নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোমিওপ্যাথিক বিজ্ঞান ও তার প্রয়োগকলা

হ্যানিম্যান

ডাঃ নাসির

সত্য ও সু্ন্দরের সন্ধানে....

ডাঃ নাসির › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসের চেয়ে ভয়াবহ ঘাতক প্রেম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০



প্রেম স্বর্গীয়- দেশে দেশে এমন প্রচার থাকলেও এ সভ্যযুগেও ভারতে তার পরিণতি হত্যা ও মৃত্যুতে । ভারতের ধর্ম , শিল্প , সাহিত্য, চলচ্চিত্র ও টিভি জগতে প্রেমের জয়জয়কার । কিন্তু পরিসংখ্যান বলছে ভারতে প্রেম আজ সন্ত্রাসের চেয়েও ভয়াবহ ঘাতক । প্রায় দেড়শ কোটি মানুষের দেশ ভারতে সন্ত্রাসের চেয়ে প্রেম ও অবৈধ যৌন সম্পর্ককেই সবচেয়ে বড় ঘাতক বলে চিন্হিত করেছেন দেশটির অপরাধ বিশেষজ্ঞরা । অন্যান্য কারণের চেয়ে এ দুটি কারণেই বেশী হত্যাকান্ড ঘটে বলেও জানিয়েছেন তারা । এক পরিসংখ্যানে দেখা যায় গত বছর দেশটিতে বিভিন্ন হত্যাকান্ডের কারণ তালিকায় প্রথম অবস্থানে আছে ব্যাক্তিগত বিরোধ ও দ্বিতীয় অবস্থানে আছে সম্পত্তি নিয়ে বিরোধ । ঠিক এর পরেই অবস্থান নিয়েছে প্রেম ও অবৈধ যৌনতা । বিশেষ করে অন্ধ্র ও উত্তর প্রদেশ , মহারাষ্ট্র ও পাঞ্জাবসহ দেশটির সাতটি রাজ্যে । এ কারণগুলোতেই গত বছর বেশি হত্যাকান্ড ঘটেছে । এ বিষয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকডস ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা যায় গত বছর ভারতে মোট ১৩ হাজার ৪৪৮ টি হত্যাকান্ডের মধ্যে ৩ হাজার ৮৭৭টি ঘটেছে ব্যাক্তিগত শত্রুতার জেরে । এ ছাড়া ৩ হাজার ১৬৯টি হত্যাকান্ডের পেছনে সম্পত্তি নিয়ে বিরোধ ও ২ হাজার ৫৪৯ টি হত্যাকান্ড ঘটেছে প্রেম ও অবৈধ যৌনতার জেরে । দিন দিন ভারতে প্রেম ও অবৈধ যৌনতা লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে । আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত । তাদের সংকৃতি ও সামাজিক চালচলন আমাদেরকে প্রভাবিত করে । ভারতের অনেক চ্যানেল আমরা প্রতিদিন দেখে থাকি । এইডস এর ভয়াবহতার সম্পর্কে যেমন এ দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে ঠিক তেমনি ঘাতক প্রেম ও অবৈধ যৌনতার ব্যপারেও আমাদের দেশের মানুষকে সচেতন করা জরুরী হয়ে পরেছে । বয়:সন্ধিকালের ছেলে – মেয়েরা বেশি আবেগ প্রবন থাকে । এ সময় তারা অল্পতেই মনে আঘাত পায় । প্রেমে ব্যর্থ অথবা প্রেমিক কোন প্রকার ছলনা করলে সে আত্নহত্যা করে বসে । দেশ হারায় একজন পরিশ্রমী মানুষকে । আবার লম্পটদের খপ্পরে পড়ে অবৈধ যৌনাচারেও তারা সহজে জড়িয়ে পরে । বর্তমানে বাংলাদেশেও অবৈধ যৌনতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এখনই সচেতন করা না গেলে বাংলাদেশের অবস্থাও ভারতের মতই হবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

ভয়াবহ অবস্থা দেখি।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

ডাঃ নাসির বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.