নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো দেশে সন্তান নিলেই পুরস্কৃত করা হয় আবার কোনো দেশে করা হয় তিরস্কার । যেমন চিনে একের অধিক সন্তান নিলে দিতে হয় মোটা অংকের জরিমানা। পরিবার পরিকল্পনা আইন ভঙ্গ করায় ২০১২ সালে চিনের ১৯টি প্রদেশের স্থানীয় সরকার ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা আদায় করেন । যে সব দম্পত্তি একের অধিক সন্তান নিয়েছে ,তাদের কাছ থেকে এ বিপুল অর্থ আদায় করা হয়েছে । জেজিয়াংয়ের আইনজীবী উ ইউশুই এর এক আবেদনের পরিপ্রেক্ষিতে এসব তথ্য দিয়েছে প্রাদেশিক সরকারগুলো। তিনি ৩১টি প্রদেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিলেও ১২টি প্রদেশ কোনো তথ্য দেয়নি । ওই ১২টি প্রদেশ তথ্য দিলে জরিমানার অর্থের পরিমাণ আরো বেশী হত । চীনে একের বেশী সন্তান নেয়া হলে তার জন্য দম্পতিদের জরিমানা করা হয় । একে বলা হয় “ সোস্যাল সাপোর্ট ফি “ বা সামাজিক সহায়তা তহবিল । দেশটিতে একের অধিক সন্তান নিলে সরকারি তরফ থেকে অনেক সময় জোর করে গর্ভপাত করা হয় এবং বলপূর্বক বন্ধ্যা করে দেওয়া হয় । এ নিয়ে তীব্র সমালোচিত হচ্ছে সরকার । চীনের এক সরকার নীতি থেকে সরে আসার জন্য গত বছর সুপারিশ করেছে সরকার সমর্থক একটি বিশেষজ্ঞ কমিটি । তাদের রিপোর্টে বলা হয় এক সন্তান নীতির কারণে চীনে বয়স্ক জনসংখ্যা বেড়ে যাচ্ছে । এতে ভবিষ্যতে চীনের অর্থনৈতিক প্রবৃ্দ্ধি কমে যেতে পারে । ২০১০ সালের জাতীয় আদম শুমারির রিপোর্টে দেখা যায় চীনে জন্ম হার ১.১৮ । গত বছর আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সরকারি কর্মকর্তা জোর করে গর্ভপাত করালে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে । চীনের প্রত্যন্ত এলাকায় সরকারি কর্মকর্তারা অনেক সময় একের অধিক সন্তান হলে তা জোর করে নিয়ে যায় এবং ৩ হাজার ডলার পর্যন্ত দামে তাদের বিক্রি করে দেয় । চীন সরকারের এই নীতির বিরুধী আইনজীবী উ বলেন কে কয়টা সন্তান নেবে সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না । এটা একান্তই পরিবারের সিদ্ধান্ত। খবর যুগান্তর
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
ডাঃ নাসির বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০
এম আর ইকবাল বলেছেন: আমার কথা হলো, আপনি আপনার যে কটি সন্তানকে সঠিক ভাবে গড়ে তুলতে পারবেন, সে কটি সন্তান নেবেন ।গড়ে তোলা মানে সঠিক ভাবে প্রতিপালন , লেখাপড়া করান, পরিবারকে সময় দেওয়া ইত্যাদি । অর্থনৈতিক সামর্থ্য ও একটা বড় ব্যাপার ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩
ডাঃ নাসির বলেছেন: আমাদের দেশেই পর নির্ভরশীল মানুষের সংখ্যা বেশী। আর তার একমাত্র কারণ জনসংখ্যাবৃদ্ধি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬
ঢাকাবাসী বলেছেন: একটা বাচ্চা নেয়ার আইনটা শক্তভাবে ছিল আর আছে বলেই আজ তারা একটা অর্থনৈতিক জায়ান্টে পরিণত হয়েছে। মাথাপিছু আয় আকাশ ছোঁয়। আবেগ দিয়ে দেশ চলেনা।