নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জাদিদের পোষ্টের কথা খুব মনে পড়ছে....

২১ শে আগস্ট, ২০২৪ রাত ২:৪৮



"দম্ভ আর মিথ্যে অহংকার – মানুষকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে ধ্বংস করে। মক্কার অন্যতম ক্ষমতাবান এক নেতার কবরের পাশে আজ গণ প্রক্ষালণ কক্ষ। ইতিহাস অবশ্যই ফিরে আসে। যারা ইতিহাস থেকে শেখে না, তারা হারিয়ে যায় দ্রুত।"

ব্লগার জাদিদ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন। সেটার শেষের অংশ তুলে দিলাম।

"শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ, রাগ, অসন্তোষ এবং ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জন্য তাঁর যে নানা কলাকৌশল, তার খেসারত দিতে হলো মৃত শেখ মুজিবকে। শেখ হাসিনা তো পালিয়ে বাঁচলেন; কিন্তু ধ্বংস করলেন তাঁর পিতা শেখ মুজিবকে। " ● মহিউদ্দিন আহমদ লেখক ও গবেষক

"ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীসহ সারা দেশে প্রায় দেড় হাজার ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলা হয়েছে। এসব ভাস্কর্য ও ম্যুরালের বেশির ভাগই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।"- প্রথম আলো।

ধানমন্ডির ৩২ নং বাড়ির আশে পাশে নিরাপত্তা বেষ্টিত। বাড়িটা পুড়িয়ে ফেলা হলেও পরবর্তী নিরাপত্তার কারণে 'জনতা' আর সেদিকে আগায়নি। জানি না তাদের অন্যকোন প্ল্যান আছে কিনা। হয়তো নিরাপত্তা উঠে গেলে আবার ঝাঁপিয়ে পড়বে । পরেরবার যদি আওয়ামীলীগ সরকারে না আসে তবে ৩২ নং বাড়িটা গণ প্রক্ষালণ কক্ষ হলে অবাক হবার কিছু থাকবে না। শেখ হাসিনা জীবিত শেখ পরিবার এবং তাদের মোসাহেবরা গত ১৬ বছরে 'বঙ্গবন্ধু' কে ঠিক এই পর্যায়ে রেখে গেলেন।


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ৩:২৮

কামাল১৮ বলেছেন: মক্কায় এটা যারা করেছে তারা মানুষ নামের অযোগ্য।বাংলাদেশে যারা এসব করছে তারা পশুর থেকেও খারাপ।গাজী সাহেব ঠিকই বলেছেন।কুকুর ছারা গাছে পেশাব করে।

২১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:১২

চারাগাছ বলেছেন:
মানুষ কারা?

২| ২১ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:৫১

কামাল১৮ বলেছেন: যারা মানবিক।মানবতা হলো একটি ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যা যুক্তি তথ্য প্রমান সহ সিধান্ত নিতে সাহায্য করে, সকল প্রকার আলৌকিকতা ও ধর্মীয় শাস্ত্রতে প্রত্যাখ্যান করে তারাই মানবিক মানুষ।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১

চারাগাছ বলেছেন:
গত দেড় মাসের আপনার ব্লগিং পর্যালোচনায় আপনার আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে আপনার খুব একটা পার্থক্য পাইনি। কে জানে আপনারা এক ব্যক্তি কিনা।

৩| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:০৬

এক্সম্যান বলেছেন: কামাল১৮ বলেছেন: যারা মানবিক।মানবতা হলো একটি ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যা যুক্তি তথ্য প্রমান সহ সিধান্ত নিতে সাহায্য করে, সকল প্রকার আলৌকিকতা ও ধর্মীয় শাস্ত্রতে প্রত্যাখ্যান করে তারাই মানবিক মানুষ।

আপনি বললেই সেই ব্যাখ্যা মানতে হবে? who the hell are you?

৪| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৩০

কামাল১৮ বলেছেন: @এক্সম্যান,আমি কি আপনাকে মানতে বলেছি।মানবিক মানুষের একটা সংজ্ঞা আপনি দেন।

৫| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগার স্বপ্নবাজের সততা নিয়ে কিছু বলেন,পোস্ট দেন,সাহিত্য লিখেন।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৩

চারাগাছ বলেছেন:
আপনি লিখুন। আপনার সাথে উনার 'দর্শন' হয়েছিল। সেই অভিজ্ঞতা নিয়ে পোষ্ট লিখেছিলেন।

৬| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৯

ধুলো মেঘ বলেছেন: কামাল১৮, মক্কার সেই বাড়িটি এখন আর প্রক্ষালন কক্ষ হসেবে ব্যবহৃত হয়না - সেটি এখন হারম শরীফের অংশ। সেখানে এখন নামাজ আদায় হয়।

তবে শেখ মুজিবের ৩২ নং বাড়িটিকে প্রক্ষ্যালন কক্ষ করা সময়ের দাবি। এই বাড়িটির উপর অনেক মানুষের ক্ষোভ আছে। অনেক অনেক মানবতাবিরোধী অপরাধ এই বাড়িটি থেকে হয়েছে। এই বাড়িটি কেবল প্রক্ষালন কক্ষ নয় - শেখ মুজিবের ভক্ত যারা আছে - তাদের প্রত্যেককে নগ্ন করে এই বাড়ির সামনে কান ধরে ওঠ বস করানোর জন্য দাবি জানাই।

৭| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮

অস্বাধীন মানুষ বলেছেন: দুই একটা পা চাটা খোর সারাজীবন থাকবে । যেমন এখানে একজনকে দেখছি

৮| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


আমার তো সামান্য দর্শন হয়েছিলো, আপনারা তো এক দেহে দুই আত্নার সত্তা। তার সাথে যোগাযোগ হলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন।

৯| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :D

১০| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

রবিন_২০২০ বলেছেন: শেখের বাড়ি হচ্ছে হাসিনার ও বাড়ি। প্রবিত্র কোনো উপাসনালয় নয়। পুড়িয়েছে বেশ করেছে এখন বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.