নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার কিসের প্রেমে পড়ো গো?
তোমার ওষ্ঠ!
যেখানে অস্ত যায় আমার সমস্ত শব্দেরা,
স্পর্শে তার পূর্ণতা পায় গৃহে ফেরার বাসনা
উত্তাপে যার দিনের ক্লান্তি গলে
বৃষ্টির রিমঝিমির মতো কানে বাজে তোমার হাসি।
তোমার চোখ!
যার গভীরতায় আমি প্রত্যহ
পথ ভুলে ফিরতে চাই পাপড়ির মোহে।
চুলের সুদীর্ঘ পথ!
যেখানে বেয়ে চলে নীল,
সরু হয়ে নেমে পড়ে আমার মুখের উপর,
অতঃপর আমার ইন্দ্রিয়ে ছড়ায় নারীর ঘ্রাণ।
আরো দুরের মেঘ বেয়ে যেখানে নামে
তোমার স্তন
আর আমি বিশ্রাম নেই মাথা ঠুকে।
তোমার কোমল রং, মিহি উজ্জল দেহ
আদুরে গলার স্বর, বলছিনা যে
এতে আমার ভালোবাসা নেই।
তবু প্রতিদিন আমি যার প্রেমে পরি সে তোমার হাত।
আমি বরং ঐ হাত যুগলকেই ভালোবাসি
যে হাত তোয়ালে তুলে করে অপেক্ষা,
প্রত্যুষে রাধে আমার দিনের খাবার ,
জ্বড়ে মাথায় ঢেলে দেয় পানি?
ক্লান্ত পোষাক দেখলে ব্যস্ত হয়ে পড়ে তা পরিষ্কারে
যে হাত আমায় ঘুম পাড়িয়ে দেয়।
আর প্রতি রাতে আমায় খোঁজে ঘুমের ঘোরে।
কবিতা: হাত
০৭ সেপ্টেম্বর, ২০২৪ ইং, ঢাকা
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা আপনাকে ভাবাতে পেরেছে জেনে আনন্দিত হলাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকুন সবসময়, শুভেচ্ছা।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
আরইউ বলেছেন:
অনেকদিনের পরে, বিলিয়ার! আশাকরি ভালো আছেন।
শুভকামনা!
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
বিলিয়ার রহমান বলেছেন: বলতে পারেন আমাদের দেশের বিদ্যুৎকেন্দ্রের মতো লম্বা হাইবারনেটের পর আবার
আপনিও নিশ্চয়ই ভালো আছেন? শুভকামনা, শুভকামনা।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
আরইউ বলেছেন:
ভালো আছি, ধন্যবাদ। হাইবারনেশন কাটিয়ে যখন এলেনই থাকুন, পড়ুন, লিখুন। ব্লগে পোস্টে আড্ডায় আপনার কথা এখনো অনেক ব্লগার মনে করেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪০
বিলিয়ার রহমান বলেছেন: ইচ্ছে আছে , সময় সুযোগের যোগ মিলে গেলে তো অবশ্যই দেখবেন।
আপনারা কেউ কেউ এখনো আমায় স্মরণে রেখেছেন জেনে ভালো লাগলো।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৯
মিরোরডডল বলেছেন:
তোমার কোমল রং, মিহি উজ্জল দেহ
আদুরে গলার স্বর, বলছিনা যে
এতে আমার ভালোবাসা নেই।
তবু প্রতিদিন আমি যার প্রেমে পরি সে তোমার হাত।
আমি বরং ঐ হাত যুগলকেই ভালোবাসি
জ্বড়ে মাথায় ঢেলে দেয় পানি?
যে হাত আমায় ঘুম পাড়িয়ে দেয়।
বাহ!!!
ভালো লেগেছে বিলিয়ার।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪১
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম, ভালো থাকুন, শুভেচ্ছা।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
আজব লিংকন বলেছেন: সুন্দর লিখেছেন। আমি বলি প্রিয়তমার হাত সুন্দর যতক্ষন ধুমধাম না বসায়।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
নজসু বলেছেন:
খুব সুন্দর।
প্রেমের ক্ষেত্রে অধিকাংশের মতো আমারও ধারণা চোখের ভূমিকা সবচেয়ে বেশি।
চোখ যে মনের কথা বলে এটা বাস্তব।
আজকে আপনার কবিতা পাঠে ভালোবাসায় হাতের ভূমিকা নিয়ে সত্যি অনেকটা ভাবছি।
আসলেই তো!!