নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের উপপাদ্যে মানুষ এক অপ্রত্যাশিত প্রতিজ্ঞা,
প্রেমের দুষ্টচক্র যেন বিরহের অর্থনীতি।
হৃদয়ের টেলিস্কোপে রাখা চোখে
প্রেম হল হাবলের প্রসারমান বিচ্ছেদ,
বিগব্যাংয়ে সৃষ্টি হওয়া অনাগত দুঃখ
এখনো যা দুর্বোধ্য- অননুমেয়।
প্রেমের রসায়নে পলিমাকরণ এলে
যখন বেরিয়ে আসে কুৎসিত মুখোশ
বুনো ব্যাথা বয়ে বেড়ানো মানুষ
তখন জনডান ভুলে রাখে চোখ বিদ্রোহী নজরুলে
বইয়ের সেল্ফ অতঃপর ফিরে চলে একা,
ফেলে রেখে খালি গ্লাস, ক্লান্ত চশমা
আর আধ ঘোরা পাখা।
তারো আগে শৈশবী কিশোরীর কোলের 'পরে
হুমায়ূনের হিমুরা উঠে নেমে গেলে
কিশোরীর ভাঙা মন কেঁদে ওঠে আর্তনাদের সুরে ।
বয়স বেড়ে গেলে পড়ন্ত বিকেলে
কোন এক উঠানের কোনে
সুপ্ত প্রেমরা সব অতঃপর এঁটে রয় সেলাইয়ের টানে।
আঁধারের আলোকচ্ছটায় যখন প্রেমের ভার কেন্দ্র ছেদ হয়।
বয়সের ভারে নুয়ে পড়া প্রেম তখন,
ঠাঁই পায় সময়ের আপেক্ষিকতায়।
কবিতা: প্রেমের আপেক্ষিকতা
বিলিয়ার রহমান রিয়াজ
১৩ অক্টোবর,২০২১ ইং
ঢাকা, বাংলাদেশ।
২| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে কবিতাটা ভালো হয়েছে।
আর টিকা দিয়ে ভালো করেছেন। কবিতা বুঝতে সহজ হয়েছে।
৩| ০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
অনেকডিন ব্লগে আসেননি, অন্য কোথায়ও কি লিখেছেন সেই সময়?
৪| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪০
সোহানী বলেছেন: তোমাকে দেখে ভালো লাগছে। আশা করি নিয়মিত হবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:২৯
বিলিয়ার রহমান বলেছেন: টীকা:
হাবলের প্রসারণ: বিজ্ঞানী এডুইন হাবল ১৯২৪ সালে সর্বপ্রথম প্রমান করে দেখান মহাবিশ্বের বস্তুসমূহ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে মানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে।
বিগব্যাং: বিগব্যাং হলো সেই মহাবিস্ফোরণ যার মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাং বিস্ফোরণের সময়কার আলো কোটি কোটি বছর ধরে আজও স্পেসে ট্রাভেল করে আসছে যা এখনো আমাদের চোখে ধরা পড়েনি বলে আমাদের কাছে সম্পূর্ণ অজানা দুর্বোধ্য রয়ে গেছে। প্রেমের দুঃখটাও এরকম অদেখা, অজানা, দুর্বোধ্য।
পলিমারকরণ: একই যৌগের অসংখ্য অনু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃ্হৎ আণবিক ভরবিশিষ্ট নতুন যৌগের অণু গঠন প্রক্রিয়া হল পলিমাকরণ।
জনডান: ইংরেজি সাহিত্যের প্রেমের কবি।
হুমায়ুনের হিমু: হিমু বিখ্যাত বাংলা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র। উঠতি বয়সীদের কাছে হিমু খুব জনপ্রিয় একটি নাম।