নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কী উত্তেজনা শহর জুড়ে=(০৫-০১-২০২৪)

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৭



চুপচাপ নিরবতা, শহর জুড়ে থমথমে অবস্থা,
একও যা, দুইও তা, ভোটের বাজার সস্তা,
কে দেবে, কে দেবে না ভোট সে প্রশ্ন নিরর্থক,
মিলেমিশে হলে নির্বাচন, ভোট হত স্বার্থক।

ক্ষমতা ছাড়তে কে আর চায়
একে অন্যরে রাখতে চায় বন্দি
স্বার্থের খাঁচায়,
কে দাঁড়ালো, কেইবা বসলো,
এই বুঝি রীতি নীতি আইন কানুন
স্বার্থের কারণ ধ্বসলো।

রাজনীতি হয়ে ওঠলো পঁচা শামুক
পিছলে গেলেই কেটে যাবে পা, অথৈ বিপদ সম্মুখ,
মিথ্যে আশ্বাস, মিথ্যের জলে রাজনীতি ভাসলো,
একও যা, দুইও তা,
ভোট শেষে দুই জনই ঐ যে সুখে হাসলো।

জনতার মুখে স্কচটেপ, সময় বুঝি মন্দ
কে চায় বাড়াতে আয়েশের জীবনে দ্বন্দ্ব,
চুপ...ভাষণ গিলে, গিলে ইশতেহারের মিথ্যে বুলি,
কার আছে সাহস করবে প্রতিবাদ,
যদি উড়ে যায় খুলি!

রাজনীতির মার প্যাঁচ বুঝি না ভাই, বুঝি না,
টিভির চ্যানেলে তাই সত্য মিথ্যে খুঁজি না,
যাক না, চলে যাক যে কেউ ক্ষমতায়,
খুশি হবো, রবো সুখে ,
রাখে যদি আমাদের মমতায়।

ভোট ফোট জানি না
রাজনীতির চাদরটা, আজও গায়ে টানি না,
দেশের ভালো যে চায়, যারা চায় জনতার সুখ,
সেই সব বিজেতা নেতাদের দেখতে
অপেক্ষায় রই উন্মুখ।
©কাজী ফাতেমা ছবি
(০৫-০১-২০২৪)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩১

মায়াস্পর্শ বলেছেন: বুঝে শুনে শাসক নির্বাচন করতে হবে। আমরা গা ছেড়ে দিয়ে বসে থাকি কেউ হয়তো আমাদের পরর্ম মমতায় আগলে রাখবে। সেটা শুধু নিজের বাবা মা রাখবে।

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । আমরা তো আগে ভোটই দিতে পারিনি। অন্তত তেইশ বছর যাবত ভোট দেই না।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন

২| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫১

ফেনা বলেছেন: জনতার ভয়ে থাকাটাই দেশ ধব্বংশের মূল কারণ।

কেমন আছেন আপনি?

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জনতারে ভয় দেখালে সে ভয় পাবে না। কার না প্রাণের মায়া আছে।

আলহাামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?

৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

এম ডি মুসা বলেছেন: শুভ সন্ধ্যা।

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ বিকেল ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.