নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

অ্যা গাইড টু বি আলোচিত সামুরাইন; রাস্তা নম্বর দুই!!:):)

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯



ডিসক্লেইমার: ইহা একটা ফুল/সেমি/সিকি/আধাসিকি রম্য পোস্ট!! কোন শ্রেণি, সম্প্রদায় কিংবা কোন গোষ্ঠিকে ছোট বা খাটো কিংবা লম্বা করার জন্য এই পোস্ট নহে!!

ব্লগে আলেচিত হতে কার না ভালো লাগে! ব্লগার সন্টু ভুপেন, মন্টু গোপেন কিংবা ব্লগার টম কুপেনের মতো ব্লগ কাঁপানো পারফর্ম করার স্বপ্ন কে না দেখেন???
ব্লগার হরিদাস, শ্যামা দাস যেমন এমন স্বপ্ন দেখেন তেমনি ব্লগার বিলি, মিলিরাও এই স্বপ্ন দেখেন!! কিন্তু এক নম্বর পথে আইমিন ঠিক পথে এই স্বপ্ন বাস্তবায়ন করা যে অনেক কঠিন তা আমার মতো আকাইম্মা ব্লগার মাত্রেই বুঝে গেছেন!! তবে কি আমাদের কোন চান্সই নাই!!!

আরে আছে আছে ! তবে ওই উপায়টার নাম রাস্তা নম্বর দুই!! এতোক্ষণ পড়ার পরে যারা আগ্রহ পেয়েছেন তারা এইবার আগায়া বহেন। আর আহেন রাস্তা নম্বর দুইতে কতক্ষণ সময় কাটাই!!


সেকশন ওয়ান:- সর্বাধিক পঠিত আলোচিত সামুরিয়ান


আলোচিত হওয়ার লাই এইডাই সব থেইক্কা সুজা পথ মেয়াবাই!! কিচ্চু লেহন লাগত না, মাগার খালি লেইক্কা থোন দেখেন ভায়ারা দেখেন কত বড় আশপাশ আরো আছে তেইশটা!! এইবার পোস্ট মাইরা খালি কন্ট্রোল + ‘আর’ গুতাইতে থাকেন!! দেখবেন ১৭ মিনিটে আর পোস্ট রিডিং ১৭’শ ।

আলোচিততে এররাম পুস্ট কিন্তুক প্রায় দিনই আহে!!!;)

সেকশন টু: সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পুষ্ট!!

এই কামডা আরো সহজ মেয়াবাই!আফনে হয়তো ভাবছেন আমি ল্যাদাইতেছি আরে নাহ!! আমি পুরাই ঠিক আছি!! ১০০-১৫০ কমেন্ট পাওয়া কুনো ব্যাপারই না আফনি যদি আমার আইডিয়া ফলো করেন মেয়াবাই!!

মূল কথায় যাওনের আগে আমি ওউগ্গা উদাহরন দিতেছি!! ধরেন আই লিখলাম......।

ব্লগার মনটার দিলটা ভালা
সন্টার ভালা মন
রন্টা , গন্টা তনটারাও ভালা
আমার আপন জন.......বিস্তারিত পড়ুন

এই পোস্টটাতেই দেখেন কতক্ষণ পরে কি হয়!!

১।মন্টা বলেছেন: বাহ বিলি ভাই বাহ কি সুন্দর ছড়া লেখেন আফনি!! দিলডা ভরে গেলো!!

২।সন্টা বলেছেন: দারুন…………..পিলাচ………রকজ…..খেকজ……..
৩।মনটা বলেছেন: আপনার ছড়ায় আমার নামটা দেখে ভালোলাগলো, উৎসাহ পেলাম। আর আপনার লেখনির হাত ভালো চালিয়ে যান।
……………………………. বুঝলেনতো ব্যাপারডা! যাগো নাম লইবেন তারা আফনেরে ইন্টারেস্ট সহ রিটার্ন দিবে আর কি!!;)

তো সর্বাধিক কমেন্ট পেতে হলে আপনাকে কি কিরতে হবে। কিচ্ছু না কেবল ব্লগারগো নাম নিয়া নতুন ব্লগ হিসেবে লেইখ্খা ফালান কোবতে, ছড়া, গপ্পো, বাক্যসংকোচন কিংবা অন্য কিছু! এই বার পোস্টিং মারেন এন্ড হাতিয়ে নেন ১০০ কমেন্ট!!:)

সেকশন ০৩: নির্বাচিত পোস্ট

সামুর এই যায়গাটা অনেকের কাছেই একটা ধাঁ ধা! যদিও কারো কারো কাছে এটা ঘড়বাড়ি। এখানে মডারেশনের হাত আছে তবু আমি এখানকার ২ নম্বর রাস্তাটা আইমিন সহজ রাস্তাটা ঠিকি খুঁজে বের করেছি! এর জন্য আপনাকে তেমন কিছ্ছু করতে হবে না কেবল কামেরাটা হাতে নিয়ে খোলা আকাশ আর সবুজ মাঠ কিংবা ভরা নদীর ছবি তোলা ছাড়া!! এই সাথে দশ পনেরোটা ছবি তুলে প্রথম পাতার অর্ধেকটা জায়গা নিজের নামে লিজ নিয়ে নিন। তো কয়েক ঘ্নটার মধ্যেই আপনাকে নির্বাচিতর লিজ দিয়ে দেয়া হবে হয়তো!!:)


সেকশন নম্বর ফোর: সর্বাধিক লাইক প্রাপ্ত পোস্ট

ব্লগের এই অপশনটা আমার কাছে এখনো একটা ধাঁ ধাঁর নাম মেয়াবাই!! সামুর ব্লগাররা ভালো লাগছে কওনের পরও যখন লাইক গুতায় না তখন ৩০-৪০ খান লাইক পেতে চাইলে ব্লগারদের দাড়ে দাড়ে হকারি করা ছাড়া উপায় দেখছি না!!

সামুতে লাইকের যে বড়ই দাম! আপনি নিয়মটা না জানলেও, কারো পোস্ট ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহ দিতে যে টাকা খরচ করতে হয়, সেটি অন্যান্য ব্লগাররা ঠিকি জানেন। ব্লগারদের এ খরচার ভয় কাটানোর জন্য আপনি একটা প্যাকেজ অফার চালু করতে পারেন। এই যেমন ধরুন! এক লাইক ১০০ টাকা, ৩ লাইক ৫০০, ৭ লাইক ১০০০০ আবার একশ লাইক দিলে আপনি দিয়ে দিতে পারেন ঢাকা টু পাতায়ার তিন রাত তিন দিনের টুরের অফার!! এতে কাজ না হয়ে কি উপায় আছে!! ;)

আর আপনার ভাবনায় যদি চার পাঁচ লাইকের চিন্তা থাকে তাহলে হয়তো তেমন সমস্যা নেই!! নিজের নামে পাঁচ সাতটি মাল্টি খুলে নিজেই দিয়ে দিন নিজেকে কতগুলো অনুপ্রেরণা দায়ক লাইক!! এতে অবশ্য নিয়মিত ব্লগারদের হাতে কট হওয়ার রিস্ক থেকেই যাচ্ছে!!

টিউটোরিয়াল তো অনেক দিলাম!! এইবার বরং আপনার ফি পরিশোধের পালা!! বোঝেন নাই ব্যাপারটা!!;)



মন্তব্য ১০৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৮

মোস্তফা সোহেল বলেছেন: অনুগল্প ভাল লেগেছে বিলি ভাই!!! :P

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: অনুগল্প!!!

এইডা আবার কেঠায় মেয়াবাই???

২| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২২

মোস্তফা সোহেল বলেছেন: আপনি গেয়ানী লুক আবার এত বুঝাইতে হয়?

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: ওহ!!!

না বুঝেও বোঝার ভান করার ইমো হপে! ;)

৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মেয়াবাই আন্নে দেখি বিলিভাই হইয়া গেলেন।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: আফনের এতে সন্দেহ আছিলো বুঝি????

৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৭

আবু তালেব শেখ বলেছেন: অদ্ভুত চিন্তাভাবনা

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: তাই বুঝি!!

আচ্ছা আপনি কি এই রম্যের ভেতরে লুকিয়ে থাকা ডিনামাইটের গন্ধ শুকেছেন??

নাকি কেবল সারফেস দেখেই মন্তব্য করেছেন??

৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

তারেক_মাহমুদ বলেছেন: অদভোদ ভাবনা।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য ৪ এর প্রতি উত্তরটা পড়েন মেয়াবাই!!

৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: রম্য ভালাই হইছে।

তবে দুই নাম্বর ভালা।

দুঃখে আবার ব্লগ কেউ দিবেনা তো তালা।

যদি মারে তালা বাড়বে দিলে জ্বালা।

কোথায় কেবা আছে লাইক, কমেন্ট ফালা।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: রম্য ভালো হইছে!!

ওহ!!

এইবার বলেন এক লাইকের বিনিময়ে কি চান??

৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩২

মনিরা সুলতানা বলেছেন: ফি পরিশোধ করে গেলাম :P

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কবিপি! :)

৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

কামরুননাহার কলি বলেছেন: সেকশন নাম্বার ফোরঃ বিলি ভাইয়া এইডা আমনে কিতা কইলেন। আমি এইডার চেহেরা দেখে আকাশ থাইকা মাটিতে না পানিতে পরলাম বুজবার পারলাম না।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: ওটাতো ঠিকি ছিলো!!

পরমান চান!!

এই যে দেখেন আপনি কমেন্ট করলেন অথচ লাইক দিলেন নাহ!!

৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

শামছুল ইসলাম বলেছেন: হা..হা... ফি দিতে পারুম না । পকেট খালি । একটা লাইক দিয়া গেলাম ।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: সাবাশ মেয়াবাই!! বুক মেলানোর ইমো হবে! ;)

আফনেও আমার মতন গরিব তবে ভিখারি নন! ;)

১০| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

আবু তালেব শেখ বলেছেন: আপনিতো মেয়াবাই আক্রমনাত্বক মনোভাবের লোক। কুউউউল বাবু কুল

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

বিলিয়ার রহমান বলেছেন: ওমন লম্বা লম্বা শিং দেখানোর পরও কুল হইতে কন মেয়াবাই!!


ওকে কুল( বড়ই না) হইলাম!

আমরা আমরাইতো নাকি?;)

১১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: দায়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও :P

পরে মাইয়া দিকে কেন মিটমিয়া চাও
......... :-B



চরম বিনুদুন খাইলাম মেয়াবাই =p~

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আফনেও চরম বিনুদন দিলেন!!

অচাম এককান গিত গাইছেন মেয়াবাই! :)


শুভকামনা! :)

১২| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়লাম মেয়াবাই। এভাবে হাটে হাঁড়ি ভেঙ্গে দিলে খেলমু না। :)

সর্বাধিক পঠিত'র ব্যাপারে আপত্তি করে আমিও একসময় লিখেছিলাম। কর্তৃপক্ষ মনে হয় এ ব্যাপারটা খেয়াল করেনি। সর্বাধিক পঠিতকে আলোচিত পোস্টের তালিকায় না রাখার ব্যাপারে আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

নির্বাচিত পোস্টের ব্যাপারটা আমারও মাথায় ঢুকছে না। অসংখ্য টাইপো আর ভুল বানানে লেখা পোস্টও দিব্যি নির্বাচিত পোস্টের শোভাবর্ধনের কাজ করে যাচ্ছে। নির্বাচিত পোস্টের লেখা পড়তে গিয়ে বারবার হোঁচট খাওয়া আর পড়ার আগ্রহ উবে যাওয়ার জন্য কে দায়ী থাকবে? ক্যামেরা হাতে নিয়ে খোলা আকাশ, সবুজ মাঠ, ভরা নদীর পাশে ঘোরাঘুরির ব্যাপারটা না হয় না-ই বললাম। :)

বাকীগুলোর ব্যাপারে আপনার বক্তব্যকেই শিরোধার্য করে নিলাম। :P

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: এটাই সে সুপ্ত বক্তব্য যা বলতে চেয়েও থেমেগেছি শেষমেশ!! :)


সুন্দর কমেন্টের জন্য থ্যাংকু মেয়াবাই!


শুভকামনা! :)

১৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

ক্লে ডল বলেছেন: =p~ =p~ =p~
লাইক দিয়েছি। মন্তব্যও করলাম। ফি কি পরিশোধ হয়েছে? :)

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: গরিবের হক পরিশোধ করে সোয়াবের কাজ করেছেন আপি!! :)

১৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

ওমেরা বলেছেন: ফি,র সাথে লাইক ফ্রী দিলাম ।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: আমিও একটা প্রতি উত্তর ফ্রি দিলাম আপি! :)

১৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এখনও ২১শে ফেব্রুয়ারি (যদিও লেখা আছে ''ফেব্রুয়ারী'';) লেখা ব্যানারটা সগর্বে নিজের অস্তিত্ব ঘোষণা করছে। এটার জন্য কী বলবেন মেয়াবাই? :P

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: আমিই নিজেই বানানে ল্যাদা আছি মেয়াবাই, প্রায় সমই ভাল লিখতে গিয়ে বা.. লিখে ফেলি!!


আগে বানানের শিশু থেকে একটু কিশোর হয়ে নেই না তারপর দেখেন সবগুলাইনরে কেমতে..........! ;)

১৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

কামরুননাহার কলি বলেছেন: দিয়া দিলাম এইবার আপনার লাইক।
এই বার মোরে ৫০০ টাকা দেন।

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

বিলিয়ার রহমান বলেছেন: ৫০০ টাকা দিলাম!

১৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৮

কামরুননাহার কলি বলেছেন: আমি ৫০০ টাকা দিয়া চকোলেট খাবো হুম।

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০১

বিলিয়ার রহমান বলেছেন: চকলেট ভালা জিনিস যদিও নিন্দুকেরা এটা না খেতেই কুপরামর্শ দিয়ে থাকেন! :)

১৮| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মিয়া ভাই আপনার বুদ্ধির তুলনা হয়না। আপনে মাথায় এত্তোসব আসে কী করে? যাই হোক মিঞা ভাই এমন যদি হবে তাইলে আমি কেনো লাইক দেইনা এই পোস্টে এই ধরুন লাইক। এই লাইকের জন্য কতো পেতে পারি?

ভালো আছি। আপনি ভালো থাকুন সবসময়।

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫

বিলিয়ার রহমান বলেছেন: ♥♥♥

উপরে লাইকের ফি দিয়েছি মেয়াবাই! ;)


আফনেও ভালো থাকেন!

শুভকামনা! :)

১৯| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: লাইক দিয়ে ফি দিয়ে গেলাম।

ভালো সিস্টেম বলে দিয়েছেন, সময়ে কাজে লাগানো যাবে।

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: শাবাশ মেয়াভাই/আপি! :)


শুভকামনা!:)

২০| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার রাস্তাও আছে কিন্তু ভাইয়া। ওগুলো বলবেন না?

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: আগে তো রাস্তা নম্বর দুই- এ মাস্টারি এর পর না হয় তিন চার নিয়ে ভাবা যাবে!! :)

২১| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: সেকশন নাম্বার চার
তার ঘটনা পড়তে গিয়ে
হাসতে হাসতে জীবন হলো পার!!! :P

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আমি ভালা মানুষ!

এরলাইতো মাইনষের কষ্টের জীবন পার কইরবার এই ব্যাবস্থা কইরছি আপুনি! :)

২২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আরেকটি ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে সেটি হলো জনপ্রিয় নামে সিকুয়াল বের করা যেমন শায়মা ২, অপ্সরা ২, জুন ২, গিয়াস লিটন ৪ নামে ব্লগ চালানো অথবা বিলিয়ার ৮৪০ । অবশ্য মূল নিক মামলা করলে সমস্যা। আবার সেজাল ব্লগার হলে পিঠে কিল পরার চান্স। !:#P #:-S

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: প্রস্তাবডা মন্দনা মেয়াবাই!!

তয় বিলি ডাবল ৪২০ হইবে ক্যালা!!

ভেজাল ভেজাল! সব জায়গাতেই......

২৩| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: বড় ভাই মন্তব্যটা একটু ঘুরিয়ে করলাম- ''মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয়, সেই নৈতিকতার মধ্যে মহত্ব কোথায়?''


কি বুঝলেন?

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: কাউকে ভয় না করে খারাপ কাজ করার থেকে কারো ভয়ে ভালো কাজ করাটা উত্তম!

তবে সবথেকে উত্তম হল কাউকে না ভয় করেই ভালো কাজ করা! :)

২৪| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কিছু বলার নাই ।রম্য রমনীদের রম্য কথন চলুক,
লোক যে যাহা! বলুক। :P

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: কিচ্চু কওনের নাই
কতা বর্তারে মুই খুব ডরাই! :)


জয়বাংলা!;)

২৫| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা আজকের বাংলাদেশে সবচেয়ে মানসম্পন্ন জেনারেশন; কেহ কোনভাবে অসততা করে নিজকে যেন ছোট না করেন।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: এমনটাই হওয়া উচিৎ!

২৬| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: হাহাহাহা........পরিশোধ করিলাম, কিয়ে মানে লাইক দিলুম..........

এসব তড়িকা শীতের পাখির মতো ব্লগারের জন্য প্রযোজ্য...........

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আপনি খেয়াল করলে কিছু শীতের পাখি অবশ্যই ব্লগে পাবেন সুমনদা!!

২৭| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মেয়াবাই আন্নে ত সফল। আমি কিন্তু বহুত বড় এক্কান কিপ্টে।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: কিপ্টামি ভালা জিনিসনা মেয়াবাই!


এর লাই লোকে পেছন পেছন গালি মারে! :)

২৮| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হইছে :P

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: উপন্যাস সরি মন্তব্য ভালা হইছে!! ;)

২৯| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেকশন ৩, মেজাজ বিগড়ে যেত একসময়...

সামুতে একসময় কবিতা লিখে ভাল রেস্পন্স পাইছি। এখন সেইটা নিয়ে ভাবি না। তাছাড়া ব্লগে টাইম দেওয়া লাগে, ব্লগারদের সাথে সম্পর্ক বিল্ডাপ করার একটা ব্যাপার থাকে। প্রথমটায় আমি অলস, দ্বিতীয়টায় এই গুণ আমার নাই, ছিল হয়ত, এখন নাই।

আর হ্যাঁ, বুক রিভিউটা ভাল ছিল।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: সব কিছুর মোহই একটা সময় কেটে যায়!

এর জন্য সম্ভবত বিরক্তি রোগটা দায়ি! আপনি হয়তো বিরক্তির রোগে আক্রান্ত হয়ে পড়েছেন! আমি আমার মধ্যে এই রোগের কিছু প্রাথমিক লক্ষণ আবিস্কার করেছি ইদানিং!!

বাই দ্য ওয়ে কমেন্টের জন্য থ্যাংকু শুভ্রদা! :)

৩০| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৪

সৈয়দ ইসলাম বলেছেন:
তয় আই বুইজ্ঝালছি, আপনে মিয়া ভাই তন পীসসাব হইতে ছাইন, এতা হতে দিতেননো!



আন্নে জানেন না যে, আন্নার ব্লগ আলোচিত হইচ্ছে! শিন্নি মাংগেন! =p~

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: পীরসাবগো দেখলে ডর লাগে মেয়াবাই!

সো নির্ভয়ে থাকেন! যাহা আমি ডরাই উহা আমি হইতাম নাহ! :)

আর আলোচিত সমালোচিততে কিই বা আসে যায় মেয়াবাই! :)

৩১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এতো কিছু চিন্তা করলে পোষ্ট দাতা আর পোষ্ট দিতে পারবেন। সবচেয়ে ভালো টেক্নিক হলো অন্যের পোষ্ট পড়ে মন্তব্য করা। এতে পারস্পরিক বোঝাপড়া সৃষ্টি হয়।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আরে ঐটা তো সহি তরিকা!

আম্রাতো ভেজাল তরিকা নিয়া আলোচনা করতেছি মেয়াবাই! :)

৩২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: কিছ্ছু বলার নেই।সোনা এহনি ফইল্যা গেছে ।আমার নাম্বার ৩২। অনুভবে রম্য। চমৎকৃত হলাম।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যটিও চমৎকৃত করে দেয়া মেয়াবাই! :)


শুভকামনা! :)

৩৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২২

শামচুল হক বলেছেন: প্রশ্নপত্র ফাঁসের মত সব ফাঁস করে দিলেন -- - -

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: কামডা মুনে অয় ঠিক হয়নাই মেয়াবাই! ;)

৩৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪০

সোহানী বলেছেন: দাড়ান দাড়ান আগে + দিয়া লই একবারে বিনে পয়সায়। তারপর হেসে নেই............ প্রতিটা অবজারবেশান এ ডাবল +। তবে শুধু ফুল ফল লতা পাতার ছবি ছাড়াও শুধু নিজের দুইখান ছবি সাথে দুইখান দেশি হোটেলের নাম দিয়াও বিশেষ পাতায়.......... হাহাহাহাহা। থাক বেশী বুঝা ভালো না.........

বিলি তার নিজস্ব স্টাইলে হাজির যথারীতি.......ওওও কি যেন কন্ট্রোল +.. ;)

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

বিলিয়ার রহমান বলেছেন: পরথমে মন্তব্যে সুপার ডুপার ব্লকবাস্টার লাইক! :)


এইবার কুশংবাদ!! বিলি তার নিজস্ব স্টাইলে গায়েব হবেন শীঘ্রই! :(

ভালো থাকুন আপি!

শুভকামনা! :)

৩৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটি ভুল পাওয়া গেছে
দুঃখিত, টেকনিক্যাল সমস্যার কারনে অনুগ্রহ করে আবার লগ আউট করে লগ ইন করুন। এরপরও যদি আপনি পোস্ট করতে না পারেন, তাহলে আপনার পোস্টের কন্টেন্ট ও শিরোনাম আমাদেরকে মেইল করে পাঠিয়ে দিন। ;)
ইদানিং ঢুকলেই মাথা গরম হইয়া যায়। টুকিটাকি ভাবে ব্লগে দেড়বচর খম সময়তো আর দেই নাই তবু মাগার কেন যে
আজো বল্গার হইতে পারলাম না তবুও সেই যে বছর চারেক আগে থেইককা শুরু করছিলাম আইজও আচি। :)

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আরো চেষ্টা চালাইয়া যান মামু! :)


একদিন নিশ্চয়ই কামিয়াব হবেন! :)


জয়বাংলা! ;)

৩৬| ০৬ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগে কও তুমি কুন মাযহাবের?

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭

বিলিয়ার রহমান বলেছেন: হানাফি, শাফি, হাম্বলি..... টিক দিয়ালন মেয়াবাই!;)

৩৭| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬

মলাসইলমুইনা বলেছেন: লেখাতো আলোচিতো পাতায় চলিয়াই গ্যাছে অখনো কি আর লাইক দিতে হইবে ?

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮

বিলিয়ার রহমান বলেছেন: খামোশ! :(

হইবোনা মানে! ;)

৩৮| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: শেষের অংশটুকু থেকে একটা কথা বলার ইচ্ছা জাগলো, যে পোজন্ম কিন্তু এখন লাইক পাগলা হয়ে গেছে। ফেসবুক দেখলেই টা বুঝা যায়। কয়দিন পর হয়তো দেখা যেতে পারে এই লাইকের দেয়া না দেয়া মিয়ে খুনাখুনি হতে পারে। বাংলাদেশ সব সম্ভবের দেশ।

রম্য খুব মজা পেলাম!

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১১

বিলিয়ার রহমান বলেছেন: একমত হইতে পারতুম যদি দেখতুম দেশি ঘোড়ায় ডিম পারে!!


এখনো যেহেতু ঐটুকুন বাকি আছে তাই বাংলাদেশকে এখনি সবসম্ভবের দেশ বলা যাচ্ছে না! :)

৩৯| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: শেষের অংশটুকু থেকে একটা কথা বলার ইচ্ছা জাগলো, যে পোজন্ম কিন্তু এখন লাইক পাগলা হয়ে গেছে। ফেসবুক দেখলেই তা বুঝা যায়। কয়দিন পর হয়তো দেখা যেতে পারে এই লাইকের দেয়া না দেয়া মিয়ে খুনাখুনি হতে পারে। বাংলাদেশ সব সম্ভবের দেশ।

রম্য খুব মজা পেলাম! পোষ্টে লাইক দিয়ে ফি পরিশোধ করা হলো ;)

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ফি পরিশোধের লাই থ্যাংকু মেয়াবাই! :)

৪০| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

নীলপরি বলেছেন: লেখা তো ভালো লাগলো। কিন্তু লেখক নিজেই তাঁর বলা একটা উপায়ও অবলম্বন না করে পরিশ্রম করে গবেষণামূলক পোষ্ট দিয়েছেন।:(
তাই পোষ্টে +++++
শুভকামনা :)

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৬

বিলিয়ার রহমান বলেছেন: প্লাসের লাই থ্যাংকু পরিপি! :)


শুভকামনা! :)

৪১| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

তারেক ফাহিম বলেছেন: লাইক দিয়ে ফি পরিশোধ করলাম :)

মিয়া ভাই অাপনি কী আপনার গভেষনা কাজে লাগালেন?

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭

বিলিয়ার রহমান বলেছেন: আফনের কি সন্দেহ আছে মেয়াবাই! ;)


বাই দ্য ওয়ে ফি দেওনের লাই থ্যাংকস! ;)

৪২| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ওকে। তাহলে বিলিয়ার ১০৫। ;) এবার হলো।
৪২০ এর অর্ধেক ভালো। তার অর্ধেক বেশি ভালো। বেশি বেশি ভালো কিন্তু ভালো না। তাই ১০৫ এবার খুশি। =p~
আপনি দারুন ব্লগার কোন সন্দেহ নেই। আর এটা অজনপ্রিয় রা ব‍্যবহার করবে জনপ্রিয়তা লাভ করার জন্য। যেমন কলিমদ্দিন নামের কেউ শায়মা ২ নিকে লিখবে। আপনার হিসেবে তো শায়মা ২ মানে ২ নম্বর। তাহলে আমি ডেড। মাথায় পড়বে ঢিল । আর লিটন ভাই ৪ নম্বর। বেচারা কষ্ট পাবে তেমন কিছু ই আমি করবনা।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

বিলিয়ার রহমান বলেছেন: আফনেই তো কইলেন বেশি ভালা ভালা না!! তো ১০৫ কম হইলো ক্যামতে?? এইডাও তো বেশি! এরচে' আপনি বিলিয়ার১ মানে একনম্বর এরকম কিছু একটা বলতে পারতেন!


কলিমুদ্দিন দফাদার নামের এক ব্লগার ব্লগে আছে মেয়াবাই! লোকটা বেশ ভালা, আম্রে খাতির করে খুব! :)


শায়মাপি বা লিটন মেয়াবাই দের ২-৪ বলার/ ভাবার খেমতা আমার নাই মেয়াবাই! :)

সরস কমেন্টের জন্য থ্যাংকু! :)

৪৩| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি তোমার দেয়া ৪মাযহাবের কথা কৈছিগো

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ও তাই!!

আমিও ওটাই ভাবছিলাম মেয়াবাই! ;)

৪৪| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বেয়াদপ কাক বলেছেন: হা হা হা। দারুন লেগেছে পড়ে। একেবারে আমার জন্য প্রযোজ্য বলে মনে হচ্ছে।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: খবরদার এই পথে পা বাড়ায়েননা মেয়াবাই! ;)


;)

৪৫| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৩

উম্মে সায়মা বলেছেন: লাইক দিয়েছি। ১০০টাকা দেন B-)

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২২

বিলিয়ার রহমান বলেছেন: পেপ্যাল একাউন্টা দেন!

পাঠায়ে দিতেছি! :)

৪৬| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মাশাল্লা, কি নিদারুণ সব সু-পরামর্শ পাইলাম।

ভালা লাগা লিখে লাইক দেয়াটা অন্যায় ব্লগে, (আমি না অনেকেই মনে করেন হয়তো)
দুনিয়াতে গরীবেরই যতো জ্বালা!!

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ভালা লাগা লিখে লাইক দেয়াটা অন্যায় ব্লগে, (আমি না অনেকেই মনে করেন হয়তো)
দুনিয়াতে গরীবেরই যতো জ্বালা!!



:P

ইতা কিতা কইলেন মেয়াবাই!

বরং ভালালাগা লিখে লাইক না দেয়াটাইতো পাপ সরি মহাপাপ! :)

৪৭| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৭

জাহিদ অনিক বলেছেন:


আমি স্টুডেন্ট ! আমি হাস ফিশ দিলে হবে না ?????????????

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: এইটা মতিঝিল টু বাড্ডার গাড়ি মেয়াবাই!:)


এই খানে কুনো হাপপাশ নাই! ;)

৪৮| ১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩৬

বিদেশে কামলা খাটি বলেছেন: চলুক।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: হু!! ;)

৪৯| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৩

নিয়াজ সুমন বলেছেন: আ্পনি পারেন বটে।
এত চমৎকার বুদ্ধির জন্য সামু পরিবারের সব সদস্যদের উচিত আপনাকে দাওয়াত খাওয়ানে।

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)


কমেন্টের জন্য থ্যাংকু মেয়াবাই! :)

৫০| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

বর্ষন হোমস বলেছেন: সব সেকশনের সাথেই সহমত।তবে সেকশন ৩ একেবারে মনের কথা।অনেক আগে থেকেই বিষয়টা খেয়াল করেছি।মডারেটর দের এই বিষয়ে সচেতন হওয়া দরকার।খালি ছবি পোষ্টাইলেই নির্বাচিত।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০০

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)


মন্তব্যের জন্য ধন্যবাদ মেয়াবাই! :)

৫১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনলি সেকশন নাম্বার টু ইজ রিয়াল ;)

অনেক ভালো লাগলো লেখাটা।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো মেয়াবাই! :)

শুভকামনা! :)

৫২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪০

বলেছেন: এত এত ভেজাল পথ দেখানোর লাইগা আননারে এম পি করন লাগবেই।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

বিলিয়ার রহমান বলেছেন: “এম পি”

এইটাতো এখন বড়ই সস্তা জিনিস মেয়াবাই। কে অইবো আর কে অইবো তাহা আগেই প্রেডিক্ট করা যায়!!! :)

কিছু একটা করবেনই যখন তাইল এর থেইক্কা আরো দামি কিছু করে দেন! ;)

৫৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

হাবিব বলেছেন: হাছা কইছুন, আফনের লেখা পইড়া পইড়াই তাইলে ব্লগের অনেকেই এই আকাম করে........ কি সাজ্ঞাতিক!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা! :)


সরস মন্তব্যের জন্য থ্যাংকু মেয়াবাই।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.