নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোমিওপ্যাথিক বিজ্ঞান ও তার প্রয়োগকলা

হ্যানিম্যান

ডাঃ নাসির

সত্য ও সু্ন্দরের সন্ধানে....

ডাঃ নাসির › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে যুদ্ধ দিয়ে শুরু

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

জীবন যেখানে যুদ্ধ দিয়ে শুরু

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয়। তাতে ২০-৩০ কোটি শুক্রাণু থাকে, (নারীদের গর্ভে যদি সেই পরিমান স্থান পেতো তাহলে ২০-৩০ কোটি বাচ্চা তৈরী হতো)
এই ২০-৩০ কোটি শুক্রাণু, মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে; মাত্র ৩০০-৫০০ শুক্রাণু জীবিত থাকে। আর বাকিরা এই "ছুটে চলার" পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়।
এই ৩০০-৫০০ শুক্রাণু
যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে।
তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে, অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে।
সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন ছিলোনা কোন চোঁখ, হাত, পা, মাথা, তবুও আপনি জিতেছিলেন।

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ করেনি সাহায্য তবুও আপনি জিতেছিলেন।

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্রচিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবদি আপনি জিতে ছিলেন।

আর আজ......??

আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন,
কিন্তু কেন?
কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন?

এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে।
হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে,
সাহায্য করার মানুষ আছে,
তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন।

যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেন নি।
৩০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌঁড় দিয়ে কারো সাহায্য ছাড়ায় প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।

সেখানে আজ....
আপনি কেন হারবেন?

কেন হার মানবেন?
আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন ইনশাআল্লাহ।
নিজেকে সময় দিন,
মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে তার?
মনের চাওয়া কে সব সময় মূল্য দিন,আর সব সময় আল্লাহকে স্বরণ করুন।
বিরামহীন লেগে থাকুন- ভরসা করুন আল্লাহ্ কে
আপনি জিতবেন।

(কারণ আপনার জন্ম সৃষ্টির লক্ষ্যে আপনাকে আল্লাহই জিতিয়েছেন)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ করেনি সাহায্য তবুও আপনি জিতেছিলেন।

................................................................... কথায় আছে নাপিতের উপর আবার
ডাক্তারী চলে নাকি ?

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মোটিভেশনাল...

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

শাহিন-৯৯ বলেছেন:



উদ্দেশ্য ঠিক রেখে সঠিকভাবে লড়াই চালিয়ে গেলে আল্লাহ তার কাছে বিজয় এনে দিবে।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: মোটিভেট করতে চাচ্ছেন?

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: মোটিভেট করতে চাচ্ছেন?

৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৫

সনেট কবি বলেছেন: বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.