নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বিজ্ঞানকে।। তাই বিজ্ঞান নিয়ে সকল পোষ্ট করার চেষ্টা করি।।

দীপংকর চক্রবর্ত্তী

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

দীপংকর চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০ চিত্রকর্ম :-B :-B :-B

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৯

১।Guernica(গুর্য়েনিকা) :

গুয়ের্নিকা বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা বিখ্যাত চিত্রকর্ম। এটি স্পেনীয় গৃহযুদ্ধের সময় এপ্রিল ২৬, ১৯৩৮ সালে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় বিমান বাহিনী কর্তৃক উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গুয়ের্নিকায় বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় প্রকাশ হিসেবে তৈরি হয়েছে। ছবিটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে এবং নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে।

২। Monalisa (মোনালিসা):

মোনালিসা সর্ম্পকে নতুন করে আর কি বলব। লিওনার্দ দ্যা ভিঞ্ছির আকাঁ ছবিটিকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ট চিত্রকর্ম বলা হয়। ছবিটি তিনি ১৫০৪ সালে একেঁছিলেন। ফ্লরেন্সের এক ধনাঢ্য পরিবারের মেয়ে লিসা ডেল জিওকন্ডের নাম অনুসারে চিত্রটির নামকরণ করা হয়। ছবিটি এখন ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত করা আছে।

৩।The last Supper ( দ্যা লাস্ট স্যাপারের) :

The last Supper এর মূল বক্তব্য হচ্ছে যীশু খ্রিস্টের খাওয়া সর্বশেষ খাবার অর্থাৎ তিনি ক্রুশবিদ্ধ হওয়ার আগে যে খাবার খেয়ে ছিলেন। ছবিটি এঁকেছেন লিওনার্দো দ্যা ভিঞ্ছি। ছবিটি আঁকার পর পুরো ইউরোপ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সবাই ছবিটিকে এক ঝলক দেখার জন্য তখন উপচে পড়ে। ছবিটিতে দেখা যায় যীশু খ্রিষ্ট সবার সাথে ভাগ করে খাবার খাচ্ছেন এবং সবার মধ্যে একটা কৌতূহল বিরাজ করছে।

৪।The Women of Algiers (দ্যা উইমেন অফ আলজিয়ার্স):

The Women of Algiers ছবিটি এঁকেছেন পাবলো পিকাসো। এটি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্ম। ছবিটি ২০১৫ সালের ১২ই মে, ১৭ কোটি ৯৩ লক্ষ মার্কিন ডলারে বিক্রি হয়।

৫। Bull Fight (বুল ফাইট) :

Bull Fight ছবিটি এঁকেছেন পাবলো পিকাসো। ১৯৩৪ সালে পিকাসো স্পেনে প্রথম ষাঁড়ের খেলা (এটি হচ্ছে এক ধরনের খেলা যেখানে অংশগ্রহণকারীদের উন্মক্ত ষাঁড়ের পিঠে বসিয়ে দেয়া হয় এবং কে কত বেশি সময় থাকতে পারে তা দেখা হয়। এটি অত্যন্ত ভয়ানক খেলা। অনেকে ষাঁড়ের পিঠ থেকে পড়ে হাড় ভেঙে ফেলে।) পর্যবেক্ষণ করেন । তখন তিনি এই বিপজ্জনক খেলার বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং এর ভয়াবহতা সম্পর্কে জানাতে বুল ফাইট ছবিটি অঙ্কন করেন।

৬।Girl With Pearl Ring (গার্ল উইথ পার্ল রিং):

Girl With Pearl Ring ছবিটি এঁকেছেন জোহানেস ভার্মার। ছবির মেয়েটিকে “উত্তরের মোনালিসা” ও বলা হয়। ছবিটি ১৬৬৫ সালে আঁকা হয়েছিল।

৭। Creation Of Adam (ক্রিয়েশন অফ এ্যাডাম):

Creation Of Adam ছবিটি ১৫০৮ থেকে ১৫১২ সালের মধ্যে মাইকেল এঞ্জেলো এঁকেছিলেন। ছবিটির মাধ্যমে তিনি পৃথিবীর আদি পিতা এ্যাডাম বা আদম- এর সৃষ্টি বুঝাতে চেয়েছেন।

৮।Starry Night( স্টেরি নাইট):

Starry Night ছবিটি এঁকেছেন বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিন স্যান্ট ভ্যান গোগ। ছবিটিতে স্যান্ট রেমি নামক একটি গ্রামের রাত্রের দৃশ্য আঁকা হয়েছে। চক্রাকারে ঘুরন্ত আকাশের নিচে তিনি শান্ত গ্রামটির অবস্থান বর্ণনা করেছেন। বর্তমানে এটি নিউ ইয়র্কের ‘মর্ডান আর্ট মিউজিয়ামে’ সংরক্ষিত আছে।

৯।The Potato Eaters (দ্যা পটেটো ইটার্স):

The Potato Eaters ছবিটি এঁকেছেন ভিন স্যান্ট ভ্যান গগ।

১০।Night Witch (নাইট উইচ):
Night Witch ছবিটি এঁকেছেন ডাচ শিল্পী র‍্যাম ব্রেনট ভ্যান রিজিন (Rembrandt Van Rijn)।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৫

ঢাকাবাসী বলেছেন: সুন্দর।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৩১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

২| ২০ শে মে, ২০১৫ বিকাল ৪:২৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩| ২১ শে মে, ২০১৫ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


" ৩।The last Supper ( দ্যা লাস্ট স্যাপারের) : "এর উপর যা বলেছেন, তা মোটামুটি ভালো হয়নি।

২১ শে মে, ২০১৫ সকাল ১১:৫৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: :( :( :( :(

৪| ২১ শে মে, ২০১৫ ভোর ৬:৩৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সবইতো দেখি পাবলো কাগুর দখলে :D

২১ শে মে, ২০১৫ বিকাল ৪:১১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: বিশ্বের সেরা চিত্রশিল্পী বুঝতে হবে!!

৫| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

৬| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৫৮

তুষার কাব্য বলেছেন: চমৎকার চিত্রকর্ম । কিন্তু মাথায় তেমন কিছু ঢোকেনা ! দেখেই সুন্দরের তৃপ্তি নেই,বোঝার সাধ্য নেই কিছু :(

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: সত্যি বললেন ভাই, কি যে আঁকে তারা তা আমাদের মত ক্ষুদ্র মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় :)

৭| ০১ লা জুন, ২০১৫ সকাল ১১:৫৮

দীপান্বিতা বলেছেন: অসাধারণ!

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.