নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দুঃখ সে আসবেই=

১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১১



পাহাড় সম কষ্ট এসে ওড়ে বসতে পারে মন দাওয়ায়,
কিছু বিষাদ আসতে পারে বৈরী হাওয়ায়
কষ্টগুলো সাময়িক ভেবে উড়িয়ে দিতে হয়
মনকে শান্ত না রাখলে, সময় হয়ে যাবে লৌহময়।

কখনো কারো অবহেলা,
বসতে পারে মনের মাঠে বিরহ মেলা,
হেলার ভেলা হতে, পা সরিয়ে নিতে হয় ত্বরা
নইলে মন জমিনে, দেবে দেখা বারোমাসি খরা।

কথা দিয়ে কেউ হয়তো রাখবে না কথা,
কেউ না জেনে দিয়ে দিতে পারে মনে
অযাচিত ব্যথা,
নাই বা রাখলো কথা, নিজেকে রাখতে হয় স্বচ্ছ,
মন পরিচ্ছন্ন রাখলেই তবে,
সম্মুখে দেখা যাবে সুখালোর গুচ্ছ।

কখনো কাজের ভার এসে নুয়ে পড়তে পারে কাঁধে,
অথবা কেউ ফেলে দিতে পারে দুর্নামের ফাঁদে,
নিজেকে রেখে ভালো, ধৈর্য ধরে সয়ে নিতে হয় সব
নইলে বুকের গহীনে বাড়বে বিষাদের কলরব।

কখনো অপ্রাপ্তির খরা বুকে, প্রত্যা্শার মুখে পড়ে যেতে পারে ছাই,
কেউ দিতে পারে অবলীলায় ঘৃণাতেই ঠাঁই,
মনকে বুঝাতে হয়, এ তোমার জন্য, নয়,
যা হয় প্রভু তার মাঝে রেখেছেন মঙ্গল;
তোমার নিজ প্রচেষ্টায় পার হতে হবে সে ঘৃণার জঙ্গল।

কখনো অসুস্থতায় হতে পারো কাতর
কখনো অধিক শোকে পাথর,
সাময়িক দুঃখ দুর্দশা হতে পারে সুখের সাংঘর্ষিক,
সময় হতে পারে তোমার জন্যপ বেরসিক,
জোরে নিঃশ্বাস টেনে, সব কষ্ট, বিরহ, বিষণ্ণতা পিছনে ঠেলে
তোমাকে উড়তে হবে,ধৈর্যের আকাশে ডানা মেলে।
(১৫-১০-২০২২)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪২

ডার্ক ম্যান বলেছেন: অযাচিত বযথা মানে কি

১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: টাইপ মিস্টেক ভাইয়া। ঠিক করে দিচ্ছি

২| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আমার মনে হয়, আপনি আরেকটু চিন্তা ভাবনা করে যত্ন নিয়ে লিখলে ভালো কবিতা লিখতে পারবেন।

আমার এখনও মনে আছে, ২০১৮ সালে আপনার একটা কবিতা পড়ে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম।

১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হতে পারে। উৎসাহের জন্য ধন্যবাদ । ভালো থাকুন

৩| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৪

আজব লিংকন বলেছেন: "পাহাড় সম কষ্ট এসে ওড়ে বসতে পারে মন দাওয়ায়"
আপু ওড়ে মানে কি উড়ে ?
ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আপি। ভালো বলেছেন সুন্দর মোটিভেশন।

১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিংকন
ভাাইয়া
ভালো থাকুন অনেক অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.