নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

আশুলিয়ায় গার্মেন্টস গুলো কর্মে ফিরছে...

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৩








দেশের মানুষ হাসিনার পতনে খুশি। সোনাগাজী আপনি অযথা ভয় পাচ্ছেন।
ডক্টর ইউনূসের উপর দেশের মানুষ ভরসা রাখছে। বাইডেন আর ডক্টর ইউনূসের ছবি নিয়ে চায়ের দোকানেও আলোচনা হচ্ছে। মানুষ তৃপ্তি করে চায়ে চুমুক দিচ্ছে।
দয়াকরে আপনি আশাহত হবেন না।

সজীব ওয়াজেদ আওয়ামীলীগ আর দেশ নিয়ে ভাবছেন।
দেশ নিয়ে ভাবার লোক বাড়ছে।


ইলিশ মাছ ৬০০ টাকায় কিনে ১২৫০ টাকায় বিক্রি করছে দেশের ব্যবসায়ীরা। সুযোগের অভাবে এস আলম , এফ রহমান হতে পারছে না তারা।

বিএনপি বলছে ২০১৫ সালে কুমিল্লায় বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন লোটাস কামাল- রেলমন্ত্রী মুজিবুল।


নারায়ণগন্জের গডফাদার শামীম ওসমানের খোঁজ পাওয়া গেছে । তাকে আজমীর শরীফের দেশের জন্য দোয়া করতে দেখা গেছে। দেশের মানুষ প্রকৃত দেশপ্রেমিকে চিনলো না।
এই দেশ প্রেমিক আন্দোলনের সময় দলবল নিয়ে শুটিংয়ে নেমেছিল। ভিডিও আছে।

আশুলিয়ায় গার্মেন্টস গুলো চালু হয়েছে। শ্রমিকরা অর্থনীতির মেশিন চালাচ্ছে। হামীম বেক্সিমকোর মালিকেরা নাকি শ্রমিকদের ঠিকমত বেতন দিতো না। গেল ১৬ বছর তারা টু শব্দ করেনি।

ব্লগার স্বপ্নবাজ সৌরভের সাথে কথা হলো। তিনি বললেন, কাস্টমস জটিলতা আর অনিয়মের সুরাহা না হলে গার্মেন্টস শিল্প বরাবরের মত বাঁধাগ্রস্থ হবে।
এই বিষয় উনাকে পোষ্ট দিতে বললে উনি বললেন, এইসব বিষয়ে উনার আগ্রহ নেই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৭

প্রহররাজা বলেছেন: আপনে কি মাদ্রাসার ছাত্র? কম আইকিঊ মার্কা পোষ্ট পড়ে তাই মনে হলো

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫২

চারাগাছ বলেছেন:
পোষ্ট বোঝার মত সক্ষমতা আপনার মগজে নেই।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:























আফসোস

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:২৮

কামাল১৮ বলেছেন: কয়টা চালু আর কয়টা বন্ধ।পুড়েছে কয়টা।

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৫

চারাগাছ বলেছেন: আগামী রবিবার কি ঘটে দেখা যাক।
মাসের পর পর মাস বেতন বকেয়া । কাকপক্ষীও জানতে পারে নাই।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:২৬

আজব লিংকন বলেছেন: জিডিপি এর প্রধান উৎস গার্মেন্টস সেক্টর তাই এই সেক্টরে বেশী ফোকাস করা দরকার।
দক্ষিণবঙ্গের মানুষও কি তৃপ্তি করে চায়ে চুমুক দিচ্ছে?

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীরা গার্মেন্টেসে অরাজকতা করছে। এরা দেশের চেয়ে ভারতের উন্নয়ন বেশি চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.