নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[লক্ষ্যকরুণ: আমার নাম ছাড়া এই কবিতা পোস্ট করতেই পারেন। তবে আমি কিন্তু ঠিকি আপনাকে খুজে নেব মেয়াবাই!]
স্বাধীনতা,
এমন তোমার দীনতা,
দেখতে হবে,
এ ভাবনা ভেবেছিলো কে কবে?
অধিকার, প্রাপ্তি আর বলার দাবি,
চেয়েছিনু আমরা যা সবি;
ওরা বলেছিলো ওসব দেবনা;
আমারাও বলেছি এ দাবি ছাড়বো না।
সাজোয়া এলো
গুলি হলো!
চারিপাশ ছেয়েগেল মৃত্যুর ঢলে
স্বাধীনতা, তোমার স্বপ্ন তবু, দেখেছিনু কোন এককালে।
এর পর যখন তুমি,
ফের এলে আমাদের এ বঙ্গভূমি;
ভেবেছিনু সব দাবি, তবে এবার মিটে যাবে।
কই, এখনোতো তুমি কেবল কারো কারো তবে!
তুমি আমারই সজাতির, হয় তোমার পক্ষের নয় বিপক্ষের;
কিন্তু নও কৃষক মজুর, শ্রমিকের!
তুমি সিংহ কিংবা বাঘের,
কিন্তু নও শালিকের!
তোমার দাবি করে করে ওরা,
আমাদের দিচ্ছে প্রত্যাখ্যানের ছোরা
তার থেকে না হয় আমরাই করি~
প্রত্যাখ্যান তোমায়, দেই দাবি ছাড়ি!
কবিতা: তোমাকে প্রত্যাখ্যান হে স্বাধীনতা
বিলিয়ার রহমান রিয়াজ
ঢাকা,
২২ ফেব্রুয়ারি ২০১৮ ইং
ছবি: পিন্টারেস্ট ডট কম থেকে নেয়া।
২| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৩
মুচি বলেছেন: লক্ষ্য করুন...... ভালো ছিল।
কবিতাটা অসম্ভব রকমের ভালো।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৫
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে একটা প্লাস(লাইক) দিতেই পারতেন মেয়াবাই!
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩১
বিলিয়ার রহমান বলেছেন: আপনিতো দেখছি বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছেন!!
৩| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ সকালটা কবিতায় স্লান দিয়ে শুরু করলাম।
শুভ গুড মনিং
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩০
বিলিয়ার রহমান বলেছেন: হু শুভ মরনিং মেয়াবাই!!
৪| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩২
শায়মা বলেছেন: স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়!
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: কেউ না!!!
তবে অনেকেই বেঁচে আছে আপি! যেমন- হরিণ, শালিক, সাধারন আদমি.........!!!
৫| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!
৬| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭
শায়মা বলেছেন: তবে বিদ্রোহ উঠুক তাহাদের মাঝে
গর্জে উঠুক স্বাধীনতার শ্লোগান!
এমনিতে কি আর কিছু অর্জন করা যায়!
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: নেক্সট কবিতায় এমন কিছু বলতে চাইবো আপুনি!!
আবার আসায় থ্যাংকু!
শুভকামনা!
৭| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫১
কানিজ রিনা বলেছেন: অসাধারন বার বার এমন কবিতা আশা
দরকার। আন্তরিক ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: আমিতো এমন কবিতা বারবারই লিখছি আপি!!!
৮| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:২৬
শাহ আজিজ বলেছেন: সরাসরি প্রত্যখ্যান , তাও ভাল । বাঙ্গালীদের জীবনভর সংগ্রাম করে যেতে হবে । আর কত ? মনমানসিকতা বদলে যাচ্ছে দ্রুত । ভাল লাগল । +++
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:২৯
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলুম!!
তবে প্লাসের কথা বলেও প্লাস আইমিন লাইক না দিয়ে কিন্তুক ঠকিয়ে গেলেন মেয়াবাই!!!
শুভকামনা সতত!
৯| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমরা(সাধারণ জনতা) স্বাধীনতার সনদ পেলে কিন্তু স্বাধীনতা পাইনি। স্বাধীনতা পেয়ে একটা নির্দিষ্ট শ্রেণী। এই স্বাধীনতাকে পপ্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।
ভালো লিখেছেন।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫
বিলিয়ার রহমান বলেছেন: যাদের বল আছে, ধন আছে স্বাধীনতাটা কেবল তাদের!!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
ভালোথাকুন!
১০| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:২২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সুমনদা!
শুভকামনা!
১১| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে বুঝিয়ে সুজিয়ে মনের অপ্রত্যাশিত ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন কবিতায়।
স্বাধীনতার আর কি দোষ বলেন, দোষী তো আমার সমাজব্যবস্থা, পরিচারক শাসক নেতৃত্ব দেন যারা।
অনেক অনেক ভালো লাগা জানবেন।
প্রথম মন্তব্যে ভালো লাগা জানবেন।
সত্যের দলে যে থাকতেই হবে ভাই! সত্যই হয়ে উঠুক কলমের একমাত্র ধারা।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক বলেছেন!
মন্তব্যে অনেক ভালোলাগা!
শুভকামনা সতত!
১২| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪
ধ্রুবক আলো বলেছেন: স্বাধীনতার স্বপ্ন এখন আর দেখি না!
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০
বিলিয়ার রহমান বলেছেন: আপনি তাহলে নিশ্চিত শালিক জাতীয় কিছু একটা হবেন মেয়াবাই!
১৩| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বাধীনতা শালিকের ডানার নীচে আড়াল শাদারঙ পালক। ওড়ার সকাশে চোখে বিঁধে যায়।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২
বিলিয়ার রহমান বলেছেন: বেশ কাব্যিক ছিল মন্তব্যটা!
তবে আমি ওভাবে ভাবিনি শুভ্রদা!
শুভকামনা!
১৪| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
রাজাদের থেকে আমাদের মুক্ত করেছিল বৃটিশ, সেটাই ছিল মুল স্বাধীনতা, রাজতন্ত্র থেকে স্বাধীনতা; আমরা আটকা পড়লাম কলোনিয়েল শাসনে, এবার কলোনিয়েল থেকে মুক্ত হলাম; বন্দী হলাম পাকিস্তান সরকারের অর্থনৈতিক পরাধীনতায়, সেটা থেকে বের হয়ে পড়লাম বাংগালীদের অর্থনৈতিক পরাধীনতায়; আদমজী নেই, আছে বসুন্ধরা, দাউদ নেই, আছে ওরিয়ন, দাদা নেই, আছে আলম ব্রাদার্স, আইয়ুব নেই, আছে শেখ হাসিনা, ইয়াহিয়া নেই, আছে বেগম জিয়া
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: স্বাধীনতার অধীনতা!!
ছিলো, আছে.....!!!
আপনার মন্তব্য যেন এটাই বলতে চাইল!!!
১৫| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে জেনে খুশি হলাম মেয়াবাই!
শুভকামনা!
১৬| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
মনিরা সুলতানা বলেছেন: স্বাধীনতা কে অতটা দীনতা কারা দিল !!!
কাদের স্বেচ্ছাচারিতায় আজ শালিকের ডানায় ধুসরতা ছায় !!!
সেই ভাবনার চৌকাঠে ও আজ খিল পরেছে।
০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক বলেছেন কবি!
শুভকামনা সতত!
১৭| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সৈয়দ ইসলাম বলেছেন:
কবি বিলিয়ার রহমান,
গাই তোমক্র জয়গান।
কবিতা ভাল হয়েছে। চমৎকার শুভকামনা থাকলো।
০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে জেনে খুশি হলুম!
শুভকামনা!
১৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাচ্ছে "সকলই গরল ভেল"!
০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আসলেই!!
আশার পারদ একেবারেই তলানিতে!!!!!
১৯| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় ! নিজের নামে চালাইতে পারলাম না !
০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০০
বিলিয়ার রহমান বলেছেন: মজা নিলেন মেয়াবাই!!!
ভালা, মজায় ভাইটামিন আছে!
২০| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:২৯
নীলপরি বলেছেন: বিশ্লেষণ তো অনেকেই করেছেন । আমি শুধু বললাম খুব ভালো ।++++++
আমি আপনার প্রথম মন্তব্যের সাথে একমত হতে পারলাম না ।
কারণ , খুব কম কবিই থাকেন , যাঁরা নির্দল ।এখন বেশীরভাগ যেদিকে পাল্লা ভারী সেদিকে যান ।
আর , কপির ব্যপারে শুধু মেয়াবাইদের সতর্ক করেছেন । তারমানে মেয়েরা নিতে পারেন ?
শুভকামনা ।
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০০
বিলিয়ার রহমান বলেছেন: প্রথম মন্তব্যটা আমার বিশ্বাস থেকেই করেছি আপি! তবে জানেনইতো বিশ্বাসের আয়না ভেঙে খান খান তয়ে রক্তের স্রোত বইয়ে দিতে পারে হৃদয়ে!
তবু আমরা প্রায় সবাই বিশ্বাসী এবং সে বিশ্বাস ভালোকে বিশ্বাস!
নোটিশটা নিয়ে আপনারর অন্য রকম মজাটা সে রকম হলো!
শুভকামনা!
২১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বাধীন তার সু-ফ-ল বাঙ্গালি গাড়ে তুলতে পারেনি, কোমড়ে তুলেছে।
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৮
বিলিয়ার রহমান বলেছেন: সবাই না পারলেও কেউ কেউ পেরেছে! তবে এর জন্য অপরের মাথায় কাঠাল ভাঙতে হয়েছে!!
২২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কে বলে নেই সত্যের দল !
এই যে একজন লিখেছেন। শতজন পছন্দ করছেন। সকলেইতো সত্যের দল!
সত্য কার বিপক্ষে গেল তা দেখতে গেলেতো সত্য তার সত্যতা হারিয়ে ফেলবে!
সাদাকে সাদা কালকে কাল বলার সত্যতাতো কবি ধারন করতেই পারে, নির্ভয়ে
হ্যাটস অফ ব্রো!
মুগ্ধ ভাললাগা। আরো অনেক মুক্তিযুদ্ধ বাকী পড়ে আছে! আত্মার মুক্তি, সত্যের মুক্তি,
চক্রের মুক্তি! আজনম আমরা মুক্তিযোদ্ধা-নিয়ত লড়ছি প্রতি পলে জীবন সংগ্রামে
++++
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:২৩
বিলিয়ার রহমান বলেছেন: সত্যের দলটা ভারি ছিলো এবং আছে! এই টুকুন মেনে নিলাম!
তবে এই দলের সবাই আলাদা আলাদা ইনডিভিজুয়াল! ইনডিভিজুয়ালদের কি সামগ্রিক অর্থে দল বলা চলে ভৃগুদা??
আপনার মন্তব্যের শেষের প্যারার সাথে ইচ্ছে থাকলেও দ্বিমত দেখাতে পারলাম না!
আপনি ঠিকি বলেছেন মুক্তিযুদ্ধ চলবে আর আমরা প্রত্যেকে একএকজন মুক্তিযোদ্ধা! এখনো যে অনেক রাত!
হাটস অব আর ট্রেটা প্লাস অনুপ্রেরনা হয়ে রইবে প্রিয় অগ্রজ!
শুভকামনা সতত!
২৩| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:১৮
ধ্রুবক আলো বলেছেন: জি মেয়াভাই। আমার একটা শালিকের জীবন চাই!
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮
বিলিয়ার রহমান বলেছেন:
ঔদাসীন্য সেই, যেন কারো দায়িত্ব নেই
২৬ লক্ষ বেকার আর চৌদ্দ কোটি খুধার্ত পেটের!!
স্বাধীনতা চেয়ে দেখে এ জীবন বাঘ সিংহের নয়
হয়ে গেছে এখন কেবল শালিকের!!
কামিং সুন!! (২৬/৩/১৮)
২৪| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩৬
সোহানী বলেছেন: মেয়াভাই, স্বাধীনতা কি আদৈা আছে যে প্রত্যাখ্যান করবেন!!!
যাহোক, কবিতায় কিন্তু শামসুর রাহমান ভাব আছে।
এ ধরনের কবিতা সবসময়ই টানে...............+++++++
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: স্বাধীনতা, একাত্তরে,
মার্চের কোন এক ভোরে
খোকন সোনার মতো
তোমার জন্মটাও ছিলো মাতৃগর্ভে রেখে ক্ষত! ( বিস্তারিত...২৬/৩/১৮ -এ বলবো)
আশা করছি এই জন্মকে অস্বীকার করবেন না!
শামসুর রহমানের ভাব আছে কিনা জানিনা তবে আমি সব সময় বিলিয়ার রহমানের মতো করে লিখতে চাই আরকি
প্লাসে অনুপ্রানিত হলুম! শুভকামনা!
২৫| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভালো লাগার কারণে লাইক দিয়ে গেলাম সাথে এত্তোটি প্লাস ++++++
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: লাইক আর প্লাস দিয়ে মান বাচালেন মেয়াবাই!!
কবিতার এখন যে অবস্থা!! চুরি করে ফেবুতে পোস্টানো ছারা অন্যকাজে মানুষ একে ব্যবহার করতে চান না!! কবিতা দিয়ে এখন কেউ চুলো বাধে না ভাতো রাধেনা!
২৬| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:০৫
জাহিদ অনিক বলেছেন:
বাপ রে ! কবিতাকে প্রত্যাখ্যান করার স্বাধীনতা !!!!!!!!!!!!
বেশ বেশ
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৫২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কবি!
শুভকামনা সতত!
২৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
ফাটিয়ে দিয়েছেন বিলি! শুভেচ্ছা!
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: এটা কিন্তু সে লেটেন্ট ডিজাস্টার নয় মেয়াবাই!
এখানে আভাস দিলামাত্র! আশা করছি প্রবল ঝরটা একসাথে শুরু করতে পারবো কবি!
ঠিক বলেছি তো??
২৮| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:১৩
নরাধম বলেছেন: নিজের পোস্ট নিজে নিজে পড়তে দারুণ মজা!!
তাই না মেয়াবাই????
০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: কপি ফুল হোক কিংবা পাতা হোক দেখলেই আমার বদহজম হয় মেয়াবাই! গেলাতো দুরের কথা!!!
আপনাকে কেন ও কথাটা বলেছি তা কি আপনি অনুধাবন করতে পেরেছেন??
বাই দ্য ওয়ে আপনার লেখার কনটেন্ট এর সাথে আমার কোন দ্বিমত নেই!
শুভকামনা!
আল্লাহ আমাদের সবাইকে হেদায়া দান করুন! আমিন!
২৯| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯
বালু চর বলেছেন: ভালো কবিতা...
০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!
শুভকামনা!
৩০| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮
মলাসইলমুইনা বলেছেন: Easy come, easy go | মাত্র নয় মাসে পেয়ে যাওয়া স্বাধীনতার গুরুত্বটাই মনে হয় বুঝিনি আমরা | দেশের স্বার্থে নয় নিজেদের ক্ষমতার স্বার্থেই ব্যবহার করতে চেয়েছি রক্ত ভেজা স্বাধীনতাটা | তাতে কখন যে সেটা হারিয়েও ফেলেছি আবার সেটাই মনে হয় আর বুঝতে পারছি না | এখন প্রিয় ব্লগার সোহানিই ঠিক বলেছেন সোহানী বলেছেন: মেয়াভাই, স্বাধীনতা কি আদৈা আছে যে প্রত্যাখ্যান করবেন!!! কবিতায় ভালোলাগা, বিলিয়ার ভাই |
০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
বিলিয়ার রহমান বলেছেন: আমাদের স্বাধীনতার জন্মটা একেবারেই সহজ ছিলো না মেয়াবাই! তবে আমরা স্বাধীনতাকে সম্পত্তি বানিয়ে একে তুচ্ছ বানিয়েছি দ্রুতই! যদিও এমনটি হওয়ার কথা ছিলো না!
সোহানি আপির পয়েন্টের উত্তর ওখানেই দিয়েছি!
কবিতা ভালোলেগেছে জেনে খুশি হলাম ব্রো!!
৩১| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
শিখা রহমান বলেছেন: কবিতা আর কবির ভাবনা ভালো লেগেছে। শুভকামনা।
০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম!
শুভকামনা সতত!
৩২| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্বাধীনতাকে প্রত্যাখ্যান করে কি পরাধীন হতে চান মেয়াবাই?
স্বাধীনতার অর্থ একেকজনের কাছে একেকরকম। আপনার ওপেনিয়ন জেনে ভাল লাগল। দারুণ লিখেছেন মেয়াবাই!
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: যে স্বাধীনতা কেবল বাঘের কিংবা সিংহের!! সে স্বাধীনতা দিয়ে কি হবে!!!
কবিতা ভালোলেগেছে জেনে খুশি হলাম মেয়াবাই!
শুভকামনা!
৩৩| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮
ওমেরা বলেছেন: নেই মামার চেয়ে কানা মামা !! যেটুকু আছে সেটুকুর মূলযায়ন করেন,বাকীটুকুর জন্য চেষ্টা করেন হয়ে যাবে ! ইনশা আল্লাহ!
তবে কবিতা আপনি ভাল লিখেন এটাও ভাল হয়েছে ধন্যবাদ ।
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:০৪
বিলিয়ার রহমান বলেছেন: বলুন বেকারত্বকে কি স্বাধীনতা বলে?
বলুন প্রশ্ন ফাঁসকে কি স্বাধীনতা বলে?
বলুন ব্যাংকলুটকে কি স্বাধীনতা বলে?
বলুন ক্ষুধাকে কি স্বাধীনতা বলে??
বলুন গুম হওয়াকে কি স্বাধীনতা বলে?
..........................................
..........................................????
৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা বিলি ভাই!
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু মেয়াবাই!!!
শুভকামনা!!
৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
শামছুল ইসলাম বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।
কোন কিছু পেয়ে গেলে, তার আর কদর থাকে না । তাই তাকে প্রত্যাখান করার কথা আসে ।
যে টুকু পাওয়া, তাকে আরো সুসংহত করার চেষ্টা করলে কী ভালো হতো না?
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রত্যাখ্যানটা অভিমানের, পেয়েও না পাওয়ার!!
পরের কবিতায় অন্ন অ্যাংগেল থেকে বলার চেষ্টা করবে!
কবিতা ভালোলেগেছে জেনে খুশি হলাম!
শুভকামনা মেয়াবাই!
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+++
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কবি!!
বাই দ্য ওয়ে এটা কিন্তুক সেইটা না মেয়াবাই!!
৩৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
"স্বাধীনতা" এমন একটা ভাইরাস যাকে কখনই ডিলিট বা প্রত্যাখান করতে পারবেন না । করলেও বারে বারে ঘুরে ঘুরে আপনার প্রানে আসবেই । ভাইরাসের মতোই জীবদেহের বাইরে সে নিঃস্প্রান আবার জীবদেহে সে সতেজ, প্রানময় ।
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: নিঃশন্দেহে এটা সেই মন্তব্য আমি যে মন্তব্যের জন্য অপেক্ষায় ছিলাম!
এটা যদিও আমার কবিতার থিমের বিরোধী তবে একথাও সত্য যে এটি বুজে যাওয়া চোখে আলো ফেরানোর শেষ চেষ্টাও বটে!
থ্যাংকু মেয়াবাই, শুভকামনা!
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৩
বিলিয়ার রহমান বলেছেন:
সত্যের পক্ষের দল ছাড়া কবিদের আর কোন দল নেই, থাকতে পারে না। তবে দুঃখিত আমাদের দেশে সত্যের পক্ষের কোন দল নেই। সো আমারো কোন দল নেই। আশ করছি আমার লেখাটাকে আপাত অরাজনৈতিক ভাবতে এই তথ্যটুকুন আপনাকে সাহায্য করবে।