নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
কখনো রোদ কখনো বৃষ্টি দিয়ে, শরত যায় হেমন্তের বাড়ী,
কখনো সুখ কখনো অসুখ আহা দিনগুলো আলো আঁধারি;
প্রিয় ঋতু শরত যায় হেঁটে হেঁটে, কিছু মুগ্ধতা ছড়িয়ে,
ইচ্ছে হয় বারোমাস শরত রাখি বুকে জড়িয়ে।
শুভ্রতা ছড়িয়ে শরত হাসে শুদ্ধ হাসি, স্বচ্ছ আলো,
নদীর কিনারে, ঝোপঝাড়ে কাশফুল, লাগে কীযে ভালো;
হাওয়ায় উড়ে নরম কাশফুল পাপড়ি, মুগ্ধতারা উড়ে,
শুভ্র মেঘেদের হুড়োহুড়ি আকাশের বুকে,
সুখ বাজে শূন্যে মিহি সুরে।
ফড়িংয়ের উড়াউড়ি, প্রজাপতির ডানা মেলা দিন
শরত ঋতু এলেই মনে বাজে সুখের বীণ;
আকাশে মেঘের ভেলা, হৃদয়ে সুখের মেলা,
এক আকাশে চোখ রেখে মুগ্ধতায় যায় বেলা।
শরত চলে যায়, আকাশে দিয়ে যায় বিবর্ণ রঙ ছোঁয়া,
হেমন্তের আকাশে যেন রয় বিষণ্ণতা রোয়া;
প্রকৃতি মলিন, মরে যায় ঘাস লতা,
আর শরতের বুকে থেকে যায় কত সুখ কথা।
তীব্র উষ্ণতা উপেক্ষায় মানুষ শরত তুলে নেয় বুকে,
কাশের বনে দলবেঁধে সুখ কুঁড়ায় কত যে সুখে,
ক্লিকে ক্লিকে শুদ্ধতা তুলে, বন্দি করে শরত... চোখের আয়নায়,
শরত মানেই সুখে হারিয়ে যাওয়া অজানায়।
শরত চলে যায় নিরিবিলি, রেখে যায় মলিনতা ,
হেমন্ত আর শীত প্রকৃতিতে কী এক শূন্যতা,
শরত যায় সাথে নিয়ে যায় তীব্র রোদের আস্ফালন,
হেমন্তের হিম হাওয়া আহা দেহে কেবল আরাম লালন।
(৩০-০৯-২০২১)
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন অনেক অনেক
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া। অনেক দিন পর দেখলাম আপনাকে
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭
জুল ভার্ন বলেছেন: সুন্দর!
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া জি
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫
সোনাগাজী বলেছেন:
আমার বছর কেটেছে ফিলিস্তিনের যুদ্ধ যুদ্ধ দেখে দেখে; কখন কোন ঋতু এসেছিলো, কখন চলে গেছে টেরও পাইনি।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা আল্লাহ রহমতে ভালো আছি বাংলাদেশে। এখানে ছয়টি ঋতু সুন্দরভাবে উপভোগ করি আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৭
সোনাগাজী বলেছেন:
আপনার সহকর্মীরা আপনার কবিতা পড়তে আগ্রহ দেখান?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার লেখা কাউকে দেখাই না অনলাইন ছাড়া। ব্যাংকের কাউকে ফেসবুকের ফ্রেন্ডলিস্টে রাখিনি। আর সামু হয়তো কেউ ইউজ করে না। তাই জানি না আগ্রহ আছে কীবা নাই
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৯
জ্যাক স্মিথ বলেছেন: আমার জন্য এবারের শরৎ নিরিবিলিই চলে গেলো, দেশের পুরো একটা জেনারেশন কাশবনে গিয়ে ছবি তুলেছে একমাত্র আমি ছাড়া।
০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও যাই নাই। অথচ গ্রীণ মডেল আমার বাড়ী, গ্রীণ মডেল দুনিয়ার মানুষ গিয়ে কাশবনে ছবি তুলে । আমি যাইনি। তাসীনের বাপরে কইলাম নিয়া যান ছবি তুলতাম। নিলো না। আসলে রাস্তা খারাপ সেদিকে।
ধন্যবাদ আপনাকে
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৭
অস্বাধীন মানুষ বলেছেন: সুন্দর কবিতা।
০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ অস্বাধীন
ভালো থাকুন
৮| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯
সোনাগাজী বলেছেন:
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছুই বুঝতেছি না, দেশ আমাদের কোন দিকে যাচ্ছে।
-বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন
০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লহ ভালো দিকে যাবে। আমরা আশাবাদী।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৬
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর