নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ছলচাতুরি মিথ্যা একদিন প্রকাশ পেয়ে যায়=

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০



©কাজী ফাতেমা ছবি

যতই করো বাহাদুরি,
ওড়াও মোহ আকাশে স্বার্থের ঘুড়ি,
যতই ছলচাতুরিতে রাখো মন,
একদিন সেই ছলই করে তোমার সুখ হরণ।

যতই মিথ্যার বৈঠায় বেয়ে যাও জীবনের নাও,
যতই কিঞ্চিত স্বার্থে করো হইচই হাউকাউ,
একদিন সময় করে ফেলে তোমায় কোনঠাসা,
বাঁধা পড়ে যাও অসম্মানের সুতায়, উলটে যায় পাশা!

যতই দুর্নীতিতে মন রেখে জমাও বিত্ত বৈভব,
বসাও দুনিয়ার হাটে ভেজালের উৎসব,
উৎসব একদিন হয়ে যায় তছনছ, সত্য বেরিয়ে আসে,
সেদিন তেল মাখানো,স্বজনদের পাবে না পাশে।

যতই করো টাকা করি নিয়ে অহংকার,
যতই মনের তারে তুলো দুনিয়ার মোহ সুর ঝংকার,
একদিন সব সুর উবে যায় বৈরী হাওয়ায়,
সেদিন কষ্টের রোদ্দুর ধুপ করে বসে এসে মনের দাওয়ায়।

মিথ্যে থাকে না চুপ লুকিয়ে,
দুর্নীতি ভেসে ওঠে, বুকের পূন্যিগুলো গেলে শুকিয়ে,
একদিন অসম্মানের তাজ এসে মাথায় জুটে,
সময় রয় না তোমার সঙ্গে, সবাই বিমুখ,
এতদিন অনায়াসে গিয়েছো স্বার্থের ফায়দা লুটে।

দুনিয়ার সুখে আক্রান্ত তুমি ভুলেই যাও মৃত্যু আসবে
তোমায় নিয়ে যমদূত শূন্যে নিয়ে ভাসবে
নিচে পড়ে রইবে সহায় সম্পদ, পাপে কামানো কড়ি,
এই দুনিয়ার মোহ, স্বার্থ, মিথ্যা ছলচাতুরী হবে না
আখিরাতে তোমার সুখে থাকার বড়ি।
(২৯-০৯-২০২২)
(অটঃ হাহাহা দুই বছর আগেই পতনের কথা লিইখ্যা থুইয়া দিছি দেখি)

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: ছলচাতুরি করে আসলে বেশিদিন টিকে থাকা যায় না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক তাই, মিথ্যে অন্যায় দুর্নীতি িএকদিন ধরা পড়েই যায়

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

কাঁউটাল বলেছেন:

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী ছিল এখানে। কিছুই দেখা যাচ্ছে না

ধন্যবাদ

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৫

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: অসাধারণ লিখেছেন। আপনার শিখার হাত অনেক ভালো। শুভকামনা থাকলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৯

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম আপা।
অহংকার পতনের মূল।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া

ইয়েস এসব পতন দেখেও কারো শিক্ষা হয় না। আবার একই পথে হাঁটে তাগো দোসররা।

জাজাকাল্লাহ খইর ভালো থাকুন

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩১

জুল ভার্ন বলেছেন: বাহ কী সুন্দর লেখা!

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
অনেক ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.