নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের গল্প

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯

শ্রাবণ এলেই আমার মন খারাপ হয়।
একবার শ্রাবণে বাবা অসুখে পরেছিলেন
দেউড়িতে বসা বাবার পাশের মা’র শীর্ণ মুখ
আমার মন খারাপ করেছিলো।
বাবা চলে গিয়েছেন উনিশ শ্রাবণ আগে,
তবু মন খারাপের দুষ্টচক্র থেকে বেড়িয়ে আসা হয়নি আর।
শ্রাবণ এলেই আমার মন খারাপ হয়
কিংবা আমিই শ্রাবণে মন খারাপ হয়ে উঠি।


নীরা যেবার আমার কাছে আসে সেবার শ্রাবণে
মন খারাপ দেখে আমায় শাড়ির আঁচল করে বুকে জড়িয়েছিলো ও।
অথচ শেষে কিনা আমার মন খারাপের উত্তাপে, উল্টো পুড়ে গিয়েছিলো ওর মন।

পরের শ্রাবণেও মন খারাপ হওয়ায় আমি মেঘ হয়ে গিয়েছিলাম।
নীরার পুড়ে যাওয়া মনের উপর বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার ঠিক আগ মুহুর্তে
বন্দী হয়েছি, ডুবেছি মন খরাপের সাগরে।

গতবার শ্রাবণে দ্বীপ হয়ে জেগেছিলাম আন্দামানের কাছে
পূর্বাহ্ন-অপরাহ্ন’র সূর্য সাথে করে মন খারাপ তাড়াতে ব্যাকুল ছিলাম খূব
কিন্তু মন খারাপের সুনামিতে একদিন আবারো ডুবে গিয়েছিলাম সূর্য সমেত।

এই শ্রাবণে মন খারাপ হওয়ায় আমি পথ হয়ে গেছি
প্রতিটি পথিককে বাধ্য করছি আমার মন খারাপের গল্প শুনতে।

সামনের শ্রাবণে আমি বাবা হবো
মন খারাপ হওয়ার আগেই আমায় দুটো কচি হাত ছুঁয়ে দিয়ে
বলে উঠবে বা....আ.....বা...
সামনের শ্রাবণে বাবা নেই বলে আমি আর মন খারাপ করবোনা।



১৭ ফেব্রুয়ারী, ২০১৯ খ্রি
ঢাকা।

মন্তব্য ৫০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

সোহানী বলেছেন: ওয়েলকাম ব্যাক বিলি..............।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু আপি।

শুভকামনা।

:)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: স্বাগতম আপনার প্রত্যাবর্তনে। ;)


সামনে শ্রাবণে আপনি আরেক বাবা পাবেন, আপনার জন্য শুভকামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার জন্য শুভকামনা।

ভালো থাকুন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি সুস্থ আছেন তো ;)?

অনেক দিন পর এলেন, ভাবীর হাতের তৈরি কিছু নিয়ে আসতে পারতেন ;) :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১

বিলিয়ার রহমান বলেছেন: সুস্থ আছি মেয়াবাই! :)
-
-
-
-


পারতুম বৈকি কিন্তু আনুম নাহ! :)

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: বিলি ভাইয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই! :)


আপনাকেও শুভেচ্ছা।

;)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০১

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: িকছুটা জীবনানন্দ এর ভাব।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯

বিলিয়ার রহমান বলেছেন: জীবনানন্দ!!!!!!


হতেও পারে আবার নাও হতে পারে।

মন্তব্যের জন্য থ্যাংকু।


ভালো থাকুন ।

শুভকামনা।

:)

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় ভাইয়াটা আসছে উফ ......। খুব ভালো লাগছে

সুন্দর কবিতা ভালো লাগলো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্য পেয়েও ভালো লাগলো আপি।


কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলুম।

শুভকামনা সতত। :)

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভ প্রত্যাবর্তন মেয়াবাই! সাথে দারুণ এক উপাদেয় কবিতা। তা এতদিন কেমন কাটল? :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: এতোদিন ভালা কেটেছিলো মেয়াবাই! :)

আবার ভালা কাটেও নাই! ;)
-
-
-
-
-
কোবতে উপাদেয় হয়েছে জেনে খুশি হলুম।

এইবার আফনের খবর কন? :P

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার খবর হল- এতোদিন ভালা কেটেছিলো মেয়াবাই! :)

আবার ভালা কাটেও নাই! ;)

এইবার আফনের খবর ডিটেইলসে কন। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: :D :D :D

ডিটেইলসের প্রেসি দিলিাম ! ;)


কি বুইঝলেন?

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু আপি।


শুভকামনা।

:)

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

তারেক_মাহমুদ বলেছেন: মন খারাপের কবিতায় অনেক অনেক ভালোলাগা,তবে আমারো মন কিছুটা বিষণ্ণ হল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা(পড়ুন অকবিতা) ভালো লেগেছে জেনে ভালো লাগলো মেয়াবাই।


আপনার মন খ্রাপ এর জন্য কি এই অকবিতা দায়ী??

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: জেনে ভালো লাগলো মেয়াবাই।


শুভকামনা সতত।

:)

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: বহুদিন পর আপনার পোষ্ট দেখে খুব ভালো লাগছে।

একটা জবাবদিহি কি দিবেন- কেন এতদিন আসেন নি।

চমৎকার কবিতা।
বসন্ত আর শ্রাবন ঋতু'র প্রতি রবীন্দ্রনাথের খুব দুর্বলতা ছিল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্য পেয়েও ভালো লাগলো মেয়াবাই।

আচ্ছা ঠিক আছে যে কোন এক পোস্টে(যে কারনে সামুতে আসা হয়নি) বলব ।


রবি বাবু সর্ম্পকিত তথ্যটার জন্য থ্যাংকু।

ভালো থাকুন সতত।:)

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শ্রাবণের এখনো অনেক দেরি, মন খারাপের কিছু নেই কবি!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ধুর........কি যে বলেন মেয়াবাই!! আমি আবার কবি হলেম ক্যামতে! :)


মন্তব্যের জন্য থ্যাংকু।

শুভকামনা সতত।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

পদাতিক চৌধুরি বলেছেন: ভারাক্রান্ত শ্রাবণ স্মৃতিময় হয়ে থাকুক। জীবনের কিছু তমনিশা যে আলোকদীপ্ত ; বয়ে চলুক তা জীবনভর।

সুন্দর কবিতা ! ++

শুভেচ্ছা রইলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য থ্যাংকু মিঃ চৌধুরি।


আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।

:)

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

জাহিদ অনিক বলেছেন: এরকম শ্রাবণ সন্ধ্যায় মনে পড়ে পূর্ব পুরুষের কথা। মনে পড়ে অনেক অব্যক্ত কথা।
কবিতায় প্লাস !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু কবি।

শুভকামনা সতত।

:)

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান,




আপনি দেখি পথ হারানোর খেলায় শ্রাবন-পথ ভুলে ফাল্গুনে পা রেখেছেন!

শেষের স্তবকটিতে বসন্তের ফুল ফোটার আওয়াজটির মর্মকথা অনেক অনেক ব্যথাতুর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনি দেখি পথ হারানোর খেলায় শ্রাবন-পথ ভুলে ফাল্গুনে পা রেখেছেন!

:)

আপনি সত্যিই কবিতার মর্মকথাটি উপলদ্বি করতে পেরেছেন , কনগ্রাস।


সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ মেয়াবাই।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: নিজের প্রবাস জীবনের অপূর্ণতা মনে পড়ে গেল। বাবা-মা থেকে আজ কত দূরে ছিটকে গিয়েছি দূরের গ্রহে। আপনার অনাগত নতুন ছোট্ট বাবার জন্যে শুভ কামনা। এই কথা যখন লিখছি, তখন ঘাড়ের ওপর আমার আরেক বাবা বসে আছেন এবং চোখ উপড়ে ফেলার জোর চেষ্টা চালাচ্ছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রবাস জীবন সুন্দর কাটুক।
শুভকামনা সতত।


মন্তব্যের জন্য থ্যাংকু।
:)

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

বলেছেন: শ্রাবণ এলে শ্রাবণবর্ষণসঙ্গীতে মন খারাপ হয় - দারুণ উপলব্ধি কবিতায় মুগ্ধতা। +++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

বিলিয়ার রহমান বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।


শুভকামনা মেয়াবাই। :)

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: তাহলে শ্রাবণ মাস না আসাই ভালো..................কি বলেন !! কেমন আছেন?
কবিতা ভালো লাগল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: জানিনে।

ভালো আছি। :)


কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলুম মেয়াবাই।

শুভকামনা। :)

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শ্রাবনে মন খারাপ হবেই | কবিতাটি খুব ভালো লাগলো |

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো।


ভালো থাকুন।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালোলাগলো বিলিয়ার। পরম ভালোলাগার কচি হাত দুটো আপনার দুঃখগুলো চিরতরে মুছে দিক সেই কামনা করি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্য ও শুভকামনার জন্য থ্যাংকু আপি।


আপনাকে পেয়ে আমারো ভালো লেগেছে আপি।

ভালো থাকুন! :)

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হবেইতো!
শ্রাবন যে সব তাজা করে দেয়!

মরা ঘাসে আনে নতুন জীবন, প্রাণের বিবর্তনের বিকাশ ঘটে নিত্য
শ্রাবনতো মন উতল করে দেবেই কবি :)

কবিতায়
++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্য এবং কবিতার প্রশংসার জন্য থ্যাংকু কবি।


শুভকামনা সতত।


:)

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার উপমায় গাঁথা কষ্টকাব্য হৃদয় ছুঁয়ে গেল। ++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: কবিতার প্রশংসার জন্য থ্যাংকু মেয়াবাই।


শুভকামনা সতত।

:)

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কবিতা !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: একটু ভুল হইছে মনে অয় গুরু।


আফনে কি চমৎকার অকবিতা কইতে চাইছিলেন? :P

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো লাগলো ।++
শুভকামনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: জেনে ভালো লাগলো আপি।

আপনার জন্যও শুভকামনা।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.