নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগ বাড়ি, পড়লো এবার ঢোলে বাড়ি, এসো হে নাচনে বুড়ি, নৃত্য করি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

আবার দিলাম ঢোলে বাড়ি
ব্লগ বাড়ি
এসো চলে ও হে নাচনে বুড়ি
নৃত্য করি।


সামহোয়ারইন ….ব্লগ ইদানিং খুব একটা কাঁপছে না। আড্ডা তর্ক, কুতর্ক তেমন জমছে না বেশ কিছুদিন। হয়তো ব্লগের নাচনেওয়ালার ঝিমুচ্ছেন কিংবা ঘুমোচ্ছেন। সামুর একজন আধো নব্য আধো পুরান নাচিয়ে হিসেবে আজ আমিই তাই ঢোল নিয়ে নামলাম । পিটিয়ে দেখি কজনের ঘুম ভাঙে আইমিন আওয়াজ দেন!

তো ঢোল থেকে প্রথমেই বের করছি একটা জোক, এটা মেয়াবাইদের জন্য__
“শুনুন মেয়াবাই, আপনাকে যদি একজন মহিলা ভালোবাসে তবে সে হলো কিন্তুক আপনার মা
আর আপনাকে যদি ভালোবাসে তিনজন তবে তারা অবশ্যই আপনার মেয়ে, কিন্তু আপনাকে যদি ভালোবাসে ১০০ জন তবে আপনি হলেন পুরুষ আর হাজার জন ভালোবাসলে আপনি হলেন স্টার! লক্ষ জনে বাসলে আপনি মেগাস্টার। তবে আপনাকে যদি ভালোবাসে সকল মহিলা তবে আপনি কেবল নিছক এক টুকরো স্বর্ণ।” 

আমি আবার সাম্যে বিশ্বাসী তাই আপুনিদেরো বাদ দেই কিভাবে। এবারেরটা তাই আপুনিদের জন্য__
“তো আপুনিরা,আপনাকে যদি একজন পুরুষ ভালোবাসে তবে সে হলো আপনার স্বামী,
আপনাকে যদি ভালোবাসে তিনজন তবে তারা আপনার পুত্র! কিন্তু আপনাকে যদি ভালোবাসে ১০০ জন তবে আপনি অবশ্যই রূপবতী আর হাজার জন ভালোবাসলে আপনি হলেন স্টার!! লক্ষ জনে বাসলে আপনি মেগাস্টার। আর আপনাকে যদি ভালোবাসে সকল পুরুষ তবে আপনি টাকা ছাড়া অন্য কিছুই নন।” :)

যারা চাঁদগাজী মেয়াবাইর মতো গুরু গম্ভীর তারা জোকস ফোকসে তেমন আগ্রহী নন। তো তাদের জন্য একটা পাজল__

ধরুন দশজনের একটা দুর্ধর্ষ ঢাকাত দল রয়েছে। যারা প্রত্যেকে সমান লোভি, বুদ্ধিমান, শক্তিশালী, যুক্তিবাদী এবং নিষ্ঠুর। তবে তাদের মধ্যে এক থেকে দশ পর্‌যন্ত র‌্যাংকিং রয়েছে। এক হলেন চিপ কমান্ডার। লুটের পন্য ভাগের সময় চিফ কমান্ডার প্রথম প্রস্তাব রাখবেন, উনি যদি ৫০% সমর্থন পান তবে সবাইকে ওনার প্রস্তাব মেনে নিতে হবে ৫০% সমর্থন না পেলে ওনাকে গুলি করে মেরে ফেলা হবে । উনি মরে গেলে দুই হবে চিফ কমান্ডার তার জন্যও নিয়মটা একই থাকবে। এভাবে তিন চার… ক্ষেত্রেও নিয়মটা একই। এখন আপনি যদি চিফ কমান্ডার হন এবং আপনার দল যদি ১০০ টা স্বর্ণ মুদ্রা লুট করে তবে আপনি স্বর্ণগুলো এমন ভাবে ভাগ করে দেখান যাতে আপনি ৫০ ভাগ সমর্থন এবং সর্বোচ্চ স্বর্ন মুদ্রা দুটোই পাচ্ছেন।

পাজল শেষ হলো। এবার আসুন গল্প বলা যাক। এখনকার পাঠকরা বড় গল্প খুব একটা পছন্দ করেননা। তারা বিন্দুর মধ্যে সিন্ধু চান। সো আমি বিন্দুর মধ্যেই সিন্ধু দিলাম বাকিটা আপনারা কল্পনা করে নেন এবং হাসুন।
প্রথম গল্পটা তিন শব্দের এবং এটি একটি বাংলাদেশী গল্প
তো গল্প শুরু
“ হুসেইন মুহম্মদ ইরশাদ”
গল্প শেষ।। :):):)

এবারেরটা আমেরিকান এবং মাত্র একশব্দের—
“ট্রাম্প!!”:):):)

গল্পতো হলো এবার কবিতা চেখে দেখা যাখ। নইলে কবিরা আবার ধর্মঘট ফট করে ফেলতে পারেন। সো এবার কবিতা__


কবিতার মূল্য
এখন
দুই
পয়সার
চেয়েও কম।;)

এতক্ষণ আপনারা একটা আধুনিক কবিতা পড়লেন। ;)

অনেক হলো এবার দায়স্বীকারের পালা: পোস্টের শিরোনাম ও ছড়াটা প্রথম আলোর একটা পোস্টের অনুপ্রেরণায় লেখা। ছবিটা নিয়েছি গুগল থেকে, পাজলটা বলেছিলেন এক বড় ভাই! আর এই পোস্ট নিছক কালীদাস ভাইয়ার একটা মন্তব্যের কারনে করা।

অনেক ঢোল বাজালাম। এবার দেখি কোন কোন সামু বুড়ি নেচে ওঠেন!! :):):)

মন্তব্য ১০২ টি রেটিং +১২/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই ঢোলের বাড়িতে শব্দ হবে না মিয়াভাই সবাই খাইয়া তাল হইয়া ঘুমাইছে। ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!! :)

এই তো একজন ( ১ম) নাচনে বুড়ি পেয়ে গেলাম!! এবার ২য়, ৩য়..... দের পালা!!


সে যাগগে কেমন আছেন আগে সেটা বলেন??

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে মেয়াবাই! কেমন আছেন আপনি? আপনার ব্লগে একটু ঢুঁ মারতে আসলাম। নাচুনে বুড়িদের একটু রগড়ে দেয়ার ব্যবস্থা করার জন্য আপনাকে .....স দিলাম। ;)
পাজলের উত্তর হল চীফ একাই পুরো ১০০টাই নিজের জন্য রাখবে। :`>
উত্তর ঠিক না হলেও আমি নাহিদালয়ে পাশ। :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: আই পুরা সেই আছি!! :)

তয় আফনের উত্তর কিন্তুক হয় নাই!! উহারে উত্তর নাবলিয়া দক্ষিন বলিলে হয়তো জুতসই হতো!

তবে ভরসার কথা হলো নাহিদ কাকু যেহেতু আছেন সো ফেলের কুনো অপশনই নাই!!! :)

এইবার আফনের খবর কইয়া ফালান??

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আলহামদুলিল্লা ভাল আছি,রাখে আল্লা মারে কে ? অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগল ।আশা করি আপনিও সপরিবার ভালো আছেন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: হু মেয়ামামু!! :)

আমার বেটি বউ এবং আমি সবাই ভালো আছি!!

অনেকদিন পরে আপনাদের সাথে আড্ডা দিয়ে আমারো কিন্তুক ভালা লাগতাছে!! ;)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন খবর নাই। সেন্সরশীপ আছে। :`>

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

বিলিয়ার রহমান বলেছেন: হাহাহা!

৫৭ নম্বর ধারা(মুখবন্ধের ধারা)-তো বিলুপ্ত মেয়াবাই!!!;)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ৩২ নম্বরের (ধানমন্ডি না) খবর রাখেন মেয়াবাই? :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: রাখি!!

তবে ওটাকে এড়িয়ে যাওয়ার মুলো ঝুলিয়ে অপনার অবস্থা জানার ষড়যন্ত্র করেছিলাম আরকি!! ;)

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

ওমেরা বলেছেন: অসাম্য কথা বলে আপনি সাম্যবাদী —— ভালতো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: অন্তত লোক দেখানোর জন্য হলেও আমি সাম্যবাদী ওমেরাপু!! :)

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

সিনবাদ জাহাজি বলেছেন: টাকদুম টাকদুম
মিয়াবাই
বাড়ি মারলাম একখান
:D

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: ওফস!!! এতো দেখছি জাহাজি মেয়াবাই!
আফনেতো দেখছি ঢোলেবাড়ি-ফাটাফাটি~নয় আর কাটাকাটি, খেলাটাও শুরু করে দিলেন!!!

তো কেমন আছেন???

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

সিনবাদ জাহাজি বলেছেন: আছি ভাই ভালো আপনাদের দোয়ায়।
আপনার কি খবর?????

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: বেশ! চমেৎকার!! আছি!

আপনি ভালো আছেন জেনে খুশি হলাম!!

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

সৈয়দ ইসলাম বলেছেন:

নতুন আড্ডা জমিয়ে ফেললেন মমে হয়!
আমি ঢোলে আঘাত করলাম না; ফেটে যাবে হয়ত :-B

কেমন আছেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!

যাক ঢোল না ফাঁটিয়ে এ যাত্রায় বাঁচালেন মেয়াবাই!!! :):)


আমি ভালো আছি! আপনি??

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,





আমারও কোনও কাম নাই
তাই ঢোলে একটা বাড়ি দিয়াই যাই ............... ;)

থুড়ি..... আমি কিন্তু নই বুড়ী !!!!!!!
আমি হইলাম মেয়াবাই
কিচু কতা কইয়া যাই ! :(


মেয়াবাইদের পক্ষ্ থাইক্কা কই -
মা'য়ে তো পোলারে ভালোবাসবেই , এডা কোনো ধরার মইদ্যে পড়েনা !!! হে ছাড়া মেয়াবাইগো যদি একজন আপুনি ভালোবাসে তো হেডা হইলো পাশের বাসার কুলসুম । ৩ জনে ভালোবাসতে চাইলে চতুর্ভূজী প্রেমের নায়ক । আর ১০০ জনে ভালোবাসলে হে ই মেয়াবাই হইলো সংসদ সদস্য নাইলে মন্ত্রী... :D

এইবার আপুনিদের পক্ষ থাইক্কা কই -
যে আপুনিগো স্বামী নাই হেগো কি হইবে ? :(( হেগো যদি ১জনে ভালোবাসে তয় বোঝবেন হে পাগলডা পাড়ার মোকলেছ । :P
যদি ৩জনে ভালোবাসে তয় হের একজন পাড়ার মাস্তান, আর একজন পাড়ার এক বিপত্নীক মুরুব্বী আর শেষের ঝিমাইন্নাডা হইলো বাল্যপ্রেমিক ................. #:-S :|

আর কুইজের উত্তর কইতাম না ........................ B-)) :-*
এহোন কন চাইন দেহি - ঢোলে বাড়ি ঠিকমতো হইছে ???????????????????????

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: উফস এত্তো জোড়ে কি কেউ ঢোল পিটায়!!! আর একটুস হইলেইতো বাপ দাদার সম্পত্তি হিসেবে পাওয়া কর্ণ দুইখান নাই হইয়া যাইতো মেয়াবাই!!!

সে যাক!!

ঢোল পেটানোয় আফনের যে পিএইচডি আছে উহা আমরা বুঝে গেছি!! তাই স্নাতকের পারফেক্ট ফোর সনদপত্রও আপনার পারফর্মের কাছে মামলি হয়ে যাবে!!!

এর আসলে রিটার্ন একটাই হতে পারে!!

আর সেটি হলো কেবল দিল খুলে বলা-- লাউ ইউ জী এস মেয়াবাই!!♥

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

সৈয়দ ইসলাম বলেছেন:



আলহামদুলিল্লাহ চমৎকার আছি মেয়াভাই

সকল ব্লগারদের প্রতি নিরন্তর ভালবাসা জানাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

বিলিয়ার রহমান বলেছেন: জেনে ভালো লাগল!!!


সুন্দর থাকুন, ভালো থাকুন মেয়াবাই!!



অনেক অনেক শুভকামনা!:)

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি সফল হলেন বিলি ভাই।

ঢোলে বাড়ি বেশি দেছেনতো এখন আলোচিত পাতায় যাইব আপনার পোস্ট।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!! :)

কেমন আছেন??

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই সাথেই আছি..............
আধুনিক কবিতাটি জব্বর ছিল।যাক কবিতার তবুও তো এক পয়সা দাম আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: ওহ!!! আপনি তাহলে কবিতার বিষয়টা খেয়াল করেছেন মেয়াবাই!!!;)

আর কাছে/পাশে থাকবেন নাই বা কেন!! নিজের মানুষ দুরে থাকলে কি চলে!:)

♥♥

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

শামছুল ইসলাম বলেছেন: ঢোলের বাড়িতে দুপুরের ভাত ঘুমটা ভেঙ্গে গেল ।

আপনি তো দেখছি ভায়া পুরুষ-নারী সব বিষয়ে এক্সপার্ট ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: ঘুমতো ভাঙতেই হবে মেয়াবাই!!

এক শেয়াল যখন..............



আর এক্সপার্ট না হলে কি এই ডিজিটাল যুগে নাহিদ কাকুর সাথে কুলিয়ে উঠতে পারবো?? সো ওতো ধরতব্য মেয়াবাই! :)

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

নূর-ই-হাফসা বলেছেন: বাহ ভালো লিখেছেন । আড্ডা বেশ জমবে মনে হচ্ছে ।
একজন পুরুষ ভালোবাসলে সে বাবাও তো হতে পারে । সকল স্বামী র ভালোবাসা প্রকৃত হয়না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ওই টুকুন লেখকের স্বাধীনতা আপি!! :)

আসর জমুক এটাইতো চাওয়া!


শুভকামনা, ভালো থাকুন! :)

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল আছি। ভাল আছেতো ?

খুব কি ব্যস্ততা যাচ্ছে ? প্রায় দেখা পাইনা আপনার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

বিলিয়ার রহমান বলেছেন: আসলেই খুব ব্যস্ত সময় যাচ্ছে!!

ব্লগে আসা হয় না বললেই চলে!!

যেটুকুন আসি তাও অনেকটা চোরাগোপ্তা ধরনের আরকি!;)

তাই হয়তো দেখা সাক্ষাৎ পাচ্ছেন নাহ!! :)

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: খামোশ!

এদ্দিন ধইরা নিজের খবর নাই! হেঈয়ার কথা ঢাকতেই নি ঢোল পিডানি!!!!
চইলত ন!

তার উপ্রে আইজকা পিলখানা হত্যাকান্ডের দিন! ফেবুতে দেকলাম বিদগ্ধজনায় প্রশ্ন তুলেছে
জাতি কি পিলখানা শোকে বেশি শোকগ্রস্থ না শ্রীদেবীর প্রস্থানে!!!!! :-/

কুন জবাব নাইক্যা! তয়, আফনে কিন্তু ফাইস্যা যাইতে পারেন! পিলখানার পরের বছর কারা যেন ঐ দিনই ষ্টেডিয়াম কাঁপাইছিল ভারথীয় নত্তকী দিয়া! তাই নিয়া কিন্তু জল কম ঘোলা হয় নাইক্যা!
এইবার আফনরে লক্ষনতো সুবিধার ঠেকতাছে না!
ঝিমানিতথন আতকা জাইগা ঢোল বাজে- ঢোল বাজে দম দম বাজে ঢোল ;) শুরু কইরা দিলেন!

পাবলিক সেন্টিমেন্টের খবরতো বোঝেনই- ঝিমায় ঝিমায় আতকা চেতনা ;) জাইগা গেলে খবর আছে!
এখন দেখেন না চেতনার বটিকা খেয়ৈ বালুতে মূখ গুজে বুদ হয়ে দিব্যি জীবন চালিয়ে নিচ্ছে!!!
দেশ, রাস্ট্র, গণতন্ত্র, জীবন যাপনে ত্রাহি মধুসুধন! তবু মূখে হাসি যেন মদন :P
গুম খুনের ভয়ে নিরবতারে আবার ধৈর্যর চকচকে প্যাকেটে প্যাকেটজাত্ও করছে কেউ কেউ B-)

এরই মাঝে ফাল্গুন গেল, ভালুবাসা দিবস গেল... একুশ গেল
আফনে নি এতদিন পর আইলেন :((

হা হা হা

ওয়েলকাম ব্যাক মেয়াভাই :)
এ ঝাক্কাস রিটার্ন =p~ =p~ =p~



২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আফনের কমেন্টা বেশ রোমান্সকর!!

সুন্দর আবার একই সাথে ভয়ও ধরিয়ে দিচ্ছে খুব!;)

তবে ও ভয় আমি আমার ৩ নম্বর হাতটা (অযুহাত) দিয়ে ঠিকি জয় করে নেব!! ;)

সতি্য বলতে কি ব্যস্ততাটা আসলেই বেশি, সে কারনে ব্লগে তেমন একটা আসা হয় না!!

হয়তো সামনের দিকে নিয়মিত হতে পারবো নয়তো পারবো না!!

যাক ওসব কথা, আশা রাখছি আপনি ভালো আছেন ভৃগুদা!

শুভকামনা!! ♥

(কিছু উত্তর স্কিপ করেছি!! জানেনই তো ৩২ নামক একখান বস্তুর উদয় ঘটেছে এই মুল্লুকে)

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে

আবার জিগায়! ৩২ ইজ ৩২!

নো প্রব ৩ ন! হাতের যথাযথ ব্যবহার করুন। এটলিস্ট আপনি বাঁচলে বাপের নাম :P
স্কিপ করাটাই এখন স্কুলে স্কুলে শেখানো উচিত! যেহেতু তিতুমির, সূর্যসেন, ক্ষুদিরাম, মুজিব, জিয়া আসার সম্ভাবনা শূন্য প্রায়!
সার্ভাইবাল কুইশ্চেন হিসেবে ভাবা যেতেই পারে ;)

ব্যাস্ততার মাঝ্ওে ঢোল বাড়ি দেয়ায় ধন্যবাদ্ আশঅ করি দ্রুতই আগের আমেজে ফিরবেন! আহা কতদিন সেই মাসিক রিভিউ পাইনা!!!!! :((

আপনার জন্যেও অনেক শুভকামনা :)
ভাল থাকুন সবসময়

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনি বাচলে বাপের নাম!! জানা কথা অতি চর্চিতও বটে!!
সামনের ২'শ বছর হয়তো এ চর্চা কন্টিনিউ থাকবে হয়তো!!!

ঢোলে বাড়ির পর আপনাদের সারা পেয়ে সত্যিই ভালো লাগছে খুব!!

বাই দ্য ওয়ে মাসিক রিভিউ কিন্তুক আমি দিতাম না মেয়াবাই ওটা গেম বাই আর বর্ষণ হোমস দিতেন তাদের আগে হয়তো দিতেন তানভীর ভায়া! আপনি হয়তে আমার থেকেও ভালো জানেন!!

আবার আসায় অবশ্যই থ্যাংকু সাথে ♥♥

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, পাজেলটা (গুগলে যেভাবে আছে) পুরোপুরিভাবে লেখা হয়নি; এটি অংকের পাজেল, এখানে ভোটের ব্যপার আছে: যখনি একজন ১০০টি স্বর্ণমুদ্রা ভাগ করবে, সে ও অন্য প্রাপকেরা মিলে কমপক্ষে ৫০% ভাগ পক্ষে থাকতে হবে, ৫০% কম যদি ভাগকারীর পক্ষে থাকে, ভাগকারীকে গুলি করা হবে।

এই পাজেলের সমাধান আমি গুগলে পেয়েছি, এবং পড়ে বুঝতে পেরেছি, এখন না দেখেও বলতে পারবো; আমি এখন রেজাল্ট লিখে দিচ্ছি, তবে ব্যাখ্যা লম্বা হওয়ায় টাইপ করতে চাচ্ছি না:

ডাকাতেরা হচ্ছ: ডা১, ডা২, ডা৩, ... ডা১০

ডা১ ভাগকরবে এইভাবে:

ডা১ নিবে ৯৬টা
ডা২ পাবে ০
ডা৩ পাবে ১
ডা৪ পাবে ০
ডা৫ পাবে ১
ডা৬ পাবে ০
ডা৭ পাবে ১
ডা৮ পাবে ০
ডা৯ পাবে ০
ডা১০ পাবে ১

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: উত্তর ঠিক, তবে মুদ্রা দশ নম্বর কে না দিয়ে নয় নম্বরকে দিলেও হয়তো মিলতো!!

ভোট বা সমর্থননের ব্যাপারটা পাজলে অবশ্যই থাকতে হবে নইলে পাজল সলভ করা যাবে না!!

লেখার সময় অবচেতন ভাবেই ঐ টুকুন স্কিপ হয়ে গেছে হয়তো!

সঠিক উত্তরের জন্য থামজ আপ! :)

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন পরে ব্লগে এলেন, সময় দেন, বই বের করেন!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই ব্লগে সময় দেব, আর বই বের করার ইচ্ছেটাতো অনেক দিনের। আশাকরি একদিন এটি পূরণ হয়ে যাবে!

আবার আশায় থ্যাংকু মেয়াবাই!

শুভকামনা! :)

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

নীলপরি বলেছেন: আমার আহমেদ জী এস স্যারের মন্তব্য খুব ভালো লাগলো । আর আপনার পোষ্টটাও ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিলিয়ার রহমান বলেছেন: জী এস মেয়াবাইতো কমেন্টের যাদুকর!! ওনার প্রায় কমেন্টই বেস্টের বেস্ট!


তবে এই আম আদমির পোস্ট ভালোলেগেছে জেনে খুশি হলাম পরিপি!!

শুভেচ্ছা, শুভকামনা:)

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: ঢোলে বাড়ি ঠিকই পড়েছে........না জমার কোন কারণ নেই। তবে এ মাসে ব্লগার'রা বই নিয়ে ব্যস্ত, তাই একটু ঝিমানি ঝিমানি ভাব.........যদিও পাঠক কমছে বৈকি বাড়ছে না..........চিন্তার বিষয় !!

আপনার এ মজাদার পোস্ট অবশ্যই পাঠকদের নিয়ে আসবে। +।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

বিলিয়ার রহমান বলেছেন: বই মেলা নিয়ে ব্লগাররা ব্যস্ত আছেন এটা একটা ভালো খবর।

তবে ব্লগের পাঠক কমে যাওয়ার ব্যাপারটায় উদ্বেগ বাড়বে বৈ কমবে না!!


আর এ ঢোল পেটানোর মুল উদ্দেশ্যতো কেবল হাই হ্যালো করার জন্য!! এতে আপনাদের সারা পেয়ে ভালো লাগলো সুমন দা! :)

শুভকামনা!! :)

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

জুন বলেছেন: আপনার ঢোলে বাড়ি দিলেই বুড়ি বলে প্রমানিত হতে হবে তাই ইচ্ছা থাকা সত্বেও বাড়িটা দিতে পার্লাম্না বিলিয়ার :P
হা হা হা অনেক মজা করে লিখেছেন =p~
+

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: ঢোলে বাড়ি না দিলেও একদিন কিন্তুক ঠিকি বুড়ি হয়ে যাবে আপি এই আমি বলে রাখলুম!! :):

শুভকামনা!:)

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি পোস্ট না পড়েই মন্তব্য করলাম। এইবার বলেন পোস্টটা কি পড়ব?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: এটা একটা নেই কাজতো খৈ ভাজ টাইপের পোস্ট!!

মিছেমিছি সময় নষ্ট না করে বরং ভালোই করেছেন শুভ্রদা!:):)

শুভকামনা! ♥

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালবাসার দাম ন দিলা হন
দোষখান পায় ভালবাসার দাম ন দিলা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ... :P =p~


২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ইতা কিতা কন মেয়াবাই!!!!


দিলে ছ্যাদা লাইগা যাইবো তো!!!



শুভকামনা! ♥

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

কালীদাস বলেছেন: সত্যিই পোস্টের আগামাথা কিছুই বুঝি নাই, বয়স হৈছে, এন্টেনার এনালাইজিং পাওয়ার আগের চেয়ে কমছে আমার /:) তয় এইটা বুচ্ছি যে সুনন্দা আপনারে ছ্যাঁক দেয় নাই, আপনের কিবোর্ড চুরিও করে নাই :P এইটাই হৈল সবচেয়ে বড় খবর :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

বিলিয়ার রহমান বলেছেন: এটার(পোস্টটার) মধ্যে বোঝার কিছু নেই কালীদাস ভাইয়া!! এটা ছিলো একটা নেই কাজ তো খৈ ভাজ টাইপ পোস্ট!! :):)

সো এনালাইজিং পাওয়ার নষ্ট হওয়ার টেনশনে টাক বাড়ানোর কোনো মানেই হয় না!!:)

পোস্ট করার মূল উদ্দেশ্য ছিলো একটুস আড্ডা ফাড্ডা মারা আরকি!! :)

আপনার ঐ কমেন্টটা না দেখলে হয়তে এই খৈ ভাজাভাজি করতামই না!!:)


শুভকামনা!♥

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: ব্লগে এখন পাঠক কম, আর বড় লেখা কেউ পড়তে চায় না।

অনেক দিন ব্লগে এলেন, আমিও ব্যস্ত তাই লেখা দিচ্ছি না। ব্যস্ততা কমুক তারপর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: হু ব্যস্ততা কমুক!!

অতঃপর ফের হবে যুগপৎ ব্লগিং! ;)

শুভকামনা! ♥♥

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২

মনিরা সুলতানা বলেছেন:

এতদিন পর ব্লগে আইস্যা এ কিমুন ব্যাভার !!!
জী এস ভাই এর মন্তব্যে ১০০তে ১০০।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন:

সাউধেরা সব কাজে
যখন মুড়ি ভাজে
তুমি পাওনা ওদের দোষ

যখন আমি ভাজলাম খৈ
বললে আমায় হৈ
তুমি নন্দ ঘোষ!!

:):):)

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

উম্মে সায়মা বলেছেন: আপনার গল্প পড়ে তো আমি হাসতে হাসতে শেষ =p~
দিয়ে গেলাম একটা ঢোলের বাড়ি B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: গল্পগুলো সেই ছিলো!! তাই না আপি??



:):):)

৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: বিনুদিত হলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: এইবার এন্টারটেইনমেন্ট কস্ট পে করেন!!;)

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪২

নাগরিক কবি বলেছেন: বুড়ো হয়ে গেছি :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: মরার আগে তারাতারি কুমারত্ব ঘোচান কবি!:)


বলাতো যায় না বুড়ো বলে কথা!! ;)

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

নতুন নকিব বলেছেন:



আপনাকে অনেক দিন ধরে মনে মনে খুঁজছি।

এভাবে ব্যস্ততার অযুহাতে হারিয়ে যাওয়ার কোনও বৈধতা আছে কি না খতিয়ে দেখার আরজি জানাচ্ছি।

প্রানবন্ত সুন্দর পোস্ট। অনেক শুভকামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: অযুহাতের কাহানি খানা বেশ লম্বা মেয়াবাই!! আমি ছোট করেই আপনাকে বলছি!

জানেনইতো অনেক আগে মানুষকে শিকার করে বাঁচতে হতো! তখন আমাদের ডান কিংবা বাম হাত ব্যবহার করে বেঁচে থাকতে হতো!!

এরপর যখন কৃষিযুগ এলো আমাদের তখন দু হাতই ব্যবহারের প্রয়োজন পড়লো!

আর আমরা যখন আধুনিক যুগে আসলাম তখন আবিষ্কার করলাম আমাদের সবথেকে কার্যকর হাত আইমিন তিন নম্বর হাত ওরফে অযুহাত! এ যুগে এই হাতটা যে যত ব্যবহার করতে পেরেছে সে তত সফল হয়েছে!

এর পরও কি আমার ৩নম্বর হাতের ব্যবহারকে অবৈধ বলবেন মেয়াবাই???;)

আর এই নরাধমকে মনে মনে খুঁজেছেন জেনে আপ্লুত হলাম!

আপনার জন্যও শুভকামনা!! ♥

৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

বিজন রয় বলেছেন: টাকডুম টাকডুম......... দিলাম দুটো বাড়ি!

খবর কি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: সাবাস কবি দুই বাড়িতেই মাতিয়ে গেলেন দেখছি!!


আমার অবস্থা ভালা আবার ভালা না!! :)

আপনার খবর কি??

বই টই কি একটাও বেরুলো???

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা ..... বই? আমি তো লেখক নই!!!

তাহলে নিয়মিত পাওয়া যাচ্ছে আপনাকে?
আসলে আমি যে গতিতে ব্লগিং করি সেরকম গতির ব্লগার খুক কম এখন।

বুঝছেন তো!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আমি আপনাকেতো লেখক বলিনি কবি বলেছি!! :)

মোবাইল দিয়ে ব্লগিং করছি গতিতে আজ তাই আপনার সাথে কুলিয়ে উঠবো না!! আইমিন উত্তর করতে সময় লেগে যাবে!! :)


নিয়মিত হয়তো হতে পারবো না!! হয়তো কাল কিংবা পরশু আবার উধাও হবো!!

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

বিজন রয় বলেছেন: ধুরররররররররররররররর!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: কবি মনে হয় বিরক্ত হয়েছেন???


কোন ভুল??

???

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: হৈ না কয়ে উপায় আছে !!!
জানা নাই তো কিছুই
ঢোল'র বাড়ি ভয় যে দেখাও
বয়োঃ বৃদ্ধা নাম কি মিছাই !!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: বয়োবৃদ্ধা হয়েছো যখন
বলল তবে বুড়ি।
ঢোলের বাদ্যে চুপ রইলে
করবো জোরাজুরি!! :):)

৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

স্বার্থহীন বলেছেন: তাহলে ভাইয়া আমাকে একশ জন ভালোবাসলেই চলবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন:


শ'র চাল চেলেছো যখন
বলব তবে আমি,
বাসবে ভালো তারা কি তোমায়
নাকি বাসবে তুমি??? :)

৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: আরে না, ভুল কেন হবে।

ওই যে বললেন....... কাল বা পরশু থেকে আবার উধাও হবেন!!!

ধুরররররররররররররররর!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: এই উধাও একেবারে উধাও নয় হে কবি!!
এতো নিছক ফিরে আসার আগমন বার্তা মাত্র!! :)

৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালা করছেন :-/

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: আফনেও মেয়াবাই!! :)

ঢু মারার লাই থ্যাংকু!! :)

৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: মিয়াবাই,এত্ত ঢোলের বাজনিতে মনকি এখনোও পূর্ণ হয়নি? সেই সক্কাল থেকে লাইন দিমু ঢাক পিটাবো বলে, তা লাইন পেলাম ২৬জনের পরে! ঢাকের তরে এত সময়কি আমার হাতে আছে?
খুব ভাল! দারুন উপভোগ্য।শুভেচ্ছা রইল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

বিলিয়ার রহমান বলেছেন: সময় নেই তবু সময় দিলেন!! এর জন্য একঝুড়ি থ্যাংকু মেয়াবাই!!:)

আপনাকেও শুভেচ্ছা!:)

শুভকমনা!:)

৪১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কমেন্টের উত্তরে যা বলছেন তা পোস্টের শুরুতে লিখে দিতেন.... কমেন্ট করার পর দায়বদ্ধতা থেকে পোস্ট পড়ে ফেলছি তো... :-*

আশলে আমার ধারণা, মানুষ তার পুরো জীবনকাল কীভাবে সময় নষ্ট করা যায়, সেইটা আয়ত্ত করে। কারণ মৃত্যুর সাথেসাথে পুরো জীবনে যা অর্জিত হয়েছে এবং যা অর্জিত হয়নি, তা নষ্ট হয়ে যায়। যদিও ব্যতিক্রম আছে। তবু খুব কম সংখ্যায়।

রবীন্দ্রনাথ একবার আমারে বলছিলেন, মানুষ মৃত্যুকে ঠেকাইতে পারে না কিন্তু অস্বীকার করার মত জীবন কিন্তু মানুষের আছে।

(পোস্ট সিরিয়াস কইরা দিলাম) ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ধারনাটা দারুন নামক বিশেষণটা পেতেই পারে!! আমরা কিন্তু আসলেই নেই কাজ তো খৈ ভাজার উপায় খুঁজে চলি!! :)


কবি গুরুর কথাটাও খাঁটি!!


পোস্ট সিরিয়াস করে যাওয়ায় যথারিতী থ্যাংকস! :)

৪২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

তারেক ফাহিম বলেছেন: কল্পনায় গল্প কবিতায় বেশি দূর অাগাতে পারি নাই মিয়া ভাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার হয়তো গেঁটে বাত আছে তাই বেশি দূর আগাতে পারেননি!! :)

৪৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

সোহানী বলেছেন: সামু ব্লগ ঝিমাচ্ছে না, মাঝে সাঝে জেগে উঠছে।

জোকস্ সুপার ডুপার............ যদি আপনাকে ভালেঅবাসে সকল পুরুষ, আপনি টাকা ছাড়া নন...................হাহাহাহাহা সুপার লাইক!

কবিতার মূল্য দুইপায়সার কম!!! কবিকূল আপনারে নাগালে পাইলে খবর আছে B:-)

গাজী ভাইয়ের জন্য দেয়া পাজেল মিলাতে পারলাম না..............

কিন্তু আপনি কি ঢোলের বাড়ি দিবেন....... নিজেইতো প্রায় হাওয়া হয়ে যান................. অনেক দিন পরই শুধু ঢোল নিয়ে হাজিরা দেন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!

আপি দেখছি ভরা মজলিসে হাড়ি ভেঙে দিলেন!!

এমন কমেন্টে ৩ নম্বর হাত আইমিন অযুহাত দাড় করিয়ে আরো বেকায়দায় পড়তে চাইনি!


শুভকামনা আপি! :)

ভালো থাকুন সতত! :)

৪৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার দাম কম শুনিয়া সবাই কেমন নড়িয়া চড়িয়া উঠিয়াছে। কবিতা কিন্তু হৃদয়ে আমার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা আপনার হৃদয় হলে ওর তো কোনো মূল্যই নেই!!

হৃদয়ের দাম অমূল্য এ সত্যটা মানেন তো নাকি?? :)

৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

মলাসইলমুইনা বলেছেন: ও বিলিয়ার ভাই,
আমি আর কি ঢোলে বাড়ি দিবো, আপনার পোস্টে আসি আমারতো কান ফাডি ফাডি যাইতেছে ঢোলের বাড়িতে !

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:০৩

বিলিয়ার রহমান বলেছেন: স্পিকারের ভলিউম কমায়ে নেন মেয়াবাই!:)

কান বড় দরকারি জিনিস কিন্তুক!! বলা তো যায় না কখন....! ;)

৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:






আমার বাড়ী অনেক দূরে তাই ঢোলের আওয়াজ আসতে সময় লেগেছে!! পাজলের উত্তরে ভেজাল আছে। ৯৬টা সে একাই রাখলে মনে হয় না ১টা পাওয়া ডাকাতগুলাও সম্মত হবে। সো অতি লোভে তাকে গুলি খেতে হবে। তাই বুদ্ধিমানের কাজ হবে সমাধান করতে বানর অথবা শেয়াল ভাড়া করা!!

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪১

বিলিয়ার রহমান বলেছেন: বাহ!! পাজলের সলূশ্যনটা কি দারুনভাবেই মেলালেন মেয়াবাই! ;)


একে বারে না আসার থেকে দেরি করে আসা ভালা মেয়াবাই! :)


শুভকামনা! :)

৪৭| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি নিজেও মাঝেমধ্যে হারিয়ে যান।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

বিলিয়ার রহমান বলেছেন: হু!!

আজ থেকে যেমন আবার উধাও হবো! :)

৪৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: ঢোলক বাদ্য কি শেষ হয়ে গেছে, নাকি আছে এখনও। থাকলে ঢোলকটা এগিয়ে দিন, একটা বাড়ি দিয়ে বাড়ী চলে যাই!

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সারকাজমটা ঠিকি বুঝতে পেরেছি মেয়াবাই! :)


শুভকামনা! :)

৪৯| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১

ভ্রমরের ডানা বলেছেন:

ফিরে এসো... বিলি ভাই!

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: আসলুম কবি ! :)

৫০| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: আপনার সারকাজমটা ঠিকি বুঝতে পেরেছি মেয়াবাই! - ৬ মাস পরে বুঝলে কেমনে হবে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা।

বিলম্বের জন্য দুঃখিত কবি।

৫১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সেই ঢোলও নাই। সেই নাচুনে বুড়িও নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা।

বিলম্বিত প্রতিউত্তরের জন্য দুঃখিত মেয়াবাই।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.