নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: সুনন্দা

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬



সুনন্দা, সেই তারা পোড়া নির্ঘুম রাতগুলো
হয়েছে গত, সাতাশ বছর হলো।
তবু আর্দ্র চোখে একি, আমি সদা দেখি
তোমার মুখের ‘পরে, অমলিন সপ্ত ঋষির আলো।


চাঁদহীন সেই সব ধূসর রাতে, প্রণয়ের মেঘে ভেসে ভেসে
তোমার আমার অপলক চোখাচুখি কিংবা সরস হাসি।
নিঝুম সবুজ রাতের সে সব মান অভিমান
আর অবুঝ ভালোবাসাবাসি ।

সব কিছুই যেন, আজ উদাস হাসির মতো
বাড়িয়ে যাচ্ছে আমার বামপাঁজরটার ক্ষত!

এই শহরের অদূরে, রাত নামার পরে
বিজন মাঠের সবুজ ছায়ার তলে, আমি যখন কেবল আমার হই,
সব কিছু ভুলে, হাত দুটো তুলে, আমার নগ্ন পাজরে,
হারিয়ে যাই সখি, তোমার দেয়া সে ক্ষতের গভীরে।



ছবি: গুগলের সৌজন্যে!


বিলিয়ার রহমান
ঢাকা,
২৮ নভেম্বর, ২০১৭ ইং


মন্তব্য ৯৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: টাইপো আছে/ থাকতে পারে!!

ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!:)

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা খানি পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :)


কবিতাখানা ভাল লিখিয়াছেন।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: লাইকের লাই ধইন্না!!:)


পেরেশংসার লাই কৃতজ্ঞতা মেয়াবাই!!:)


৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

ওমেরা বলেছেন: ক্ষততে মলম লাগান ভাইয়া তাহলে সেরে যাবে।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: ইহা একখান কাল্পনিক ব্যাথার গপ্পো ওমেরাপি!!:)


আই অ্যাম ভেরি হ্যাপি ইন মাই মেরইড লাইফ!!:):)

মন্তব্য, প্লাস সব কিছুর জন্য থ্যাংকু!:)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোন মন্তব্য করলাম না মেয়াবাই। এমনকি খুব ভাল হয়েছে এই মন্তব্যটাও করলাম না মেয়াবাই। আমি আসলে ঘুমিয়ে গেছি। তা নাহলে ঠিকই মন্তব্য করতাম। :P

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আমার কবিতা(পড়ুন অকবিতা) পড়তে পড়তেই কি এই ঘুমের আমদানি মেয়াবাই???

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বিলিয়ার ভাইয়া বেশ ভাল লিখেছেন।
সাতাশ বছরের ক্ষত আটাশ হবার আগেই সারিয়া যাক।শুভ কামনা রইলো।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কমেন্টের জন্য থ্যাংকু মেয়াবাই!!:)


তয় ক্ষতের ব্যাফারটার এউগ্গা কারেকশন করবার লাগবো!!


কারুন ক্ষটা যে নিছক কাল্পনিক!!:)


শুভকামনা!:)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

শাহিন-৯৯ বলেছেন: সপ্ত ঋষির আলো
এই কথাটির অর্থ বুঝি নাই, সপ্ত মানে সাত, ঋষি হল হিন্দুমতে একজন সাধক। সাতজন ঋষি কি ছিলেন?
কিছু মনে করবেন না আমার মন্তব্যে, জানার ইচ্ছে হল তাই প্রশ্ন করলাম।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আকাশে সপ্তঋষি নামক এক গুচ্ছ তারা আছে!!


আমার বানানটার কারনে আপনার হয়তো বুঝতে অসুবিধে হয়েছে!!

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: ওহ!! আমি চামুরি খেলেও মাইন্ড খুব একটা খাই না মেয়াবাই!!:)

৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


কবিতায় একটা বড় সুখের কাহিনী ছি; কিন্তু সেটা কি শেষে এসে দু:খের কাহিনী হয়ে গেছে?

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: হু!!


ঠিক ধরেছেন!!!:)

একটা জিজ্ঞাসা ছিলো মেয়াবাই!!


এইটাও কি একটা হরমোনাল কবিতা হয়ে গেল নাকি???

৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৫

জাহিদ অনিক বলেছেন: কবিরা যখন কেবল তার হয়ে যায় সেই মূহুর্তটা দারুন।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: ঠিক বলেছেন কবি!!


কোন দিন আপনাদের মতো কবি হয়ে উঠলে পারলে আমিও সে মুহুর্তটা চেখে দেখবো!!:)

৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল ।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম!!:)



ভালো থাকুন!:)

১০| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৪

মলাসইলমুইনা বলেছেন: দুর্ধর্ষ প্রথম প্যারাতেই মনের ব্যথার ক্ষতটা বেড়ে গেলো | আমারতো ক্ষতের কোনো চিহ্ন নেই শরীরে, শুধু ব্যাথা কবিতা পড়ে | কোনো মলম দিলে চলবে না মনে হচ্ছে | ও বিলি ভাই ,এখন কি হবে ? আরেকটা কবিতা লিখে জানান | কবিতা মধুর হয়েছে |

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: বিরহের কবিতা ( পড়ুন অকবিতা) খুব একটা লেখা হয় না আমার!!

প্রেম নিয়ে দু চারটে কবিতা আগে লিখতাম। তবে এখন সেভাবে লেখা হয় না!! এই কবিতাটা এক রকম জোড় করেই লিখেছি!! তাই ফ্লোটা সেরক ন্যাচারাল হয়নি!! তবু কবিতাটিকে মধুর বলায় খুশি হলুম মেয়াবাই!!:)


প্রেম, প্রনয়, বিরহ নিয়ে আগে দু চারটে লিখেছিলাম!!

সময় পেলে ঢু মেরে আসার দাওয়াত দিলুম!!

কবিতা:যে জীবন তোমার আমার আর বুনো নীড়ের
কবিতা: অপেক্ষা
কবিতা : ও রমনী
এইটা একখান এন্টি রোমান্টিক অকবিতা

উপরের প্রথম তিনটে লিংক মলম হিসেবে দিলুম!! আর শেষেরটা শুকানো ঘা যেন আবার আগের অবস্থায় ফেরত আসে সে কারনে দেয়া!!:)

১১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: কখনো কখনো কোনো নির্জন মুহূর্তে আপনাকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানূষ বলে মনে হয় ! সুন্দরের বাতাবরনের মধ্যে দিয়ে মিথ্যাকে সত্যে রুপান্তরিত করা যায় । কখনো কখনো মনে হয়- মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মাথা ।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: এই তো!!

বেশ বলেছেন রাজীব দা!!:)


অথচ নিন্দুকেরা বলে আপনি নাকি ব্লগে তেমন কথা বলেন নাহ!! ;)

১২| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে জানতে পারলাম কবির বয়স সাতাশ কিন্তু সুনন্দার বয়স জানিতে পারিলাম না :(

কি দরকার পুরানো দুঃখে ডুব দেওয়ার, আরেক জন সুনন্দাকে খুঁজে নিলেই হয়।

না পাইলে আমারে মিস কল দিয়েন ব্রো। ;)

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: ইতা কিতা কইলেন মেয়াবাই!! :)

কোন একদিন আমার বাসায় দাওয়াত পাওয়ার যে ক্ষীণ সম্ভাবনাটুকুন ছিলো সেটুকুনও দেখছি শেষ হয়ে যাবে!!( কোন কারনে যদি আমার বউয়ের চোখে কমেন্টটা পড়ে আরকি!!:))

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

চানাচুর বলেছেন: লাইকাইলাম কবিতাখানা :)

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: লাইকের বাক্সে জমা করে রেখেদিলাম আপি!!:)


রিটার্ণ হিসেবে আর এক বাক্স থ্যাংকু!!:)

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

পার্থ তালুকদার বলেছেন: কবিতা মাথায় কম ঢুকে :)

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা হইলো এক ধরণের বুলেট বিশেষ!!


উহা মাথায় না ঢুকলেই বরং বেশি দিন বাঁচা যায় মেয়াবাই!!!:)

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালা হইছে মেয়া ভাই, ১১ তম লাইক।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: ১১ তম লাইকের লাই থ্যাংকু মেয়াবাই!!:)


শুভকামনার কথা কি কইতেই হইবেক???;)

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হইছে মেয়াবাই। ১২ তম লাইক।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: ১২ তম লাইকের লাই থ্যাংকু মেয়াবাই!!:)


তয় ধন্যবাদ দিয়া আফনেরে ছুডো করলাম নাহ!!:)

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার না হয় বুঝলাম তয় লাইক কই!!!:)


লাইক না দিয়া চমৎকার কইলে ঈদের পরে আন্দোলনে যামু কিন্তুক মেয়াবাই!!;)

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




অবুঝ ভালোবাসাবাসিতে পরীক্ষিত ফল হলো এসব ক্ষত । তবুও মানুষ এই ভালোবাসাবাসিতেই মজে চিরকাল । কারন, নিকষ দুঃখেরও কিছু চরম ভালোলাগা থাকে ।

সেরকম ভালোলাগার ক্ষত নিয়ে সুন্দর ছন্দময় কবিতা ।



২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা


জী এস ভাইয়ের এমন সরল প্রশংসা!!

আহ মধু মধু!!! :)

যদিও কবিতাটির মান নিয়ে আমি নিজেই শংসয়বাদীদের দলে তখন আপনার মতো পাঠকের প্রশংসা মধুর মতোই লাগে!!:)

কবিবতা না লিখতে লিখতে ভুলেই গিয়েছিলাম যে কোন একদিন আমিও কবিতা লিখতাম!! এ কবিতাটা তাই একরকম জোড়জবরদস্তি করেই লিখেছিলাম জী এস ভাইয়া!!

অনুপ্রেরণাদায়ক কমেন্টের জন্য থ্যাংকু!!:)

শুভকামনা!:)

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

শরতের ছবি বলেছেন: বেশ হয়েছে । কবিতার মত কবিতার বর্ণগুলোর স্টাইল ও সুন্দর হয়েছে । অনেকেই এই ফ্রন্টে লিখছে । ভাল লাগে দেখতে । আমিও চাই । কিন্তু কিভাবে লিখব ?

কবি যদি কষ্ট ইট্টু বলতেন ...কৃতার্থ হইতাম ।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: অকবিতার প্রশংসার জন্য থ্যাংকু কবি!!:)


আর আপনি এই ফন্টে(ইটালিক) লিখতে চাইলে আপনার লেখার শুরুতে লিখুন এবং শেষে লিখুন ! এছাড়া লেখা সিলেক্ট করে আই অপশনটায় ক্লিক করলেও অটোমেটিক ইটালিক হয়ে যায়!:)

২০| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়াবাই, আমার ভালবাসার মানুষ নিয়ে একটা অকবিতা লিখিয়ািছি। :P

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: দেখলুম, পড়লুম এন্ড মন্তব্য করলুম!!:)


এইবার ফি দেন!!;)

২১| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

আখেনাটেন বলেছেন: সাতাশ বছরে তারা পুড়তে থাকা রাত দেখাই স্বাভাবিক। :P

টুপ করে একটি তারাকে পেড়ে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে নিন। আর দেখুন, অন্ধকার কারে কয়? ;)

ভালো লেগেছে সুনন্দার প্রতি অর্ঘ্য।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: একটা তারা পেড়ে এন ব্যাগে পুরতে পারলে মন্দ হত না!!:)

মাঝে মাঝে একা একা নির্জনে তারাটা ছুঁয়ে দেখতুম!!

ককনো কখনো উত্তাপে হাত পুরে যেত কখনো কখনো তারাটাকে মনে হত ভীষণ শীতল!! কখনো কখনো তারাটা আমার সাথে অভিমান করতো কখনো অভিমান করতাম স্বয়ং আমি!!:)

তারা পেড়ে আনার কথা বললেন তো তাই একটু বকবক শুনিয়ে দিলাম আরকি!!:)


প্রশংসার জন্য থ্যাংকু!!:)

শুভকামনা!!:)

২২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তখন কেবলই ফেলে আসা সেই দিনগুলি আর তুমি- মিলেমিশে একাকার আমার ভাবনার আকাশজুড়ে, বেদনাবোধ আর তখন থাকেনা, কষ্টরা সব মিলিয়ে যায় সুখানুভবে, চোখের কোণা বেয়ে যদিও গড়ায় লোনাজল!

কবিতা পড়ে গেলাম ভাই, দারুণ বলেছেন, আমি মুগ্ধ হয়ে ফিরলাম।

শুভকামনা আপনার জন্য

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা(পড়ুন অকবিতা) পড়ে যাওয়ার জন্য থ্যাংকু দিলাম না মেয়াবাই!!:)


আমার কবিতা পড়াতো আফনের দায়িত্বের মধ্যেই পড়ে নাকি???


তাই থ্যাংকু আবার কিসের??;)


২৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই ভাই, আমি আপনার মতো অনেকের পোষ্ট পড়া দায়িত্বের মতোই মনে করি। যদিও কর্মব্যস্ততার জন্য অনেক পোষ্টই মিস করে ফেলি।

ধন্যবাদ চাই না ভাই,
একটু দোআ কইরেন প্রত্যাশা করি।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!


আমিতো একটু মজা করলাম মেয়াবাই!! আপনি দেখছি প্রায় সিরিয়াসলি নিলেন!!:)

আপনা জন্য অবশ্যই অনেক অনেক দোয়া, শুভকামনা!!:)

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সিরিয়াস কিনা জানিনা, তবে আমার ভাবনার কথাই বলে গেছি ভাই।
কিছু শ্রদ্ধাভাজন আছেন যাদের পোষ্ট পড়তে পারলে নিজের মধ্যে ভালো লাগা অনুভব করি।

আপনার জন্যও শুভকামনা সবসময়

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমাকে শ্রদ্ধা!!!

ওহ!! নো!!

তারচেয়ে আমায় বরং ভালোবাসুন!! ভাইয়ের মতো, ঠিক আমি যেমন আপনাকে বাসি প্রথম চেনা জানার পরের দিন থেকে!!:)


ফের শুভকামা মেয়াবাই!!:)

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

সাহসী সন্তান বলেছেন: আপনি প্রথম দিকে কবিতা লেখার সময় যে রকম নামকরণ করতেন, সেইরকম নামকরণ করবেন এইটা আমার অনুরোধ! কারণ সুন্দর উপমা দিয়ে দীর্ঘ নামকরণ পড়তে খুব ভাল লাগে। যদিও জানি, কবিতার নামকরণ ছোট হওয়াই ব্যাঞ্চনীয়... :)

কিন্তু তারপরেও, কেবলমাত্র ব্লগের জন্য দীর্ঘ নামকরণ খারাপ হবে না। পরে যদি কখনো বই-টই বের করার ইচ্ছা থাকে, তখন না হয় শর্টে নামকরণ করলেন!

যেমন এই কবিতাটা যদি আমি লিখতাম তাহলে শিরোনাম দিতাম ঠিক এমন- "সুনন্দা, এসো না হারিয়ে যাই সখি; তোমার দেওয়া সে ক্ষতের গভীরে!"

কবিতা অনবদ্য হইছে! আপনি খুব সুন্দর কবিতা লিখতে পারেন! শুভ কামনা জানবেন!

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

বিলিয়ার রহমান বলেছেন: পড়ন্ত বিকেলে এমন তাজা প্রশংসা!!!

দিলটায় ছ্যাদা লেগে গেলো মেয়াবাই!!:)


এবার আপনার মতো করে আপনাকেই বলছি, “যারা আম্রে অকবি কয় মুন চায় অগো আফনের কমেন্টার স্ক্রীণ শট মেইলাইতে!!” :)

প্রশংসা এন্ড পরামর্শের জন্য থ্যাংকু মেয়াবাই!!:)

অনুরোধটা অবশ্যই মাথায় থোকবো!!:)

শুভকামনা!:)

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

সকাল রয় বলেছেন: ফন্ট ইটালিক না করে রেগুলার দিন দেখতে সুন্দর লাগবে।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

বিলিয়ার রহমান বলেছেন: পরামর্শের জন্য থ্যাংকু!

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

সাহসী সন্তান বলেছেন: দিলটায় ছ্যাদা লেগে গেলো মেয়াবাই!!

- আমি মন্তব্য করার পরে এইটাই ভাবছিলাম, বেশি প্রশংসা আপনি সহ্য করতে পারবেন কিনা! দেখলাম শেষ পর্যন্ত সেইটাই হইল! ;) ইয়ে আমি কিন্তু একদমই চাই নাই আপনার দিল ছ্যাদা করতে! উহা অনিশ্চাকৃত ভাবে হই গেছে... =p~

এরপর থেকে যে আপনারে অকবি কইবে, তারে আমার কথা কইবেন! মাইরা বডি একদম ঝাঁঝরা কইরা দিমু না... B-))

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ছ্যাদা অনিচ্ছাকৃত হউক আর ইচ্ছাকৃতই হউক উহাতো ছ্যাদাই!;)

তয় আই এইরাম ছ্যাদা লওনের লাই রাজি আছি!

আর এন্টি পক্ষকে প্যাদাইতে( পড়ুন ল্যাদাইতে) আফনের এই কমেন্টা তাবিজ বানায়ে গলায় ঝুলামু মেয়াবাই!

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: দুঃখময় ভালোবাসা নিয়ে চরম কবিতা। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামাণিক দা! :)

শুভকামনা! :)

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!!!
এই তাহলে !!!!


হুম পড়ছি কবিতা । লাইক ও দিছি তবে কত নাম্বার তুমি গুনে নিও ।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১

বিলিয়ার রহমান বলেছেন: ১৭ তম লাইকের জন্য থ্যাংকু আপি!:)

বিলম্বিত উত্তরের জন্য সরি!

শুভকামনা!:)

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

বিলিয়ার রহমান বলেছেন: এমন শীতে চা জিনিসটা মন্দ না কামাল ভাই!:)

চার লাই থ্যাংকু!:)

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

তারেক ফাহিম বলেছেন: আহ্ কবিরা এমনও লেখে বুঝি

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

বিলিয়ার রহমান বলেছেন: নাহ! অকবিরা এমন লেখে মেয়াবাই!;)

৩২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+



(সেলিম ভাই স্টাইরের মন্তব্য করলাম)

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ +


আমার স্টাইলে উত্তর করলাম!;)

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২২

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতাক ভাল লেগেছে । একটা নির্মল প্রেম-দুঃখ ।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কমেন্টের লাই থ্যাংকু মেয়াবাই!:)

শুভকামনা!:)

৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু +

৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০

শামছুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন ।
সুনন্দা কী কবিতাটা পড়েছে?

তবে ক্ষত পুরনো ও গভীর হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন ।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১

বিলিয়ার রহমান বলেছেন: হা হা!:)


সুনন্দা বলে কেউ নেই! সব মিডিয়ার সৃষ্টি মেয়াবাই!:)

৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সুনন্দা নামটাতেই অনেক ভালো লাগা। কবিতাতো ভালো লাগবেই।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলেগেছে জেনে খুশি হলাম আপি!:)


শুভকামনা!:)

৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

সুমন কর বলেছেন: না, এবারেরটি বেশি ভালো হয়েছে।

ভালো লাগা আগেই জানিয়ে দিয়েছিলাম।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ডাবল থ্যাংকু সুমন দা!:)


শুভকামনা!:)

৩৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০০

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লেগেছে। শুভকামনা সতত !

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কবি!:)

শুভকামনা:)

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জবাব দিতে দিতে আপনি কোথায় হারিয়ে গেলেন? প্রায় ১৫/১৬ দিন হয়ে গেল!
বিজন মাঠে সবুজ ছায়ার তলে বসে কিছু ভাবতে শুরু করলেই বেদনাময় ক্ষতগুলো কথা বলা শুরু করে। ভাবনাটি চমৎকার!
তবে আরো বেশী চমৎকার হয়েছে ওমেরার ৩ নং মন্তব্যটি।
কবিতায় ২৩তম ভাল লাগা + +

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

বিলিয়ার রহমান বলেছেন: ব্যস্ত সময় পার করছি তাই ব্লগে সময় দিতে পারছি না! তাই বেশ কয়েক সপ্তাহ দেখতে পাননি!

সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য থ্যাংকু আর দেরি করে উত্তর দেয়ার জন্য সরি!


ভালোথাকুন কবি!:)

৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা বিজনদা!:)

দেরি করে উত্তর করার জন্য সরি!:)

৪১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




শুভ ভোর ২০১৮ !

জীবন সুখে ভরে থাক...

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!:)

আপনার জীবনপথ সুন্দর সহজ হোক সে কামনা করছি!:)

বিলম্বিত উত্তরের জন্য সরি!

৪২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মলাসইলমুইনা বলেছেন: নবর্ষের শুভেচ্ছা বিলি ভাই !

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও মেয়াবাই! :)

৪৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন পরে, আজকে আপনাকে ব্লগে দেখলাম, ভালো?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম!! সুন্দর, ভালো, বেশ!!! :)

৪৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

মো: নিজাম গাজী বলেছেন: সুনন্দা, সেই তারা পোড়া নির্ঘুম রাতগুলো
হয়েছে গত, সাতাশ বছর হলো।
তবু আর্দ্র চোখে একি, আমি সদা দেখি
তোমার মুখের ‘পরে, অমলিন সপ্ত ঋষির আলো।

দারুন লেখনী কবি সাহেব। শুভকামনা শতত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু মেয়াবাই!!

আফনের লাইও শুভকামনা! :)

৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: মিয়া ভাই ওরা কারা !!! ;)


আপনার খবর কি??

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ওরা হলেন কবি(গালি অর্থে!;))!

আর আমি আছি তেজকপাতার মতন হে প্রয় মেয়াবাই!! :)


আফনে তো সেই আছেন, নাকি???

৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবনানন্দের ঘ্রাণ আছে। তবে শেষদিকে বিলিয়ারকেই কবি মনে হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

বিলিয়ার রহমান বলেছেন: জীবনান্দের ঘ্রাণের দোষটা অস্বীকার করছিনে!

তবে আমাকে কবি সম্বোধন করে তো সংশয়ে ফেলে দিলেন হে কবি!!!

আমিতো কবি নই বড় জোর একটা অকবি!!!

মন্তব্যে ভালোলাগা! :)

৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

কালীদাস বলেছেন: কি মিয়া, সুনন্দার কাছে ছ্যাঁকা খায়া ডুব দিছেন নাকি? :P এরকম চাঙ্গা ব্লগার হঠাৎ ঝিমায়া পড়লে চলে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

বিলিয়ার রহমান বলেছেন: ফু মেরে আগুন জালিয়ে দেবার মতো খোচা!!


আমি আবার খোচাখুচি তেমন একটা সইতে পারিনা মেয়াবাই!! :)


সো ঝিমুনি থেকে একটা ঝাকি দিয়ে দিয়েছি অলরেডি!!:)

যদিও শীঘ্রই আবার ঝিমিয়ে পড়বে! :)

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: ওরা কারা !!! ;)

আরে ফেসবুকে পোলাপান দেখি ভাল শয়তানি করে.. ওরা কারা. ;)



আপনার কি খবর !! ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

বিলিয়ার রহমান বলেছেন: শয়তান পোলাপাইন গুলান আমার দোস্ত লাগে!! দুই চাইরডা ছাত্তরো আছে! :)

৪৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: মায়াময় এক সুন্দর ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: একেবারে ম্যাড়ম্যাড়ে মেয়াবাই! :)


তবু যে প্রশংসা করে গেলেন তার জন্য অবশ্যই থ্যাংকু!:)

শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.