নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

বাবারে!! এত লম্বা নখ হয় নাকি?? :-B :-B [নখ দেখে ভয় পাবেন না]:`>

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:১০

ইনি হচ্ছেন এখনকার Guinness Book World Records এর সবচেয়ে লম্বা নখধারী মানুষ:--
১।
--------------Guinness Book World Record এর নির্মিত পোষ্টার----------------

২।

৩।
----------------আরে!! নখ নিয়ে আবার র‍্যাম্পেও হাটার সুযোগ হয় নাকি?------------

৪।
-------------------পুরো নখে দিতে কতটা যে nail polish এর বোতল লাগবে??------------------

৫।

#আগে রেকর্ডটি ছিল এই মহিলার:--

৬।

৭।

৮।

#এছাড়াও:--
৯।

১০।


#সব সময় শুনতাম মেয়েরাই নখ লম্বা করে এখানে তো দেখছি ছেলেরাও কম যায় না !! সাব্বাস !!

১১।

১২।

রিকি ভাইয়ের কমেন্টে দেয়া স্পেশাল নেল কাটার এই মানুষ গুলার জন্য:--


[বি:দ্র: কেউ আবার উৎসাহিত হয়ে নখ লম্বা করতে যাবেন না]

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

আমি মিন্টু বলেছেন: ওগুলো কি নোক না মাথার চুল । :)

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:১১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: মাথার চুল থেকেও নখ গুলা লম্বা,
দেখেন অবস্থাটা :(

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

কাবিল বলেছেন: চুলকানোর জন্য পি এস রাখা আছে নিশ্চয়। B-)

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: শুধুই কি চুলকানো !
মনে তো হয় সব কাজ করার জন্যই একজন করে পি.এস আছে :#) :#) :#)

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

আবু আবদুর রহমান বলেছেন: পৃথিবীতে অনেক ধরণের মানুষ রয়েছে । আমার এক সপ্তাহ কাটতে দেরি হলে খুবই অস্বস্তি লাগে । তাদের কাছে কেমন লাগে তারা বলতে পারবে ।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:০০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এরা মনে হয় সাইকো,
মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এদের =p~

৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৪

শাহাদাত হোসেন বলেছেন: এরা খায় কেমনে ?

০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: কি বলব ভাই, আমি নিজে "থ" বনে গেছি :| :|

৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮

মায়াবী রূপকথা বলেছেন: ছি! এরা আসলে পঙ্গু, কাজ করতে পারবার কথা নয়

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আমার মনে হয় নখ গুলা নকল। কি বলেন?

৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, আপনে এরপর গবেষনামুলক পোষ্ট দিয়েন একটা, এক ফুট নখ রাখার পরেও ক্যামনে দৈনন্দিন সব কাজ করা সম্ভব এইটা নিয়া। স্পেশালি জামাকাপড় পরা, খাওন দাওন এবং অতি উঅশ্যই প্রকৃতির ডাকের বিষয়টা। ;)

০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এই পোষ্টটা লেখার আগে নখওয়ালা মানুষ গুলা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। কিন্তু কিছুই মাথা দিয়ে ঢুকে নাই।
বিশেষ করে একটা জিনিসতো কোনো মতেই বুঝতে পারছিনা সেটা হল "প্রাকৃতিক কার্য" কিভাবে সম্পাদন করে এরা???? :`>

এর জন্য এদের মধ্যে কারোর সাক্ষাৎকার নেওয়া প্রয়োজন..

৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫

রিকি বলেছেন: এই নখ তো আর নেইল কাটারে কাটা যাবে না--- তাই আর কি এটা দিলাম!!!!

০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হা হা হা হা হা হা,
হাসি যে থামাতে পারছিনা.... B-)) B-)) B-))


আপনার মেশিনটাও পোষ্টে সংযুক্ত করেদিলাম :-B

৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

রাবার বলেছেন: ভাইজান হেতেরা বদনা ধরে কেমনে হেই গুপুন কথাডা একটু যদি লেখতেন B:-)

০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ভাইছাব, মুইও এবেলা বড়ই টেনশনে আছি এই একই খবর জানবার দায়।
লেকিন, গুগল মামায় তো আমারে কিছুই কচ্চেন না।।

আরেখান পথ আছে, হেতেরার সাক্ষাৎকার লইবার পারলে বিষয়টা জানা যাইত।। :D :D :D

৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

বাড্ডা ঢাকা বলেছেন: মজা পাইলাম :>

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:০৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ B:-/

১০| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:১১

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ভাত খায় ক্যাম্নে? :O

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:২৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: খেয়ে নেবে যে করেই হোক, কিন্তু প্রাকৃতিক কার্য কিভাবে করে??? :`>:`>:`>

১১| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩

ফা হিম বলেছেন: এক্স ম্যান!!

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এরা এক্স ম্যান থেকেও ডেনজারাস :D

১২| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৭

সুমন কর বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ.....


শেয়ার করার জন্য দেখতে পারলাম।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ছিঃ ছিঃ বললেও কম বলা হবে,

হুমায়ুন সারের ভাষায়, এদের মুখে তোলাপোকা পুরে মুখ বন্ধ করে দেওয়া উচিত।। :#):#):#)

১৩| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
এই আরেকটা =p~ =p~

১৪| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

হালি্ বলেছেন: আমি কইলাম সত্যই ডরাইছি :-&

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:১১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: কি আর করবেন ভাই, এগুলা তো পেত্নীর থেকে কোনো অংশেই কম নয়।। :`>

১৫| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ওয়াক থু :-&

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আমার পক্ষ থেকেও ওয়াক থু :-P :-P :-P

১৬| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.