নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান স্বাধীনতা দিবস কবিতা সংকলন।
শৃঙ্খল বেঁধেছ পায়ে
লিখছন মনিরা সুলতানা
====================
সমবেত সুহৃদ !!!
অগ্নি ঝড়া মার্চের গল্প পড়
সে গল্প কবিতা তোমায় গর্বিত করুক
রক্তে আনুক উদ্যম
তবে কেন এই মার্চে নিস্পাপ শিশুর কেটে ফেলা আঙুল
তোমার রক্তে আগুন ঝরায় না !!
৭১ এ ধর্ষিতার আত্ম চিৎকার স্মরণে
ঘৃণিত পশুরদের প্রতি ঘৃণা বাড়ায়
প্রতিবাদ প্রতিরোধে প্রতিজ্ঞা বদ্ধ হও
কেন তনু’র চিৎকার ভাবনা তোমাকে ভাবায় না
পথে নামায় না ??
২৫শে মার্চের কালো রাত্রি ‘র ঝাঁপিয়ে পড়া শকুন দেখ;
কেন জয় বাংলা বলে বোনের গায়ে ঝাঁপিয়ে পড়া শুঁকুন গুলো
তোমার কাছে কেন দিন দিন খুব স্বাভাবিক হয়ে উঠছে ???
অতীত ইতিহাস যদি তোমার গর্ব আর ভিত্তি হয়
বর্তমান তোমার সেই গর্বিত ইতিহাস চর্চার চারণ ভূমি।
বলতো কোথায় কোন সে কুলুর ঘানি টানা তুমি !!!
চোখে পড়ে আছো চেতনার ঠুলি ?
স্বাধীনতা কে তুমি কিসে দেখো !!
আমি দেখি ব্যালট বাক্সটায়
তুমি খোঁজ কোথায় স্বাধীনতা
আমি খুঁজি দিন শেষে সাজানো ভাতের থালায়
আর কেঁপে উঠি দশ টাকায় জুঁই সাদা ভাতের ভোটের বানিজ্যে।
শুনেছ কখনো স্বাধীনতা’র শব্দমালা !!
আমি শুনেছি রেসকোর্স আর কালুর ঘাটের
দরাজ নির্ভিক রক্তে বান আনা উদারতায় ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
আর
উই রিভোল্ট ধ্রুপদী কাব্যে।
৫৭আর ৩২ ধারা যখন তোমায় মাজল মি নট এর
প্রতিবাদ ভুলিয়ে দেয়
তুমি তখন কেবলি একজন নিরাপত্তা বলয়ে থাকা
কুসুম কুসুম প্রতিবাদী।
যুদ্ধে জীবনবাজি রাখা তোমার বাবা , দাদু ;
অথবা ভাই কোনদিন কি ভেবেছিল
তাদের মহান আত্মত্যাগ কে তুমি -
সামান্য কোটা ‘য় বিসর্জন দেবে !!!!
তিলতিল করে বুকের রক্তে গড়া স্বদেশের শিক্ষা ‘র ধ্বংস কে
তুমি মন্ত্রীর কাঁধে চাপিয়ে অনুজ কে নিয়ে-
হাস্য পরিহাস্যে মেতে উঠ কোন শঠতায় !!
নির্লজ্জ তুমি বলে উঠ “আই এম জি পি এ ফাইভ” !!!
বিরোধী মত ছাত্রের রিমান্ডে রাস্ট্রযন্ত্রের নির্যাতনে গত প্রান;
আর সাধারন সহপাঠি র ন্যায্য দাবী তে হারানো চোখ -
যদি না তোমাকে পথে নামায়
তহলে এখন তোমার ই অপেক্ষায় সেই ফ্রাকেস্টাইন।
লক্ষ বেকার আর চৌদ্দ কোটি ক্ষুধার্ত চোখ কে অগ্রাহ্য করে
মেতে উঠো কোন হাজারো কণ্ঠে জাতীয় সংগীত
আর উন্নয়ন উৎসবে!!!
সত্যিকার অর্থে স্বাধীনতা কে তুমি বন্দী রেখেছ;
শৃঙ্খল বেঁধেছ তার পায়ে।
স্বাধীনতার স্বাদ
লিখেছেন জাহিদ অনিক
------------
মুক্তির স্বাদ পেতে হলে রয়ে যাও কিছুদিন বন্দি
ক্ষুধার তীব্রতা মাপতে হলে কিছুদিন পার কর না খেয়ে,
ভালোবাসা পেতে হলে দীর্ঘদিন থাকতে হবে ভালো না বেসে
বেচে থাকতে হলে ফিরে যেতে হবে মৃত্যুর খুব কাছ থেকে।
কিন্তু স্বাধীনতা?
স্বাধীনতা পেতে হলে থেকে যেতে হবে আজীবন পরাধীন,
নিজের বলে যেখানে থাকবে কিছুই,
মতামত, চলাফেরা এমনকি ভালোবাসা-
কিছুই করা যাবে না ইচ্ছেমত।
এমন স্বাধীনতা কে পেয়েছে কবে,
ইচ্ছে হলেই দিয়েছে উড়িয়ে কয়েক-হাজার প্রাণ
কে পেয়েছে রক্ত বিনে এমন কোন স্বাধীনতা,
মিটেছে আশা হয়নি রিক্ত প্রাণ !
হঠাত যদি টুপ করে মিলে যায় স্বাধীনতা,
পথে যেতে যেতে যাবে ভুলে কেমন ছিল পরাধীনতা।
স্বাধীনতা সেখানেই মিলেছে
যেখানে চলেছে পা- হেঁটেছে পথ অজানা,
স্বাধীনতা সেখানেই ব্যর্থ,
যেখানে ভুলেছে মানুষ কেমন ছিল পরাধীনতা।
মুক্তির স্বাদ
লিখেছেন ভ্রমরের ডানা
===============
যারা স্বপ্ন দেখেছিল একটি পতাকা পেলেই
ঘরে ঘরে বইবে সুখের সফেন অর্ণব,
বাহারি পাতার গাছে গাছে শালিকেরা উড়বে
তারা ভুল ছিল!
কেননা সকল কুড়ে মজুরের, টোকাই কিংবা ছিন্নমূলের
একটি পতাকার পাশাপাশি দরকার ছিল কিছু মৌলিক অধিকার..
তাই যারা স্বপ্ন দেখেছিল বাস্তবতা ফেলে
কিসব বৈজ্ঞানিক গবেষণা নিয়ে বৈপ্লবিক পরিবর্তনে মুছে যাবে
ইতিহাসের পাতা থেকে ছিয়াত্তরের দুর্ভিক্ষপীড়িত পুনরাবৃত্তি..
তারা ভুল ছিল...
আফসোস এখনো সেই দুর্ভিক্ষপীড়িত জনপদে
ভয়াবহতম বুভুক্ষিত মানব মনের কংকাল..
পরিবর্তন কিছু হয়েছে শুধু পাকস্থলীর বিলাপে...
নেতার বাগানের গোলাপে..
মননে নয়, হৃদয়ে নয়..
তাই, এখনো এই উপমহাদেশ
পরাধীনতার নব্যউপনিবেশ
এখানে যারা ভাগ হয়েছি শাখায় শাখায়..
যারা স্বপ্ন দেখেছি স্বাধীন পতাকার স্বপ্নে..
আজ কি হল মুক্তি নেই মুক্তি নেই..
কেন নেই, কিভাবে নেই..
এমন কিছু প্রশ্নের উত্তর সহজে মিলবে না..
স্বাধীনতার প্রকৃত স্বাদ কোথাও কি নেই...
সেই কালো রাত
লিখেছেন কি করি আজ ভেবে না পাই
=============
নিথর গুমোট রাত
কি হয় কি জানি!
নেতা নেই,কেউ নেই
একি পেরেশানি!!
দিশেহারা পুরো জাতি
চাপা উৎকন্ঠা;
কালরাতে বেজে উঠে
প্রলয়ের ঘন্টা।
অবিরাম গুলাগুলি
মরে স্রেফ বাঙ্গালী;
পিলখানা,রাজপথ
খুনে তোরা রাঙ্গালি!!
খুন চাস আর কতো
কিসে হবি তুষ্ট?
কে বাঙ্গালী?পাকিটা কে?
ব্যবধান পষ্ট।
এমনি ছিলো সে রাত
নরকের যাত্রা;
বুঝানো যায় সে লিখে
বিভীষিকা মাত্রা?
দিকহীন দিশেহীন
অজানার গল্প;
স্বাধীনতা ভাবনা যে
অলীক এক কল্প।
বীর এক দেয় ডাক
'স্বাধীনতা' দমকায়;
থমকিত জাতি ফের
সেই ডাকে চমকায়।
ত্বরিৎ তাড়িত জাতি
শুনে সেই জাগানিয়া;
ইথারে ভেসেছে যে-ই
''আয়্যাম মেজর জিয়া''।
ধূসর স্বাধীনতা
লিখেছেন ধ্রুবক আলো
==============
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
মাননীয় ক্ষমতাসীন চেয়ারপার্সন,
এবারেও কি আমরা মুক্তি পাবো?!
এবারেও গণতন্ত্র মুক্তি পাবে কি?
স্বৈরাচারও কি এবার নিপাত যাবে?!
দুঃখিত একসাথে এতো প্রশ্ন করা
আমার, আমাদের শোভা পায় না!
আমরা তো নিম্ন শ্রেণীর লোক,
দেশ তো সেই কবেই বিভক্ত হয়ে গেছে
নদী ভাঙ্গনের সময়, সেই খোরস্রোত বন্যার সময়
অবশ্য সেটা ছিলো রক্তের বন্যা!
লাখ লাখ মানুষের রক্ত,
আমার ভাইয়ের তাজা রক্ত,
আসাদের টি-শার্টে লেগে থাকা রক্ত,
বীরশ্রেষ্ঠের রক্ত,
মা বোনের ইজ্জতের রক্ত,
এতো এতো রক্ত, কয়েক শত কোটি
ব্যারেল রক্তের স্রোত!
সেই স্রোতের ভাঙ্গনে একটা দেশ জেগে উঠেছে
আর বিচ্ছেদ হয়ে গেছে মানবীয় সব চরিত্রের!
আপনি কি জানেন রক্তে কোনো ধনী গরিব লেখা থাকে না!
রক্তে থাকে হিমোগ্লোবিন
একদম গরম জোয়ানের রক্তে
স্বাধীনতার ডাক!
থাক সেসব কথা, এতো গরম রক্ত
এখন মাইথোলজির গল্প
ঠিক যেমন টা স্বাধীনতা কিংবা গণতন্ত্র!
আপনাদের তো জোয়ান সৈনিক আছে
যাদের আপনারা চোখের মণি
কিংবা ধন রত্ন বলেন,
কি চমৎকার দেখুন, মানুষ এদের ভয়ে ঘরে বন্দি হয়ে থাকে!
ঐ কাল রাত্রিতেও যাদের ভয়ে ঘরে বন্দি হয়ে ছিলো,
আহারে, জীবনের কতটা মিল!
সত্যই দেশ স্বাধীন হয়নি!
আমরা একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি
যুদ্ধের পর আবার লড়াই করি,
গণতান্ত্রিক লড়াই, অস্তিত্বের লড়াই,
আব্রাহাম লিঙ্কনের ভুল সূত্র ধরে,
একটি অথবা অজস্র,
মায়ের কোলে যে শিশুটি বড় হচ্ছে
তার জন্যেও!
উর্ধমূল্যের বাজারে এতো সস্তায় স্বাধীনতা পাওয়া যাবে
তা কি হতে দেয়া যায়!
বছরের পর বছর মাথার ঘাম রাস্তায় মিশিয়েও
স্বাধীনতা আজ আলোকবর্ষ দূরে
নক্ষত্রের মতন,
ধরা যায় না ছোয়া যায় না
যত টুকু আলো ছড়ায়
তা মানুষের জন্য মাটিতে এসে পৌঁছোয় না!
যেটুকু পৌঁছনোর দরকার
ক্ষমতার দালানে তা ধামা চাপা পরে যায়!
আপনি কি জানেন, মাননীয় ক্ষমতাসীন চেয়ারপার্সন?
বাক স্বাধীনতা কাকে বলে?
সত্যকে মিথ্যা বানানো বাক স্বাধীনতা বলে না!
এটা অবশ্য ক্ষমতাসীনদের চিন্তা ভাবনা!
মানুষ আজন্ম বলতে চায়,
তার অধিকারের কথা,
তার প্রয়োজনের কথা,
যা সত্য সেই কথা,
আপনাদের কামান গোলা
আমাদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেয়।
আপনারা নিশ্চয় জিউস কিংবা ট্রাম্প
ভাবেন নিজেদেরকে, ভাবতেই পারেন!
আমরা একেশ্বরবাদে বিশ্বাসী
যুদ্ধ করে বেঁচে থাকি ইহকালের জীবন!
গলা টিপে ধরবেন ধরতেই পারেন
কেউ বাধা দিবে না
বাধা দেয়ার মত জন শক্তি
আপনারা গুম করে যাচ্ছেন!!
আমি কেন বলছি এসব কথা,
আসলেই তো, কেন আমি লিখছি, কেন আমি বলি?
আমার ভেতর ক্ষুদা, না বলতে পারার ক্ষুদা, মস্তিকে অজস্র কষ্ট জমিয়ে রাখার হাহাকারের সব ক্ষুদা!
আমার শরীরে রক্ত নেই, নেই পানি।
আমি উঠে দাঁড়াতে পারছি না তাই ডেবে যাচ্ছি,
মেরুদন্ড বাঁকা হয়ে যাচ্ছে,
ক্ষয় হয়ে যাচ্ছে মাংসপেশি,
তীব্র লড়াই করে বেঁচে থাকা জীবন
আজ হুমকির শরণাপন্ন,
দেয়ালে পিঠ ঠেকে ঠেকে থমকে গেছে
ঘা হয়ে গেছে, পচন ধরছে শরীরে
অন্তরাত্মা চিৎকার দিয়ে বলে উঠছে
বারবার,
এরপরও কি মুক্তি নেই!?
স্বাধীনতা তুমি
লিখেছেন নাঈম জাহাঙ্গির নয়ন
স্বাধীনতা তুমি পাগলের উম্মুক্ত হাসি, ভোরের
নীরবতা ভেঙে গেয়ে উঠা পক্ষী-কোকিলের গান;
স্বাধীনতা তুমি মুক্ত,তরঙ্গ-গর্জন-ঢেউ সাগরের,
আঁধারের বুকচেরা স্বর্ণাভ প্রভাত-সূর্য ঊদীয়মান।
স্বাধীনতা তুমি ফুলের পাপড়িতে ভ্রমর-গুঞ্জন,
ষোড়শীর যৌবনারম্ভে প্রেমিকের প্রতি ভালোবাসা;
স্বাধীনতা তুমি কলম কবিদের-সাধকের সাধন,
ভূমিষ্ঠ শিশু-কূলে মায়ের বুকে জেগে উঠা আশা।
স্বাধীনতা তুমি শোষকের বুকে বিঁধা বিষ তীর,
প্রাণে প্রাণে মুক্তির স্বাদ-দুর্বলের পাওয়া অধিকার;
স্বাধীনতা তুমি দুরন্ত-দুর্বার মুক্তি-তৃষ্ণায় অস্থির
স্বপ্নময় এ'প্রাপ্তি-বৈষম্যবিহীন সমাজের দাবিদার।
স্বাধীনতা তুমি মুক্ত সুনীল আকাশ-শুভ্রতুষার
সীমাহীন-সুবিন্যস্ত বাঁধনহারা পৃথিবীপৃষ্ঠ প্রান্তরে;
স্বাধীনতা তুমি সকল প্রাণের মানব-বৃক্ষলতার
কামনাবাসনা চিন্তাজগত ইচ্ছে পথ প্রকারান্তরে।
স্বাধীনতা তুমি সুমহান-কাঙ্ক্ষিত হৃদয়ের গান,
গৌরবময় ইতিহাসে গর্বিত বাঙালি জাতি-বিজয়;
স্বাধীনতা তুমি পতাকায় শেখ মুজিবুর রহমান,
বাংলার বুকে মিশে থাকা শহীদ দেশপ্রেমি হৃদয়।
ইলোরা
লিখেছেন সেলিম আনোয়ার
================
স্বাধীনতার নেশা লেগেছে যার চোখে
সে কি আর তখন থেকেছে ঘরে বসে?
আশু স্বাধীনতার ডাকে, বাংলার বীর জনতা যারা
পাগলপারা—দেশের তরে নিজের প্রাণ করিতে বিসর্জন,
ইলোরার জনক অকুতভয় সেনা ,
ঢাকাবিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক, তাদেরই একজন।
কালোরাত্রিতে পাকহানাদার যখন হিংস্র হায়েনা
ইলোরা তখন মায়ের উদরে বিলোয় স্বপ্নিল জোছনা,
ইলোরার বাবা শহীদ হয়েছিলেন স্বাধীনতার এই দিনে
ভীষণ বিয়োগ ব্যথা তখন তাঁর অসহায় জননীর প্রাণে
রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল সব খানে ইলোরার মা তখন
কঠিনতরো জীবন সংগ্রামে, মনে ব্যথা দেহে ব্যথা, তার
ব্যথার শেষ নাই, কেবল ইলোরা আর স্বাধীনতার সূর্যটা
গর্ভধারিনী মায়ের বুকে আশার আলো বিলিয়ে যায় ,
মহান একাত্তরের অক্টোবরে,
ইলোরার জন্ম হলো সোনার বাংলাদেশে ।
আজ ইলোরা বড় হয়েছে ইলোরাদের বড়ো হতে হয়
কারণ ইলোরাদের জন্ম ইতিহাসের মহেন্দ্র এক সময় ।
ইলোরা বড় হয়েছে চাঁদের মতন রূপে ইলোরা আজি বিজয়ীর বেশে
পুলিন্দা বাহিয়া বাংলার উন্মুক্ত প্রান্তরে, লাল-সবুজ পতাকা—
পত পত করে পতাকা উড়ে আজি ষড় ঋতুর প্রতিটি পরিক্রমায়
এমনি করে প্রজন্ম একাত্তর স্বাধীনতার স্মরণিকা সোনার বাংলায় ।
স্বাধীনতার নেশা লেগেছে যার চোখে
সে কি আর তখন থেকেছে ঘরে বসে?
আশু স্বাধীনতার ডাকে, বাংলার বীর জনতা যারা
পাগলপারা—দেশের তরে নিজের প্রাণ করিতে বিসর্জন,
ইলোরার জনক অকুতভয় সেনা ,
ঢাকাবিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক, তাদেরই একজন।
কালোরাত্রিতে পাকহানাদার যখন হিংস্র হায়েনা
ইলোরা তখন মায়ের উদরে বিলোয় স্বপ্নিল জোছনা,
ইলোরার বাবা শহীদ হয়েছিলেন স্বাধীনতার এই দিনে
ভীষণ বিয়োগ ব্যথা তখন তাঁর অসহায় জননীর প্রাণে
রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল সব খানে ইলোরার মা তখন
কঠিনতরো জীবন সংগ্রামে, মনে ব্যথা দেহে ব্যথা, তার
ব্যথার শেষ নাই, কেবল ইলোরা আর স্বাধীনতার সূর্যটা
গর্ভধারিনী মায়ের বুকে আশার আলো বিলিয়ে যায় ,
মহান একাত্তরের অক্টোবরে,
ইলোরার জন্ম হলো সোনার বাংলাদেশে ।
আজ ইলোরা বড় হয়েছে ইলোরাদের বড়ো হতে হয়
কারণ ইলোরাদের জন্ম ইতিহাসের মহেন্দ্র এক সময় ।
ইলোরা বড় হয়েছে চাঁদের মতন রূপে ইলোরা আজি বিজয়ীর বেশে
পুলিন্দা বাহিয়া বাংলার উন্মুক্ত প্রান্তরে, লাল-সবুজ পতাকা—
পত পত করে পতাকা উড়ে আজি ষড় ঋতুর প্রতিটি পরিক্রমায়
এমনি করে প্রজন্ম একাত্তর স্বাধীনতার স্মরণিকা সোনার বাংলায় ।
কবিতা আমার
বিলিয়ার রহমান
================
কবিতা আমার,
চোখ খুলে দেখ এ বিজন আঁধার,
রাত নেই তবু আজ যেন রাত,
স্বাধীনতা পেয়েও কেমন অধীন বরাত।
শূণ্য দেখো সবি, স্বপ্ন আর দাবি,
ধেঁয়ে আসা কোন এক অনাহূত ঝড়ে।
ডুবু ডুবু দ্বীপ, নিভু সপ্ন প্রদীপ
তবুও কি শুনবেনা মোরে?
কবিতা আমার,
এখনো কি ইচ্ছে তোমার,
হতে অশ্রু পিতার চোখের,
ভয় কিশোরীর মুখের,
অসহায়ত্ব বেকার জীবনের,
দীর্ঘশ্বাস ব্রোথেল ঘরের,
অধীনতা ক্ষমতার দাপটের।
কবিতা আমার,
এ কেমন নিরবতা তোমার
তুমি তো বেকারত্ব নও,
অধিনতা নও, কুশিক্ষা নও,
নও তো তুমি প্রশ্ন ফাঁস।
তুমি তো স্বপ্ন, তুমি আশা
তুমিই তো মহান বিশ্বাস ।
ভিসুভিয়াসের তেজে,
দিব্যাস্ত্রধারী অর্জুন সেজে,
তাই আর একবার
কবিতা আমার,
বারুদ হয়ে এসো।
বুলেট হয়ে এসো।
মুজিব হয়ে এসো।
মুক্তিযোদ্ধা হয়ে এসো।
কবিতা আমার,
চোখ খুলে দেখ এ বিজন আঁধার,
রাত নেই তবু আজ যেন রাত,
স্বাধীনতা পেয়েও কেমন অধীন বরাত।
মনিরা আপি:
বরাবরের মতোই আজকেও আসাধারন ছিলেন।স্বাধীনতার মাথা কুটে মরা কিংবা দ্রোহের বারুদের নিস্তেজ হয়ে যাওয়া অথবা এতো বছর পরেও স্বাধীন দেশের কি করুন পরিনতি কিইবা ছিলোনা আপনার কবিতায়।অনন্য অসাধারন পরিবেশন!থামজ আপ।
জাহিদ অনিক :
স্বাধীনতাকে সংজ্ঞায়িত করেছেন তার চির চেনা কাব্যিক স্টাইলে। স্বাধীনতা মানেই যে এক ধরনের অধীনতা এমন একটা প্রচ্ছন্ন ম্যাসেজ তার কবিতা থেকে পেয়েছি।বলার এমন ধরন ভালো না লেগে পারে না অনিক ভাইয়া!
ভ্রমরের ডানা:
স্বাধীনতাকে পরিসংখ্যান আর ডেবিট ক্রেডিটের খাতায় নিয়ে এসেছেন এবং যারা স্বাধীনতায় যাবতীয় হিসেব মেলানোর স্বপ্ন দেখেছেন তারা যে ভুল ছিলো সেটিই প্রকারন্তরে বলে গেলেন।এমন জাদরেল কবির সাথে লিখতে পেরে আমি সত্যিই গর্বিত।
কি করি আজ ভেবে না পাই
অসাধারন ছন্দে ভাইয়া ঠিক সেই ভয়াল পরিস্থিতিটাকে স্মরণ করেছেন। যখন বঙ্গবন্ধু মুক্ত ছিলেন না, ছিলো না কোন কিছুই গোছানো। সেই অবস্থায় মেজর জিয়ার গর্জিত কন্ঠ কিভাবে একটা জাতিকে চাঙ্গা করেছিলো। তবে আমাকে একথাও বলতে হচ্ছে যে স্বাধীনতার স্বরূপ ভাইয়ার কবিতায় পুরোপুরি ফুটে উঠেনি।
ধ্রুবক আলো:
কবিতায় যেন সবাইকে আয়নার সামনে দাড় করিয়েছেন ধ্রুবক ভায়া। একে একে সবাইকেই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন স্বাধীনতা শব্দটি কেবল কারো কারোই তবে!!অসাধারন ধ্রুবক ভায়া!
নাঈম জাহাঙ্গির নয়ন:
উনি স্বাধীনতাকে দেখেছেন প্রথাগত চোখে। স্বপ্ন হিসেবে, মুজিব হিসেবে, বিশ্বাস হিসেবে, আশা হিসেবে।আমার কছে ওনার দৃষ্টিভঙ্গিও ভালো লেগেছে।
শেষের পঠনটা করেছেন নাঈম জাহাঙ্গির নয়ন ভাই। বাকি গুলো মনিরা সুলতানা আপির।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫০
বিলিয়ার রহমান বলেছেন: ফিডব্যাকের জন্য ধন্যবাদ আরইউ ভাইয়া!
আশা করছি কি করি ভাইয়ার চোখে অবশ্যই আপনার মন্তব্যটা পরবে। তিনি হয়তো উত্তরো করবেন।
২| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এ যে সাত খন্ড স্বাদীনতার রামায়ন
কোনটা ছেড়ে কোনটা বলি! প্রত্যেকটাই দারুন দ্যুতিতে বিস্ময়কর বিচ্ছুরণে চোখ ধাঁধাঁনো!
বিলিয়ার ভায়ার শেষ আহবান সত্যি হোক।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
++++
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু ভৃগুদা!
খেয়াল করে দেখেন স্বাধীনতার প্রতি লেখকদের প্রথাগত দৃষ্টি ভঙ্গিতে কেমন যেন একটা বাঁক নিয়েছে।
আমার কাছে এটা ভয়ংকর রকমের আতঙ্কের ব্যাপার হয়ে দাড়িয়েছে! যদিও আতঙ্ককে আমি ভয় পাই না!
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
৩| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪
আরইউ বলেছেন: লেখক বলেছেনঃ ভাইয়া ঠিক সেই ভয়াল পরিস্থিতিটাকে স্মরণ করেছেন। যখন বঙ্গবন্ধু মুক্ত ছিলেন না, ছিলো না কোন কিছুই গোছানো। সেই অবস্থায় মেজর জিয়ার গর্জিত কন্ঠ কিভাবে একটা জাতিকে চাঙ্গা করেছিলো।
আমার কাছে কবিতাটা অসাধারনই লেগেছে।
আপনি চেষ্টা করছেন একটা ভুলকে হালাল করতে। যিনি ঐ লেখাটা লিখেছেন তিনি স্পষ্ট করেই বলেছেন "নেতা নেই, কেউ নেই"। কিন্তু না, নেতা ছিলেন, কেউ ছিলেন। কোন লেখাকে ইতিহাসের মানদন্ডে নিরিক্ষা করার পক্ষে আমি নই, কিন্তু বাংলাদেশের ইতিহাসের অন্যতম (সবচেয়ে) গুরুত্বপূর্ন কিছু বিষয়ের একটা নিয়ে "লুকোনো টুইস্ট" কে আমি মেনে নিচ্ছি না।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৬
বিলিয়ার রহমান বলেছেন: আরইউ ভাইয়া!!
আমি একে বারেই আমাকে বিতর্কে জড়াতে চাচ্ছিনা। আমি কোন কিছুকেই হালাল হারাম করারও চেষ্ট করিনি ভাইয়া।
নেতা নেই কেউ নেই বলতে আমি বুঝেছিলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতিকে( আইমিন গ্রেপ্তার কে)। যেহেতু বঙ্গবন্ধু স্বাধীনতার অবিসংবাদী নেতা তাই আমার অমন ধারনা পোষণ অমুলক কি আরইউ ভাইয়া?
ওটা কেবল আমার নিজের মতামত ছিলো। হয়তো ওটা ভুল ছিলো নয়তো ভুল নয়।
কি করি ভাইয়া যদি নেতা দ্বারা বঙ্গবন্ধুকে বুঝিয়ে থাকেন তো আমি ঠিক আর না বুঝিয়ে থাকলে আমি ভুল।
আশা করছি কি করি ভাইয়া অবশ্যই ব্যাপারটা খোলসা করবেন।
আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
৪| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬
নতুন নকিব বলেছেন:
কবিতাগুলো দারুন। মোটামুটি চোখ বুলালাম। ভাল লাগলো। প্রত্যেককে আন্তরিক শুভকামনা।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ নকিব ভায়া!
শুভকামনা!
৫| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬
আরইউ বলেছেন: দুঃখিত বিলিয়ার। এটি আপনার পোস্ট, দায়িত্ব আপনার। একজন সংকলকের উপর কিন্তু কী সংকলিত হলো তার দায়িত্ব বর্তায়।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১২
বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই!
তবে আমি কি করি ভাইয়ার প্রতি উত্তরটাও শুনতে চাচ্ছি মেয়াবাই!
একটু সময় দেন প্লিজ।
৬| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৩
আরইউ বলেছেন: বিলিয়ার,
একদিকে বলছেন আপনি বিতর্কে যেতে চাচ্ছেন না, অন্যদিকে একটা বিতর্কিত বিষয়কে আপনার দায়িত্বে প্রকাশ করেছেন। জলে নামলে লুঙি পরে নামার কোন প্রয়োজন নেই। ব্যক্তি জিয়াকে, মেজর জিয়াকে, মুক্তিযোদ্ধা জিয়াকে, যেড ফোর্সের প্রধান জিয়াকে বা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াকে নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকাকে "গ্লোরিফাই" করার প্রচেষ্টাকে। একটু একটু করে ইতিহস বিকৃত হয়, হয়েছে। আপনার মতই কেউ বিতর্কে না যেতে চেয়ে মেনে নিয়েছে বলে আজকে এতো বিতর্ক। ইতিহাস বিকৃতির জঘন্য সেই কাজে আপনিও ভাগিদার হয়ে গেলেন। এটা দায়িত্বশীল কোন আচরণ নয়।
দুঃখিত, এটাই আমার শেষ কমেন্ট আপনার পোস্টে।
ভালো থাকুন নিরন্তর।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: আর ইউ ভাইয়া,
আমি কি করি ভাইয়ার কবিতাকে সংকলনে রেখেছি মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে। উনি ওনার মত প্রকাশ করেছেন ওনার মতো করে।
উনি ঠিক নাকি ভুল সেটি আপনারা পাঠকরা বিবেচনা করবেন। উনি ভুল হলে ওনার ভুল ভাঙিয়ে দেবেন।
বাই দ্য ওয়ে আমি আপনাকে দৃঢ় কন্ঠে বলতে চাই, ইতিহাস বিকৃতিকে আমি সমর্থন করি না, আমি আরো বলতে চাই স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু আর বীর উত্তম জিয়াউর রহমানকে আমি একই পাল্লায় তুলতে চাওয়াদের দলে নেই ছিলামো না।
তবে আমি এটাও বিশ্বাস করি স্বাধীনতা কোন দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়,স্বাধীনতা সবার। যাতে অবদান আছে লক্ষ লক্ষ বাঙালির।
আর ইতিহাসকেও আমি ঠুনকো কাচ ভাবছিনে, যেন কেউ একটা মত প্রকাশ করলো অমনি তা (ইতিহাস) বিকৃত হয়ে গেল।
শেষ কথা: আপনি আমার পোস্টে আর না আসলে দুঃখিত হওয়া ছাড়া আমার আর কিই বা করার আছে ভাইয়া!
আপনার জন্য শুভকামনা।
৭| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
সব কবির জন্য স্বাধীনতার শুভেচ্ছা
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও স্বাধীনতার শুভেচ্ছা মেয়াবাই!
বাংলাদেশ উন্নতির শিখরে উঠুক।
৮| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪
আরইউ বলেছেন: আবার আসলাম।
মত প্রকাশের স্বাধীনতা মানে ভুল তথ্য দেয়া নয়। ২৫ এ মার্চ রাতে মেজর জিয়া "আয়্যাম মেজর জিয়া" বলে স্বাধীনতার ডাক দিয়েছিলেন এটা কি প্রমানিত সত্য? এটাকে পেট্রোনাইজ করা মানে একটা পক্ষের পক্ষে কথা বলা বিলিয়ার।
আমি ব্লগে পুরোনো, ব্লাগারদের লেখার ধরণ দেখে বুঝতে পারি কে আগে কোন নিকে লিখতো। আর ঐ লেখার লেখকের আগের নিক বিতর্কিত জা-শি ঘেষা নিক সেটা আমি বুঝতে পারি। এ বিষয়ে পুরোনো দিনে ব্লগাররা তাকে ব্যপক ধোলাই সহকারে ব্লগ থেকে বিতাড়িত করেছেন- তাও আমার যতটুকু মনে পরে তার ২টা নিক।
যাহোক, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: আরউই ভাইয়া
বীর উত্তম মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ২৭ তারিখ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা আমিও জানি, আপনিও জানেন। আর কি করি ভাইয়ারও না জানার কথা নয়।
তিনি তয়তো ২৫ তারিখ নয় বরং ২৭ তারিখকেই বুঝিয়েছেন।
আপনি আবার এটাকেও পিঠ চাপড়ানো বলে ফেলেন কিনা কে জানে!!
যা হোক আবার আশায় থ্যাংকু।
৯| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার আয়োজন। অনেকগুলো কবিতাই উৎরে গেছে। স্বাধীনতা- প্রাপ্তির সুখ আর অপ্রাপ্তির যন্ত্রণা উঠে এসেছে বিভিন্ন কবিতায়।
কবিতা আবৃত্তির কণ্ঠটা অসাধারণ। কে এই কণ্ঠ, পরিচিতি দেয়া উচিত ছিল- এটা ভাবতে ভাবতেই নীচে এসে উত্তর পেয়ে গেলাম। মনিরা আপুকে শুভেচ্ছা।
শুভেচ্ছা সকল কবিকে এবং বিশেষ ধন্যবাদ বিলিয়ার রহমানকে এই অসাধারণ সংযোজনের জন্য।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
বিলিয়ার রহমান বলেছেন: বুঝতে পেরেছি কবিতা পঠনে বেশ মনযোগী ছিলেন। যদিও এত বড় পোস্টে মনোযোগ ধরে রাখাটা কঠিনই!
বিশেষ ধন্যবাদ পেযে ভালো লাগল অগ্রজ ভ্রাতা!
স্বাধীনতার শুভেচ্ছা!
১০| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয়তে রেখে দিলাম ।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু!
কৃতজ্ঞতা!
আপনাকেও সাথে পেলে ভালো লাগতো কবি!
১১| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন প্রয়াস! আবৃতিও চমৎকার!
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!
শুভকামনা!
১২| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
আরইউ বলেছেন: হা হা হা! সো মেনি ইফস, বাটস, পারহাপস, প্রবাবলি, লাইকলি, আনলাইকলি!!
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: অনুগ্রহ করে এবার ক্ষ্যামা দাও ভাইয়া!
সংকলনটা থাকুক। সবাই মতামত দিক!
কষ্ট পেয় না প্লিজ!
১৩| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: স্বাধীনতা দিবস উপলেক্ষে দু-এক লাইন কবিতা যাইহোক না কেন,,, লেখার ইচ্ছা ছিল
কিন্তু আমি কি অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছিলাম...তা আপনাকে জানিয়েছিলাম। কোন সমস্যা নেই ।।
আপনারা সবাই ভালো লিখেছেন...
সবার জন্য শুভ কামনা রইল।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: হ্যা মনে আছে!
সবার প্রশংসার জন্য সবার প্ষ থেকে আপনাকে থ্যাংকু মেয়াবাই!
১৪| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এতদিন ধরে তোমাদের ভালোবাসি!
তুমি এই কাজ করতে পারলে বিলি??
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫
বিলিয়ার রহমান বলেছেন: কি কাজ???
কোন কাজ???
যদি একটু খোলসা করে বলতেন??
১৫| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আয়োজন।+
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!
শুভকামনা!
১৬| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রযোজনায় আন্তরিকতা দেখে আত্মহারা, এ এক নিখুঁত আনন্দ আমার।
প্রথম কবিতা পড়েছি মাত্র। অসাধারণ লিখেছেন, স্বাধীনতা কেমন হওয়ার কথাছিল, আর কেমন আমাদের মাঝে পরিবেশিত হচ্ছে তার মধ্যে যে রয়েছে বিস্তর ফারাক!
আমি অনেক অনেক আনন্দিত ভাই আপনাদের মাঝে নিজের অস্তিত্ব দেখে।
শুভ হোক আপনার, শুভ হোক আপনার উদ্যোগ
(বাকি গুলো পড়ে আসছি)
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৩
বিলিয়ার রহমান বলেছেন: কমেন্টের জন্য থ্যাংকু নাঈম ভায়া!
থ্যাংকু আমার ডাকে সারা দেয়ার জন্যও!
শুভেচ্ছা!
১৭| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্য গুলোতে যেন স্বাধীনতা এখনো পরাধীনতায় বন্দী বুঝানো হয়েছে, বুঝানো হয়েছে স্বাধীনতা এখনো স্বাধীন হতে পারেনি।
কিন্তু আমার কাছে মনে হয়, স্বাধীনতা তো স্বাধীনই আছে, আটকা পড়ে আছি আমরা লোভ আর ক্ষোভের মাঝে।
কবিতা গুলো যে আবৃতি করেছেন তাকে আমার পক্ষ থেকে অনেক মুগ্ধতা জানিয়ে দিয়েন, খুব সুন্দর আবৃতি করেছেন।
সকল কবি ভাইদের প্রতি অভিনন্দন ও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
শুভকামনা আপনার ও আপনাদের জন্য সবসময়।
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১
বিলিয়ার রহমান বলেছেন: আবার আসায় থ্যাংকু নাঈম ভাই!
থ্যাংকু নিজের মতামত জানিয়ে যাওয়ার জন্যও!
শুভেচ্ছা!
১৮| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা কবি ভাই !!!
এত চমৎকার আন্তরিক উদ্যোগ গ্রহনের জন্য; আমি এখন ও বলি সামু ব্লগের সবচাইতে শক্তিশালি হচ্ছে কবিতা বিভাগ।
সকল কবি পাঠক এবং ব্লগার সবার জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০০
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু দিয়ে আপনার প্রতি আমার শ্রদ্ধাকে খাটো করতে চাইনা আপি!
এসব কিছুই সম্ভব হতো না যদি আপনি/ আপনারা পাশে না থাকতেন!
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
১৯| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগের কবিরা অসাধারণ লিখেছে। আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ।।
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ মেয়াবাই!
শুভেচ্ছা সতত!
২০| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সব প্রিয় কবি'র লেখা এক মলাটে পেয়ে খুব ভালো লাগছে। সেভেন সামুরাইন-কে এজন্যে অনেক ধন্যবাদ।
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলুম মেয়াবাই!
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
২১| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫
ধ্রুবক আলো বলেছেন: আমি গর্বিত এই কবিতার খাতায় সামান্য কৃতিত্ব রাখতে পেরে।
বিলি ভাই কৃতজ্ঞতা জানবেন!
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২
বিলিয়ার রহমান বলেছেন: আমিও গর্বিত মেয়াবাই!
২২| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
জাহিদ অনিক বলেছেন:
একজন কবি হিসেবে এর বেশি আর কিইবা চাইতে পারি !
আমার ভাবনাগুলো জানিয়ে যাচ্ছি সকলের মধ্যে, যদি কিছু পারি যেতে শিখে -- যদি কিছু পারি বোঝাতে !!
স্বাধীনতা ও জাতীয় দিবসে এমন উদ্যোগ সবসময়েই নিজেকে আন্দোলিত করে। আপনাকে ধন্যবাদ কবি বিলিয়ার ভাই।
আমি ছাড়াও আরও যারা লিখেছেন সেই ছয় কবিকে শ্রদ্ধা ও শুভেচ্ছা, এবং যারা ব্যস্ততা বা অন্য কারণে লেখা দিতে পারেন নাই তাদের সবাইকে শুভেচ্ছা।
মনিরা আপাকে এত সুন্দর আবৃত্তির জন্য কৃতজ্ঞতা । কবিতা শুধু লিখে দিলে সেটা একরকম আর কণ্ঠের আবেগ দিয়ে সেটা পাঠ করে শুনালে সেটার ভাব আরও বেড়ে যায়। এই কাজটি মনিরা আপা বেশ চমৎকার ভাবেই করেছেন।
শেষ কৃতজ্ঞতার জন্য নয়ন ভাইকেও শুভেচ্ছা। তিনি অতি সুন্দর করে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সর্বোপরি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা কবি!
২৩| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।এবং সকল মুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
সাথে আপনাকেও
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু মামু !
শুভকামনা।
২৪| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আর ইউ দেখি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাইছেন। ছদ্মবেশে না থেকে আসল নিকে এলে উনার সাথে কিছু বাতচিতের ইচ্ছা ছিল। ইতিহাসের কিছু শিক্ষা নিতাম।
অশরিরির সাথে কাউন্টারে গিয়ে কি করিও জুত পাবেন না।
২৫| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : নবম খন্ড এর ৩০ নং পৃষ্ঠা থেকে,---- আগ্রাবাদে যখন একটা বড় ব্যারিকেডের সামনে বাধা পেয়ে তার ট্রাক দাঁড়িয়ে পড়ে তখনই পেছন থেকে ছুটে আসে একটি ডজ গাড়ী ক্যাপ্টেন খালেকুজ্জামান গাড়ী থেকে নেমেই আসেন মেজর জিয়ার কাছে হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যান রাস্তার ধারে।
ঃপশ্চিমারা গোলাগুলি শুরু করেছে। শহরের বহু লোক হতাহত হয়েছে। খালেকুজ্জামানের উত্তেজিত কণ্ঠস্বর থেকে কথা কয়টি ঝরে পড়ে, কি করবেন জিয়া ভাই এখন? মাত্র আধ মিনিট। গভীর চিন্তায় তলিয়ে যান মেজর জিয়া তারপর বজ্যনির্ঘোষে বলেন উঠেন- "উই রিভোল্ট"
সাথে সাথে তিনি খালেকুজ্জামানকে ফিরে যেতে বলেন। বললেন, ব্যাটেলিয়নকে তৈরি করার জন্য জন্য অলি আহমেদকে নির্দেশ দিতে। আর সেই সাথে নির্দেশ পাঠান ব্যাটালিয়নের সমস্ত পশ্চিমা অফিসারকে গ্রেফতারের।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ মেয়াবাই ।
২৬| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
"স্বাধীনতার ঘোষনা দেয়া লাগবে না, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। ২৭ তারিখ হরতাল দিছি।"
- 'তাজ উদ্দীন কে শেখ মুজিব।
সূত্রঃ 'নেতা ও পিতা।
লেখিকা- শারমিন আহম্মেদ, তাজউদ্দীন কন্যা।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২০
বিলিয়ার রহমান বলেছেন: আবারো ধন্যবাদ মেয়াবাই!
২৭| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় বিলু,
প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন চমৎকার একটি প্রয়াসের জন্য। সামুর কবিকূলের অন্যতম ক'জন মহারত্নদের নামের পাশে আমায় বিবেচনা করেছ এবং রেখেছ বলে শ্লাঘা বোধ করছি। এর মধ্যেই আবার কেউতো নিঃসন্দেহে বাংলা ব্লগকূলের মহা নক্ষত্র।
সংকলনের লিখা নির্বাচনে তোমার নিরপেক্ষতা অতি অবশ্যই প্রশংসার দাবীদার। তুমি খুব সচেতনভাবেই স্বনিপুনতায় ভিন্নমত এবং ভিন্নমাত্রার লেখকদের সন্নিবেশ ঘটিয়েছো। এ কেবল তোমার মত চৌকষ ব্লগারের পক্ষেই সম্ভব।
''স্বাধীনতা'' কোন পৈত্রিক তাল্লুক নয়, একটি বোধ, একটি স্বাধিকারি চেতনার নাম। যুগে যুগে যে যে যার যার মতন করেই একে সংজ্ঞায়িত করবেন। এবং সে অধিকারও প্রত্যেকের আছে। 'আমার মতই একমাত্র মত' এবং 'ভীনমত মানেই ষড়যন্ত্র কিংবা বিকৃতি' এ মনমানসিকতাই হলো প্রকৃত স্বাধীনতার পরিপন্থি। স্বাধীনতা মানে হলো স্বাধীনভাবে ভাবতে পারা এবং বলতে পারার স্বাধীনতা। ভীনমতকে দাবিয়ে রাখার মানসিকতাই হলো হানাদারি মানসিকতা। এইসব চরমপন্থিরা জঙ্গিদের চাইতেও ভয়ংকর। এরা শব্দসন্ত্রাস এবং চেতনার সন্ত্রাস দিয়ে জাতিকে দ্বিধাবিভক্ত করে। দেশকে এগুতে দেয় না শুধুমাত্র হিংসুটে, পরশ্রিকাতর, অসহিষ্ণু মনোভাবের জন্য।
যা-ই হোক এত বকবক করার একমাত্র কারণ হলো একজন স্বনামধন্য ক্যাচালিস্টকে খুব লম্ফঝম্প করতে দেখছি আমার লিখাটা নিয়ে। উনার ক্যাচাল নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নাই কিংবা নিজেকে ডিফেন্ড করার কোন আগ্রহই নাই। উনি ক্যাচাল করবেন এটাই স্বাভাবিক। এর চেয়ে ভালো কিছু উনার কাছ থেকে প্রত্যাশাও করি না। উনি কোন পোষ্টে ক্যাচাল ছাড়া কখনো কমেন্ট করেছেন সে ইতিহাস বিরল। তুমি অনেকভাবেই তাকে বুঝাতে চেষ্টা করেছ কিন্তু গুড়েবালি। লাভ হবে না জানা কথা। বৃথাই তা করেছ। তোমার নিজের নিরপেক্ষতা প্রমানের যে আকুল চেষ্টা তুমি তার কাছে করেছ সে আমার ভালো লাগেনি। এর কোন দরকারই ছিলোনা। সচেতন পাঠক মাত্রই তা বুঝবেন।
তিনি তোমাকে হালাল হারামের মাত্রা ঠিক করে দিচ্ছেন! তোমার কি অবশ্য করণীয় সে নসিহত করছেন! নৈতিকতার সবক দিচ্ছেন! সে যতই অরুচীকর হোক মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসি বলে সহ্য করে গিয়েছি। হাজার হোক অরুচিপনাও যার যার রুচি বটে। কিন্তু আর কমেন্ট করবেন না বলেও তিনি যেভাবে স্বকপোল উর্বর চিত্তে আমার অতীত বর্তমানের ঠিকুজী বলে গেলেন এতটা মাল্টি আমার, আমার আগের নিক জা শি ঘেষা, উনার দুলাভাই থাকাকালীন পুরনো ব্লগাররা ব্যপক ধোলাই দিয়ে আমায় ব্লগ বিতারিত করে সহোদরাকে বিধবা করেছে, ব্লা ব্লা(!!!)................সকল ভদ্রতা ভব্যতার সীমা পার করে ফেলেছেন মাইরি।
তা-ও কিছু বলতুম না কিন্তু বারবার তোমার ঐ আমার কমেন্ট শুনার আকুতিই বাধ্য করেছে আমায় কিছু বলতে,
এখানে কেউ আবেগ নিয়ে লিখেছেন, কেউবা স্ব-রাজনৈতিক দর্শন নিয়ে, যেমন আমি আমারটা এবং প্রিয় নয়ন ভাই তারটা নিয়ে। কই আমার আর তার মধ্যেতো কোন বিরোধ হলো না? যে যে যার যার বাক ও চিন্তা স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়েছি।
পোষ্টের শেষে নিজ ব্যাখ্যায় তুমি বলেছ স্বাধীনতার স্বরূপ আমার লিখায় পুরোপুরি ফোটে উঠেনি। এ তোমার একান্তই নিজস্ব মত। কই, এ নিয়েওতো তোমার আমার মাঝে কোন বিরোধ নেই? এখানেও আমরা যার যার প্রতি শ্রদ্ধাশীল।
বাকী কমেন্টদাতারাও একই, সমস্যা ঐ একজনায়। আমি যা লিখেছি আমার চেতনা উৎসারিত ভাবনা থেকেই লিখেছি, খুব বুঝেশুনেই লিখেছি। যখন লিখা চাইলে, বলেছি মতপ্রকাশের স্বাধীনতা চাই। তুমি বললে স্বাগতম। আমিও তা জেনে মহানন্দে সোৎসাহেই দিলেম।
তার আগে বলে নেই আমি শারিরিকভাবে ভীষন অসুস্থ একজন মানুষ। আবার চাকূরীর সুবাদে আমার ব্যস্ততাও সীমাহীন। কাজের ফাঁকে স্রেফ আনন্দের জন্যই আমার ব্লগে আসা। আমি আমার বিষাদময় জীবনের সময়টুকু খুব আনন্দে কাটাতে ভালোবাসি। আমার ভুবন আনন্দময় ভুবন। তোমরা যারা আমার কাছের তারা তা খুব ভালো করেই জানো। আমার ব্লগিং জীবনে আমি খুব সচেতন ভাবেই ক্যাচাল এড়িয়ে চলার চেষ্টা করি। কাকুর মতন যারা তীর্যক মন্তব্য করেন সেসবও হাসিমুখে হজম করি। তাই এবারো বিনয়ের সাথেই এই অরুচির কি জবাব দেয়া যায় ভাবছিলেম আর আশির্বাদের মতনই পেয়ে গেলুম ব্লগের সর্বজন শ্রদ্ধেয় জি এস ভাইয়ের সদ্য পোষ্টটি!! তিনি যেনো আমার জন্যই পোষ্টটি লিখেছেন। আমি অগা ঘটে যা বলতে চেয়েছি তা আমার চেয়ে হাজার গুণ উৎকৃষ্ট ঢঙে অপূর্ব বিশ্লেষনে স্ব-মুন্সিয়ানায় বিবৃত করেছেন তিনি।
সেই পোষ্টেরই কিছু চুম্বক অংশ কোট করছি। এটাই আমার উত্তর।
''মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনেকেই জানেননা এমনটা মনে করেন। ইতিহাস একটাই হয়। বিজয়ীরা তাকে একভাবে লেখেন, বিজিতরা লেখেন অন্যভাবে। কিন্তু বুদ্ধিমান মানুষের কাছে ইতিহাস অনেক ঘটনা , ঘটনার পেছনের ঘটনা , ঘটনার সময়কাল , ঘটনার বিশ্লেষণ, ইতিহাসে সম্পৃক্ত মানুষদের মনন - চেতনা নিয়ে ধরা দেবে । তখন বুদ্ধিমান মানুষই ইতিহাসের সত্যাসত্য নির্ণয়ে সক্ষম হবেন ।
.
.
.
.........তাহলে দেখবেন মুক্তিযুদ্ধের সত্য একটাই ''শোষন থেকে মুক্তির প্রেরণা'' , ''সব বাঙ্গালীর এক হয়ে যাওয়া'' । তার জন্য নেতার অবদানই একমাত্র অবদান নয়, অবদান সত্তর-একাত্তরের ৯৮% জনমানুষের। নেতা কখনই ''জনগণ''কে তৈরি করে না বরং জনগণই ''নেতা''কে তৈরী করে। নেতা তার কাজটি করেছেন জনগণকে একটা লক্ষ্যে একত্রিত করে, লক্ষ্যের বাকী সব কাজটুকু করেছেন দলমত নির্বিশেষে এই জনগণই।''
যে কথা বলতে চাইনি .....................
নটে গাছটি মুড়লো
আমার বকবক ফুরলো।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় জেসন ভাইয়া,
দেরি করে উত্তর করলুম। তবে সত্যি বলতে কি আমার তখন( পোস্টের পরপর) আর উত্তর করার ইচ্ছেই ছিলো না। (এর জন্য অবশ্যই সরি)
তবে আজ তোমার উপন্যাসসম মন্তব্যের একটা চিরকুট টাইপ উত্তর কিন্তু করে দিয়েছি!!!!
২৮| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২
সুমন কর বলেছেন: আহ.......প্রতিটি সুন্দর। দারুণ আয়োজন। তবে, কবিতাগুলো যেন বিশেষ হয়েছে মনিরা'পু আবৃত্তির জন্য। আপু, খুব সুন্দর লাগল।
* দুঃখিত (বিলি ভাই, চুপ থাকেন) !!
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু সুমনদা।
শুভকামনা!
২৯| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সংকলন। বিলি ভাই ধন্যবাদ জানবেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ মেয়াবাই ।
ভালোথাকুন।
৩০| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনিরাপু'কে ধন্যবাদ।
তিনি না বলেও অনেক কিছুই বলতে পারেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন:
৩১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৮
ধ্রুবক আলো বলেছেন: ব্লগে ট্যাগ অপশন থাকলে ভালো হতো। তাহলে এই কবিতার খাতা আমার ব্লগ বাড়িতে এসে পরতো
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে একমত মেয়াবাই!
৩২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
সৈয়দ তাজুল বলেছেন:
এই খাতার পাতায় পাতায়
পেলাম স্বাধীনতার স্বাদ
স্বাধীনতার স্বাদ না কো ভাউ
পেলাম কিছু কালজয়ী কবিতার স্বাদ।
ভালো লাগলো আপনার কবিতার খাতা।
ভালো থাকুন নিরন্তর; এটাই কামনা।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু ভাই!
আপনিও ভালো থাকুন সতত।
৩৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬
সোহানী বলেছেন: ও মাই গড বিলু, করছোটা কি!!!!!!! ব্লগের এ মহারত্নকে নিয়েতো তুমি বিশাল আয়োজন করেছো। স্বাধীনতা দিবসে এ আয়োজন অসাধারন বললে ও ভুল হবে... কি বিষয়, কি প্রকাশ ভঙ্গী বা কি আবৃতি। প্রিয়তে তো নিলাম কারন আবারো মনোযোগ দিয়ে পড়তে হবে।
কবিকূলদের সীমাহীন ভালোবাসা আর তোমাকে শুধু ধন্যবাদ দিলে তোমার প্রাপ্যতা পূর্ণ হবে না।
আরইউ ভাইজান এর জন্য উত্তর লিটনদা দিয়েছেন সাথে জীএস ভাইয়ার ও একটা লিখা অলরেডি পোস্টেড। সো ডোন্ট ওরি। কেউ কিছু বলে গেলেই সব কিছু পাল্টে যায় না, সব কিছু মিথ্যে হয়ে যায় না............
আর সব শেষে কি করি কে বলি, কুল ম্যান, রেগে গেলেন তো হেরে গেলেন। অপাত্রে তোমার মেধার অপচয় করার কোন মানে হয় না। বি বি কুল মাইরি......... আমরা সব বুঝি
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: বেশ দেরি করে উত্তর করলুম আপি।
সরি।
৩৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৬
নীলপরি বলেছেন: প্রত্যেকের কবিতাই ভালো লাগলো ।
সবাইকে শুভকামনা ।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার জন্যও শুভকামনা আপি!
৩৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
প্রথমেই আজ স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি জাতির পিতা শেখ মুজিবর রহমানকে, স্মরণ করছি একাত্তরের রণাঙ্গনে শহিদ প্রতিটি বাংগালি প্রাণকে, কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই প্রতিটি বীর সেনানীকে যারা অকুতোভয় প্রাণে দেশের জন্যে জীবন বাজি রেখেছিলেন।
এই উপমহাদেশের প্রতিটি দেশে স্বাধীনতার বহুবছর পেরিয়ে আমরা আজ এমন এমন একটি অবস্থায় এসে পৌঁছেছি যেখানে স্বাধীন হয়েও আমরা স্বাধীন নই। অন্যে সংস্কৃতি চর্চা এখন ফ্যাশন। আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে বুকের জ্বালা বাড়িয়েছি। অথচ এমনটি কেউই চাইনি। স্বাধীনতারর প্রকৃত স্বাদ তাই বাংলার প্রতিটি প্রান্তরে ছড়িয়ে পড়ুক। আমাদের সংস্কৃতি হোক আমাদের মনের ক্ষুধা!
আজ মনিরা আপুকে জানাই স্যালুট! উনার আবৃত্তিতে হৃদয়ের অর্গল বেজেছে আজ বহুদিন পর! প্রিয় বিলি ভাই, এমন একটি আয়োজনের কর্ণধার হিসাবে আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন! সকল ব্লগার, কবিদের প্রতি রইল অশেষ ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ কবি।
আর এই আয়োজনে অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা!
৩৬| ২৭ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১৪
নাগরিক কবি বলেছেন: প্রিয়তে...
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু, শুভেচ্ছা!
৩৭| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৭
তারেক ফাহিম বলেছেন: সরসারি প্রিয়তে গেল।
সবগুলো কবিহায় সুন্দর
কবিদের জন্য শুভেচ্ছা।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা মেয়াবাই!
৩৮| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৩
শামছুল ইসলাম বলেছেন: তবে, কিন্তু, যদি - কথার সাথে যোগ করে যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়, আমি তাদের এড়িয়ে চলতে চাই ।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ মেয়াবােই!
৩৯| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২
কামরুননাহার কলি বলেছেন: সব কবিদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা কলি!
ভালো থাকুন!
৪০| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯
আরইউ বলেছেন: বিলিয়ার, আপনি কি জবাবে সন্তুষ্ট! যদি হয়ে থাকেন কিছু বলার নেই।
@কি করি আজ ভেবে না পাই:
প্লিজ কিপ ইট বিটুইন ইউ অ্যান্ড আই। আমি আপত্তিকর কিছু বলে থাকলে আপনাকে বলেছি; সরাসরি আমাকে সম্বোধন করে কথা বলুন। এর ভেতরে আমার বা আপনার পরিবারকে টানা অনুচিত হবে।
@গিয়াস উদ্দিন লিটন:
দুঃখিত, ছদ্মবেশেই থাকতে হচ্ছে। আপনার আপলোড করা নিউজ পেপার কাটিং দিয়ে কী বোঝাতে চেয়েছেন? বঙবন্ধু স্বাধীনতা চাননি? ঝেড়ে কাশুন।
@সোহানী:
আমি খুবই আনন্দিত হবো যদি আপনি এর মাঝে এসে না পরেন, প্লিজ। ধন্যবাদ!
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: নো কমেন্ট মেয়াবাই!
৪১| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সবার জন্য শুভ কামনা।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার জন্যও শুভকামনা মেয়াবাই!
৪২| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আমার একটি কবিতা দিলাম । কবিতার নাম ইলোরা । আমাদের ইলোরা আপু বাপেক্সের ডিজিএম। তিনি জন্মেছেন মহান একাত্তরে। তার বাবা শহীদ Abdul Muktadir sir শহীদ হন ২৬ মার্চ। তাকে নিয়ে এই কবিতা। উৎসর্গ ইলোরা আপু।
ইলোরা
স্বাধীনতার নেশা লেগেছে যার চোখে
সে কি আর তখন থেকেছে ঘরে বসে?
আশু স্বাধীনতার ডাকে, বাংলার বীর জনতা যারা
পাগলপারা—দেশের তরে নিজের প্রাণ করিতে বিসর্জন,
ইলোরার জনক অকুতভয় সেনা ,
ঢাকাবিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক, তাদেরই একজন।
কালোরাত্রিতে পাকহানাদার যখন হিংস্র হায়েনা
ইলোরা তখন মায়ের উদরে বিলোয় স্বপ্নিল জোছনা,
ইলোরার বাবা শহীদ হয়েছিলেন স্বাধীনতার এই দিনে
ভীষণ বিয়োগ ব্যথা তখন তাঁর অসহায় জননীর প্রাণে
রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল সব খানে ইলোরার মা তখন
কঠিনতরো জীবন সংগ্রামে, মনে ব্যথা দেহে ব্যথা, তার
ব্যথার শেষ নাই, কেবল ইলোরা আর স্বাধীনতার সূর্যটা
গর্ভধারিনী মায়ের বুকে আশার আলো বিলিয়ে যায় ,
মহান একাত্তরের অক্টোবরে,
ইলোরার জন্ম হলো সোনার বাংলাদেশে ।
আজ ইলোরা বড় হয়েছে ইলোরাদের বড়ো হতে হয়
কারণ ইলোরাদের জন্ম ইতিহাসের মহেন্দ্র এক সময় ।
ইলোরা বড় হয়েছে চাঁদের মতন রূপে ইলোরা আজি বিজয়ীর বেশে
পুলিন্দা বাহিয়া বাংলার উন্মুক্ত প্রান্তরে, লাল-সবুজ পতাকা—
পত পত করে পতাকা উড়ে আজি ষড় ঋতুর প্রতিটি পরিক্রমায়
এমনি করে প্রজন্ম একাত্তর স্বাধীনতার স্মরণিকা সোনার বাংলায় ।
স্বাধীনতার নেশা লেগেছে যার চোখে
সে কি আর তখন থেকেছে ঘরে বসে?
আশু স্বাধীনতার ডাকে, বাংলার বীর জনতা যারা
পাগলপারা—দেশের তরে নিজের প্রাণ করিতে বিসর্জন,
ইলোরার জনক অকুতভয় সেনা ,
ঢাকাবিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক, তাদেরই একজন।
কালোরাত্রিতে পাকহানাদার যখন হিংস্র হায়েনা
ইলোরা তখন মায়ের উদরে বিলোয় স্বপ্নিল জোছনা,
ইলোরার বাবা শহীদ হয়েছিলেন স্বাধীনতার এই দিনে
ভীষণ বিয়োগ ব্যথা তখন তাঁর অসহায় জননীর প্রাণে
রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল সব খানে ইলোরার মা তখন
কঠিনতরো জীবন সংগ্রামে, মনে ব্যথা দেহে ব্যথা, তার
ব্যথার শেষ নাই, কেবল ইলোরা আর স্বাধীনতার সূর্যটা
গর্ভধারিনী মায়ের বুকে আশার আলো বিলিয়ে যায় ,
মহান একাত্তরের অক্টোবরে,
ইলোরার জন্ম হলো সোনার বাংলাদেশে ।
আজ ইলোরা বড় হয়েছে ইলোরাদের বড়ো হতে হয়
কারণ ইলোরাদের জন্ম ইতিহাসের মহেন্দ্র এক সময় ।
ইলোরা বড় হয়েছে চাঁদের মতন রূপে ইলোরা আজি বিজয়ীর বেশে
পুলিন্দা বাহিয়া বাংলার উন্মুক্ত প্রান্তরে, লাল-সবুজ পতাকা—
পত পত করে পতাকা উড়ে আজি ষড় ঋতুর প্রতিটি পরিক্রমায়
এমনি করে প্রজন্ম একাত্তর স্বাধীনতার স্মরণিকা সোনার বাংলায় ।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৪
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে যোগ করে দিয়েছি কবি।
৪৩| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর আয়োজন । আবৃত্তি পোস্টকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে। স্বাধীনতাকে বিভিন্ন কবি বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন যা সবকিছুকে কাভার করে।
আমার মনে হয় সংকলক হিসেবে আপনার কবিতাটি সবার শেষে দিলে ভাল দেখাতো । তবে সবকিছুই আপনার একান্ত ইচ্ছে ।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৫
বিলিয়ার রহমান বলেছেন: আমারটা সবার শেষেই দিয়ে দিয়েছি মেয়াবাই!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৪| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই প্রথমেই এত সুন্দর একটি আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ।
প্রতিটি কবিতাই অসাধারন!
প্রিয়তে রাখলাম মাঝে মাঝে আবার পড়ব।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ মেয়াবাই!
শুভকামনা।
৪৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
করুণাধারা বলেছেন: অনবদ্য!
এই বিশাল সংকলনের কাজটি করতে গিয়ে নিশ্চয়ই অনেক সময়ব্যয়এবং পরিশ্রম হয়েছে। বলতেই হবে, পরিশ্রম সার্থক হয়েছে ।সকল কবি এবং আবৃত্তিকারকে অজস্র ধন্যবাদ, ধন্যবাদ সংকলককে!
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও অজস্র ধন্যবাদ।
ভালোথাকুন সতত।
৪৬| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সোহানী বলেছেন: আরইউ বলেছেন: @সোহানী:
আমি খুবই আনন্দিত হবো যদি আপনি এর মাঝে এসে না পরেন, প্লিজ। ধন্যবাদ!
আরইউ ভাই, এটা স্বাধীন প্লাটফর্ম। আমি কি বলবো বা কোথায় আসবো সেটা নিশ্চয় আমার ভাবনা। আর সেটাতে আপনি আনন্দিত হতে ও পারেন আবার না ও পারেন। তবে পাবলিকিলি কিছু বললে বা পোস্ট করলে সেটাতে ইন্টাফেয়ার খুব স্বাভাবিক, তাই না। আমিতো আপনার ব্যাক্তিগত বিষয়ে ইন্টাফেয়ার করছি না, তাই নয় কি?
৪৭| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
উম্মে সায়মা বলেছেন: বিলি ভাই অসাধারণ একটা সংকলন করেছেন! আগে এসে পোস্ট দেখে গিয়েছিলাম কিন্তু লগিন করে যে অনুভুতি জানাবো সে সুযোগ হয়ে ওঠেনি।
প্রত্যেকের কবিতা চমৎকার হয়েছে। আর মনিরা আপুর আবৃতি শুনে আমি মুগ্ধ। কবিতাগুলোকে যেন জীবন দিয়েছেন।
অনেক অনেক ভালোলাগা সবগুলো কবিতায়। ++++++++
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যেও ভালোলাগা আপি!
৪৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪
সোহানী বলেছেন: বিলি, ছোটবেলায় যখন টিভি দেখতে বসতাম তখন আমরা দুই গ্রুপ ছিলাম। এক গ্রুপে আমরা সব মেয়েরা অন্য গ্রুপে ছেলেরা। মেয়ে সংখ্যা আমরা বেশীই ছিলাম কিন্তু ছেলে পক্ষ শুধু আমার ভাই সাথে ছোট চাচা ও মেঝ মামা। তারা চাইতো খেলা দেখতে আমরা চাইতাম নাটক দেখতে। যেহেতু একটাই টিভি তাই চলতো যুদ্ধ। আমরা সংখ্যায় বেশী বলে ওরা ঝগড়ায় পারতো না তাই টিভি প্রায় আমাদের দখলে থাকতো। এবং আম্মুর নির্দেশ টিভি নিয়ে কোন কমপ্লেইন আম্মুর আদালতে উঠানো যাবে না, নতুবা টিভি সে দিনের জন্য বন্ধ হয়ে যাবে। কিছুদিন পর দেখলাম ছেলে পক্ষ নতুন স্ট্রাটেজি নিয়েছে। তারা বিভিন্নভাবে আমাদের উত্তক্ত করা শুরু করলো এবং আমরা প্রায় রাগ করে চলে যেতাম ও ওরা টিভির দখল পেতো।..............
তাহলে কি দাঁড়াইলো বিলি হিসাব করো!!! রাগ করে চলে যেয়ে কার লাভ হলো? টিভির দখলটা কে পেলো?.....
ফিরে আসো বিলি, অনেক অসাধারন ব্লগারদের আমরা হারিয়েছি শুধু এ কারনে। সবাই সবার আঙ্গিকেই কথা বলবে, মত প্রকাশ করবে। সেটা কখনো ভালো লাগবে কখনো নয়। কিন্তু ময়দান ছেড়ে চলে যাওয়া কোন বুদ্ধিমানের কাজ নয়। তুমি যেমন আমাদের মিস করবে তেমনি আমরা ও তোমাকে মিস করবো। এ ভার্চুয়াল জগৎ এ মান অভিমানের কোন মূল্য নেই বিলি......... অনুরোধ ফিরে আসো বিলি...........................।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: ফিরে আসলাম আপি।
৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই মাত্র আরইউ ভাইয়ের সেই পোষ্ট দেখতে গিয়ে আপনার অভিমান দেখে বড়ই ভারাক্রান্ত মনে সোজা আপনার নিকে একটা কথা জানাইতে চাইলে আইলাম 'আপনার নতুন কোন পোষ্ট না পাইলে নাঈম জাহাঙ্গীর নয়ন'ও আপনার মতো কিছুবছর পাসওয়ার্ড ফ্রিজে রাখবো'।
শুভকামনা জানবেন সবসময়,
সামু পরিবার সুখশান্তি আমোদপ্রমোদে থাকুক সবসময়।
ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে গেলাম।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: ধুর মেয়াবাই........!
৫০| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, থাকতে পারিনা, আজ লগইন হয়েই গেলাম। কিছুই ভালো লাগে না সময় পেলে ব্লগে না ঢুকে। তাছাড়া, বেনামে ব্লগে ঘুরতে কেমন যেন অপরাধী মনে হয় আমার।।
আপনিও ফিরে আসুন ভাই। কারো উপর অভিমান করে আমাদের সবাইকে আপনার থেকে দূরে রাখার কোন যৌক্তিকতা দেখিনা।
আমার মতো অনেকেই আপনার দরশন পেয়ে খুশি হওয়ার কাঙ্ক্ষিত।
ফিরে আসুন ভাই, ফিরে আসুন ব্লগে।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৬
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
শুভ ব্লগিং মেয়াবাই!
৫১| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২০
বিলিয়ার রহমান বলেছেন: সরি মেয়াবাই, যথাসময়ে মন্তব্যটি খেয়াল করিনি।
ভালো আছি।
নতুন পোস্ট হয়তো দিয়ে দেব কোন একদিন।
আপনার খবর কি??
৫২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
রাকু হাসান বলেছেন: এই পোস্ট আমি আগে কেন দেখলাম না । এত সুন্দর সংগ্রহ । আর সেই সাথে আবৃত্তিও
কবিতা আবৃত্তি সবচেয়ে ভালো লেগেছে বিলিয়ার রহমান ও ভ্রমরের ডানার কবিতা । সবগুলো কবিতাই অসাধারণ । সোজা প্রিয়তে । কৃতজ্ঞতা
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২২
বিলিয়ার রহমান বলেছেন: পরে হলেও তো দেখেছেন।
কবিতা আবৃত্তির প্রশংসার জন্য থ্যাংকু।
ভালোথাকুন।
শুভকামনা।
৫৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯
মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই ব্লগে ফিরে আসায় অনেক খুশি হয়েছি ।এবার নতুন পোষ্ট দিন।
যদি আমারদের ছেড়ে অভিমানে চলে যান তবে ভাবব আমরা অনেক খারাপ
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: ফিরে আসতে পেরে আমিও খুশি মেয়াবাই!
“যদি আমারদের ছেড়ে অভিমানে চলে যান তবে ভাবব আমরা অনেক খারাপ”
ইতা কিতা কইলেন মেয়াবাই!!
আপনেরা বহুত ভালা লোক, আইতো এইলাই আম্মেগো বহুত পেয়ার করি!
৫৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
নতুন নকিব বলেছেন:
বিলি ভাই, কোথায় ছিলেন এত দিন? এখন কেমন আছেন? হারিয়ে যাবেন না তো আবারও?
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: অফলাইনে ছিলাম
ভালাই তো আছি!
ভবিষ্যৎ কি করে বর্তমানে বলে দেবে মেয়াবাই!
৫৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
কালীদাস বলেছেন: কেমন আছেন বিলিয়ার? এত ইরেগুলার যে ইদানিং? সব ভাল?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: ভালো আছি ভাইয়া।
ক্যারিয়ার নিয়ে একটু খেটেছিলাম তাই ব্লগে তেমন একটা সময় দেয়া হয়নি।
আশা করছি আপনি বেশ ভালোই আছেন।
৫৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: খুব সুন্দর লাগল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই।
ভালো থাকুন।
৫৭| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩
বিজন রয় বলেছেন: কি খবর আপনার!!??
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭
আরইউ বলেছেন: "সেই কালো রাত" শিরোণামের লেখাটার প্রতিবাদ জানাচ্ছি। কবিতাটা নিরীহ গোছের হলেও এটার একটা লুকোনো এজেন্ডা আছে; বিষয়টা চোখে পরে। প্রয়াত রষ্ট্রপতি মেজর জিয়া স্বাধীনতার ঘোষক না উনি বঙবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই বিতর্কে যাচ্ছিনা। ৭ মার্চ এর ভাষণে বাংলাদেশের মানুষের জন্য দিক নির্দেশনা ছিল উদ্ভুত পরিস্থিতিতে কী করতে হবে; জাতি উৎকন্ঠায় ছিল কিন্তু নেতৃত্বহীন ছিলনা।