নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে আটকে রাখা হয়েছে কফিনে। কেউ আমাকে আটকে রেখেছে। অনেকক্ষণ হয়ে গেল । দম বন্ধ হয়ে আসছে। কার্বন ডাই অক্সাইড বাড়ছে। কমছে অক্সিজেন। প্রচন্ড গরম। সারা শরীর ভিজে একাকার। শরীরে কোন রুপ স্বস্তি পাচ্ছি না। সম্ভবত আমাকে এভাবেই মেরে ফেলা হবে।
আপনি কে?
- সেটা জানার প্রয়োজন আছে কি?
আমাকে আটকেছেন কেন?
- এক্সপেরিমেন্ট।
কিসের এক্সপেরিমেন্ট?
- সেটা আমার জন্য। তোমার না জানলেও চলবে। তুমি বরং অভিজ্ঞতা নাও।
কিসের অভিজ্ঞতা?
- অপেক্ষা কর অপেক্ষা।
আমি কতক্ষণ আটকে আছি জানি। গুমোট অন্ধকার। আমি অন্ধকার ভয়। মাথার মধ্যে কারা যেন কথা বলে। অনবরত কথা বলে। কি বলে ঠিক বুঝতে পারি না। কষ্ট হচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। কেউ যেন গলা টিপে ধরতে আসছে। ভয়ঙ্কর কি ভয়ঙ্কর।
আমাকে কি মেরে ফেলতে চান?
- যদি তুমি মরে যেতে চাও।
এখান থেকে বাঁচার উপায় কি?
- কোন উপায় নেই।
কেউ কি বেঁচেছে কখনো?
- কেউ কেউ।
আমি বাঁচতে চাই।
- সেটা তোমার ইচ্ছা।
আমার শরীর শীতল হয়ে আসছে। স্থবির হয়ে আসছে পুরোটা শরীর। গভীর ঘুমে বন্ধ হয়ে আসছে চোখ। হারিয়ে যাচ্ছি সময়ের গহবরে।
মাথার মধ্যে কারা যেন গুনগুন করছে। কেউ কেউ গাইছে ঘুমপাড়ানী গান। টুইংকেল টুইংকেল লিটিল স্টার। দূর থেকে ভেসে আসছে পুলিশের সাইরেন। ওরা কি আমাকে উদ্ধার করতে আসছে। আমি বাঁচতে চাই।
ছবিঃ ইন্টারনেট
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪০
কামাল১৮ বলেছেন:
হুমায়ূন আহমেদের নাটকে এমন একটা দৃশ্য ছিলো।
সবাই বাঁচতে চায়।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৯
শাহ আজিজ বলেছেন: ভীষণ হতাশার বহিঃপ্রকাশ কিন্তু প্রায় বাস্তব । একটা দমবন্ধ টাইম লাইন পার করছি আমরা । কেটে যাক অন্ধকার , উঠুক সূর্য সদলবলে ।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: আসলে আপনার বিশ্রাম দরকার। স্থিরতা দরকার।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: আপনি ভুল পথে যাবেন না। আপনার পথ যেন হয়- সহজ সরল সুন্দর।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫
মিরোরডডল বলেছেন:
এটা নিশ্চয়ই একটা দুঃস্বপ্ন।
৮| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার নিজের দম বন্ধ হয়ে আসছিল।
কেমন আছেন আপনি।?
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:২৬
অধীতি বলেছেন: স্বপ্ন দেখলেন নাকি?