নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
জীবন তোমার ফুরফুরে সকাল, কত আহ্লাদিপনা, কত আবেগ
হাওয়ার গতি মন, অশ্ব যেমন বেগ,
কত কু চিন্তা এসে মনে করে ভর,
জীবনের মোহগুলো ছুঁয়ে মন করে নাও সুখে উর্বর।
জীবন মধ্য দুপুর, ধরাকে করো সরা জ্ঞান,
জীবনে উচ্চাকাঙখার সিঁড়ি বেয়ে মোহ ছুঁবে, মনে সে ধ্যান,
দুনিয়ার চিন্তায় রইলে মশগোল,
ভালো'র পথে আয় অল্প, মনে বাঁধলো গন্ডগোল।
জীবন মধ্য দুপুর, গায়ে দুর্বার শক্তি,
দুনিয়ার রঙ তামাশা, আড্ডাবাজিতেই অথৈ ভক্তি,
কখনো ভাবোনি জীবন যাবে সায়াহ্নে, ফুরোবে জীবনের বেলা
উলটো দিকেই বেয়ে গেলে জীবনের ভেলা!
আমলনামায় জমা হয়নি পুন্যির পাহাড়,
বুঝোনি বেলাশেষে কেমন হবে জীবনের রঙ বাহার,
একদিন ঝাপসা হবে চোখের আলো, সতেজ গাল যাবে ঝুলে
কষ্ট ছুঁয়ে তুমি ভাববে সারাটি জীবন এদেহে শুধু সুখই
রেখেছিলাম তুলে।
ঘরের বিছানায় একাকি দিন যাপন
জরাজীর্ণতা রোগ সোগই পরম আপন,
সুখের স্মৃতিগুলোই ভাসবে চোখের আয়নায়,
কত ক্ষমতাশালী ছিলে, কেউ কেউ হ্যাঁ সুর মিলিয়েছিলো
তোমার স্বার্থের বায়নায়।
পার করে দিলে নামাজবিহীন সেই অশ্বগতির যৌবন,
তখন ভেবেছিলে আমার খুব আপন এই মোহ ভুবন,
ভুলের প্রায়শ্চিত্ত এসে বেলাশেষে তোমার দেহ ছুঁয়ে যায়
দেহের পরতে পরতে সময় ব্যাধীর চারা রুয়ে যায়।
জীবনের রঙ যায় মুছে একদা, সব রঙ হয় ফিকে,
অসুখের দামে মনের হাটে তখন কেবল যন্ত্রণা বিকে!
বয়সের ভারে নুয়ে পরা জীবন প্রভুর এক বিন্দু দয়া যাচে,
স্বপ্ন হয় বিস্বাদ, জীবন পুড়ে হয় ছাই অতীত পাপের আঁচে।
(২৫-০৯-২০২১)
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে করি কষ্ট পাই। একটুপরেই ভুলে যাই। আল্লাহ আমাদের হিদায়াত দিন।
জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭
সোনাগাজী বলেছেন:
সরকারী চাকুরী করেন, শিক্ষিত দায়িত্বশীল মানুষ, কিসব হাবিজাবি লেখেন?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ....। যাই হোক ব্যান হওয়ার আগে আমার পোস্টে এসেছেন ধন্যবাদ। আপনি ব্যান হবেন না ইংশাআল্লহ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: উপলব্ধি। দারুন লিখেছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাঙ্গা তরী
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
জটিল ভাই বলেছেন:
তারপরও এই ক্ষুদ্র জীবন অনেকে না বুঝে,
সদা তার ভেতরে সরকারি-বেসরকারি খুঁজে!
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের সঠিক বুঝদান দান করুন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন জটিল ভাইয়া।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
আজব লিংকন বলেছেন: জীবনমুখী কবিতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আজব ভাইয়া
অনেক ভালো থাকুন সবাইকে নিয়ে। ফি আমানিল্লাহ
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫০
ফেনা বলেছেন: " জীবনের রঙ যায় মুছে একদা, সব রঙ হয় ফিকে,
অসুখের দামে মনের হাটে তখন কেবল যন্ত্রণা বিকে!
বয়সের ভারে নুয়ে পরা জীবন প্রভুর এক বিন্দু দয়া যাচে,
স্বপ্ন হয় বিস্বাদ, জীবন পুড়ে হয় ছাই অতীত পাপের আঁচে। "
--- অনেক চমৎকার হয়েছে। জীবনমুখী কবিতাই ভাল লাগা রেখে গেলাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হিদায়াত দান করুন।
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ফেনা ভাই।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০
জুল ভার্ন বলেছেন: আহ কী অসাধারণ উপলব্ধির বহিঃপ্রকাশ! ❤️
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হুমায়ূন ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৮
ঈশান মাহমুদ বলেছেন: দারুণ রূপক সমৃদ্ধ কবিতা! বেশ।
গাজী সাবে 'হাবিজাবি' কৈইছে, তার মানে হৈলো আপনার কবিতা ঠিকই আছে। আপনি লিক্তে থাকেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর।
পরকালের লিখা তিনি পছন্দ করেন না। তার কাছে দুনিয়াই সব।
ভালো থাকুন ভাইয়া। অনেক দিন পর দেখলাম আপনাকে
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫
নয়া পাঠক বলেছেন: আসল ঠিকানা, কিন্তু আমরা প্রায় সবাই তা ভুলে থাকি সবসময়।