নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতশবাজি আর বিকট শব্দে নববর্ষ উদযাপন হয়েছে। এইসব সহ্য না করতে পেরে মারা গিয়েছে অগনিত পাখি। এই পাখি গুলো গান গাইতো শহুরে সকালে। ডানা ঝাপটাতো নিয়মিত।
গত বছর একটা শিশু মারা গিয়েছি বিকট শব্দ সহ্য করতে না পেরে। আমরা সব কিছুই ভুলে যায় বেমালুম।
মাহিয়া মাহিদের নির্বাচনী প্রচারণায় তেমন কোন প্রভাব ফেলতে পারেনি ১০০টা মৃত পাখি।
পাখিগুলো মৃত।প্রাণহীন। অসার। নিশ্চুপ। ঠিক আমাদের মত।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৫
চারাগাছ বলেছেন:
কেন মনে হলো?
২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৪
সোনালি কাবিন বলেছেন: খুব মর্মান্তিক।
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
নাহল তরকারি বলেছেন: যারা এসবে বিরুদ্ধে কথা বলে তারা মৌলবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের কোন জায়গা নাই।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
বাইরে গিয়ে এমন মৃত খুজে বের করেছিলেন?
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩
প্রামানিক বলেছেন: অনেক ঘটনা দেখেও বলার কিছু থাকে না
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬
বিজন রয় বলেছেন: আহা রে!! কি নিদারুন !!
এসব চলতে দেওয়া যায় না।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫
মিরোরডডল বলেছেন:
পাখিগুলো মৃত।প্রাণহীন। অসার। নিশ্চুপ। ঠিক আমাদের মত।
খুবই করুণ!
কেমন আছে চারাগাছ?
অনেকদিন পর।
তারপরও ভালো লাগলো সবার মাঝে আবার দেখে।
৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: এভাবে প্রতিটা বাড়ির ছাদে আতশ বাজি ফুটানো আইন করে বন্ধ করতে হবে। যদি ফুটাতেই হয় তাহলে খোলা মাঠে গিয়ে ফুটাক।
৯| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২১
খায়রুল আহসান বলেছেন: আহা রে!
এত্তটুকুন পাখি, আর কতটা ধামাকাই বা সহ্য করতে পারে তাদের ছোট্ট ছোট্ট হৃদয়! মৃত পাখিটাকে দেখে মায়া হচ্ছে!
"পাখিগুলো মৃত।প্রাণহীন। অসার। নিশ্চুপ। ঠিক আমাদের মত" - ঠিক বলেছেন, ঠিক!
১০| ২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিও লা পাত্তা ??
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৮
আলবদর বলেছেন: নিশ্চয় আপনি মৌলবাদী