অনুপস্থিতি। এ নিয়ে কেউ নিউজ করলো না কেনো?)

* নিজের মেয়েকে টিকিট দিলেন না রেলমন্ত্রী
(মন্ত্রী কি ট্রেনের টিকিট মাস্টার? এই নিউজের সাংবাদিকরা মনে হয় ভুল করে বাসায় তাদের মস্তিষ্ক রেখে কাজে চলে এসেছিলেন। )

*ধান কেটে দিল ছাত্রলীগ
(কিছু কমু না। না জানি আর কি না কি কেটে দেয়!)

* প্রতিদিন ৪০ কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন আমাদের মাননীয় মন্ত্রী। তাহলে ফিরতে আরো ৪০ কিলোমিটার। দিনপ্রতি মোট ৮০ কিলোমিটার।
(বিভিন্ন সোসিয়াল মিডিয়ায় ইতোমধ্যে এ নিয়ে চুলছেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো, ৪০ কিলোমিটার পদব্রজে স্কুলে যাওয়ার গল্পটা হলিউডের কোন পরিচালক জানলে রেকর্ড ব্রেকিং ছবি নির্মাণ করা সম্ভব হতো। গিনেস বুক হয়তো শোনে নি কথাটি। একবার তাদের কানে গেলে বিশ্বমিডিয়ায় আলোড়ন সৃষ্টি হবে। আমাদের সাংবাদিক ভাই-বোনেরা এতো কিছু যখন করেছেন তাইলে আরেকটু কষ্ট করে গিনেস বুকে খবর দিলেই তো পারেন। )

আপনাদের কাছে যদি আরো কিছু খবর থাকে তাহলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:০১

তারেক_মাহমুদ বলেছেন: একদম ঠিক এসব খবর দেখলে হাসি পায়

২৬ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: একদম সহমত ভাই।

ধন্যবাদ জানবেন।

২| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১:৩৫

রায়হান চৌঃ বলেছেন: ছাত্রলীগ ধান কাটে............
আর ৪০কিলোমিটার হাঁটা মন্ত্রী বাল কাটে.............. বাল কাটা মন্ত্রী

২৬ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এতো বড় ভয়ঙ্কর ব্যাপার!

৩| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: এ নিউজ গুলো বিনোদন মনে করবেন।

২৬ শে মে, ২০১৯ রাত ৯:৪৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হ্যাঁ ভাই। বিনে পয়সার বিনোদন।

৪| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিটা খবরের লিংক দিলে ভাল হত।

২৬ শে মে, ২০১৯ রাত ৯:৪৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

লিংক যুক্ত করে দিয়েছি।

৫| ৩১ শে মে, ২০১৯ রাত ১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজ রেলমন্ত্রী পঞ্চগড় রুটে টিকিট কেটেছে।

৬| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:৪৭

নাসির ইয়ামান বলেছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী,মন্ত্রীরা ও সাংবাদিকরা নিজেদের "এলিয়েন"ভাবে

৭| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:৪৮

নাসির ইয়ামান বলেছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী,মন্ত্রীরা ও সাংবাদিকরা নিজেদের "এলিয়েন"ভাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.